শেয়ার বাজারে ঠিক কতটা ঝুঁকি নিতে পারবেন? বুঝে নিন সব হিসেব নিকেশ
- Published by:Anulekha Kar
- trending desk
Last Updated:
দুর্ভাগ্যবশত কেউই জানেন না, কোন ট্রেড লাভ দেবে আর কোনটা লোকসান। তাই ঝুঁকি নিয়ন্ত্রণই হল একমাত্র উপায়।
#নয়াদিল্লি: শেয়ার বাজারে নামার আগে কত গবেষণা, কত হিসেবনিকেশ! কিন্তু তার পরেও লোকসান! হাজার হাজার টাকা স্রেফ জলে! দুর্ভাগ্যবশত কেউই জানেন না, কোন ট্রেড লাভ দেবে আর কোনটা লোকসান। তাই ঝুঁকি নিয়ন্ত্রণই হল একমাত্র উপায়। না-হলে জলের মতো টাকা বেরিয়ে যাবে। কিন্তু কী ভাবে ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হয়?
প্রতিটা ট্রেডে ঝুঁকির জন্য কতটা মূলধন:
এক জন বিনিয়োগকারী কতটা ঝুঁকি নিতে পারবেন, সেটা তাঁর অ্যাকাউন্টের উপর নির্ভর করবে। তবে একটা সাধারণ নিয়ম রয়েছে। সেটা হল একটা ট্রেডে অ্যাকাউন্টের ১ শতাংশের বেশি ঝুঁকি নেওয়া চলবে না। অন্য ভাবে বললে, একটা ট্রেডে অ্যাকাউন্টের ১ শতাংশের বেশি টাকা লোকসান করা উচিত নয়।
advertisement
advertisement
যদি অ্যাকাউন্টে ৩০,০০০ টাকা থাকে, তা-হলে প্রতি ট্রেডে ৩০০ টাকা পর্যন্ত লোকসান মেনে নেওয়া যায়। তার বেশি নয়। আবার সমস্ত মূলধনও লাগানো যায়। যেমন - ধরা যাক কোনও বিনিয়োগকারী ২৯ টাকা দামের ১০০০টা শেয়ার কিনলেন। তা-হলে তিনি তাঁর ক্রয়ক্ষমতার প্রায় পুরোটাই ব্যবহার করলেন। এ-বার সেই বিনিয়োগকারীর যতক্ষণ না ৩০০ টাকার বেশি লোকসান হয়, ততক্ষণ তাঁর ঝুঁকি ১ শতাংশের কম থাকে।
advertisement
অনেক বিনিয়োগকারী মনে করেন যে, ১ শতাংশ ঝুঁকি মানে মূলধনের ১ শতাংশ অর্থ ট্রেডে খাটাতে হবে। ব্যাপারটা পুরো উল্টো। বেশিরভাগ ডে ট্রেডাররাই মূলধনের বড় অংশই শেয়ারে খাটিয়ে থাকেন। এমনকী কখনও কখনও তাঁদের হাতে যা আছে, তার থেকেও বেশি টাকা খাটান (লিভারেজের মাধ্যমে)।
advertisement
ঝুঁকি:
কিছু বিনিয়োগকারী তাঁদের অ্যাকাউন্টের ২ শতাংশ পর্যন্ত ঝুঁকি নিতে চান। সাধারণত মূলধন কম কিন্তু বেশি রিটার্নের আশায় এমন ঝুঁকি নিতে উদ্যত হন অনেকেই। কিন্তু মাথায় রাখতে হবে যে, ডে ট্রেডিংয়ে ২৫০০০ টাকার ১ শতাংশ ঝুঁকি নিলে ২৫০ টাকা পর্যন্ত লোকসানের সম্ভাবনা থাকছে। ২ শতাংশ ঝুঁকি নিলে সেটাই বেড়ে ৫০০ হয়ে যাবে।
advertisement
ঝুঁকির সীমা যেন অতিক্রম না-করে:
বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে কত টাকা আছে, তার উপর ভিত্তি করে কতটা ঝুঁকি নেওয়া উচিত। বেশির ভাগ স্টক মার্কেট ডে ট্রেডারদের জন্য ১ শতাংশ বা তার কম ঝুঁকি নেওয়া আদর্শ। এই সীমা মেনে চলতে হবে। সীমা যাতে অতিক্রম না করে, তা নিশ্চিত করার সব থেকে ভাল উপায় হল স্টপ লস অর্ডার ব্যবহার করা। এতে মূল্য বিনিয়োগকারীর সিদ্ধান্তের উল্টো পথে হাঁটতে শুরু করলেই বিনিয়োগকারীকে ট্রেড থেকে বার করে দেয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2022 8:46 PM IST