#কলকাতা: গত ২৪ ঘণ্টায় বিশ্ব বাজারে অশোধিত তেলের দামে সেভাবে কোনও পরিবর্তন হয়নি ৷ তা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দিল্লি, মহারাষ্ট্র, নয়ডা, গুরুগ্রাম সহ বেশ কয়েকটি জায়গায় পেট্রোল এবং ডিজেলের দামে বদল আনা হয়েছে৷ যদিও মহানগরগুলির জ্বালানির দামে খুব বেশি পরিবর্তন হয়নি।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির নতুন দাম অনুযায়ী, নয়ডায় পেট্রোল ডিজেলের দাম কিছুটা বেড়েছে৷ গুরুগ্রামে আজ দাম বেড়েছে পেট্রোল ডিজেলের।
আরও পড়ুন: গুজরাত বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ শুরু, ভাগ্য পরীক্ষায় মুখ্যমন্ত্রী-সহ ৭৮৮ জন প্রার্থী
মহানগরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম-
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকাচেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকাকলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকানয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকাগুরুগ্রাম- পেট্রোল ৯৭.১৮ টাকা, ডিজেল ৯০.০৫ টাকানিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।