অল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমে হবে লাভ-ই লাভ! রইল কলকাতায় করার মতো কিছু দুর্দান্ত ব্য়বসার আইডিয়া!

Last Updated:

সামান্য প্রচেষ্টা আর উপযুক্ত পরিকল্পনা থাকলেই আজ জমিয়ে ব্যবসা করা যায়। বিশেষ করে ছোট ব্যবসা।

কলকাতা: এক সময় কলকাতার পাশের শহর হাওড়াকে ‘ভারতের শেফিল্ড’ বলা হত। গঙ্গার ধার বরাবর লাইন দিয়ে ঢাউস সব কারখানা। আজ সে সব অতীতের ছায়া মাত্র। তবে সুযোগ কিন্তু এখনও রয়েছে। বরং ইন্টারনেটের যুগে তা আরও বেড়েছে।
ব্যবসা শুরু করতে হলে চাই বড়সড় পুঁজি। এই ধারণা এখন বদলে গিয়েছে। সামান্য প্রচেষ্টা আর উপযুক্ত পরিকল্পনা থাকলেই আজ জমিয়ে ব্যবসা করা যায়। বিশেষ করে ছোট ব্যবসা। কলকাতা বরাবরই পর্যটকদের পছন্দের গন্তব্য। ইদানীং বাংলার স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের চাহিদা বেড়েছে। আর পর্যটকরা কারখানায় তৈরি পণ্যের চেয়ে স্থানীয় মানুষের হাতে তৈরি জিনিসই বেশি পছন্দ করেন। কলকাতা বিখ্যাত পর্যটন গন্তব্য হওয়ায় যে কোনও ব্যবসা-বৃদ্ধির সম্ভাবনাও অনেকটাই বেশি। এখানে কলকাতায় করা যায়, এমন সেরা ব্যবসায়িক আইডিয়া নিয়ে আলোচনা করা হল।
advertisement
advertisement
ট্যুর অ্যান্ড ট্রাভেল:
৩০০ বছরের প্রাচীন শহর কলকাতা। ব্রিটিশদের তৈরি স্থাপত্য। পুরনো জমিদার বাড়ি। দেশের প্রথম মিউজিয়াম, চিড়িয়াখানা এখানেই। প্রতি বছর দেশ-বিদেশের পর্যটকরা ঘুরতে আসেন। তাঁরা সাধারণত হোটেল রুম বুক করা থেকে ফ্লাইটের টিকিট কাটার জন্য ট্রাভেল এজেন্ট ভাড়া করে থাকেন। তাই কলকাতায় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা সবচেয়ে লাভজনক হতে পারে।
advertisement
ব্রাইডাল শোরুম:
কথায় আছে না, বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং। অর্থাৎ আমাদের দেশে বিয়ে মানেই জাঁকজমক। বাজি ফাটানো থেকে ব্যান্ড পার্টি ভাড়া - সে এক দেখার মতো ব্যাপার। শহর কলকাতায় বেশির ভাগই ধনী লোকের বাস। তাই ব্রাইডাল শো-রুম লাভজনক ব্যবসা হওয়ার সম্ভাবনা প্রবল। বিয়ের ফ্যাশনে কোন ট্রেন্ড চলছে, সেরা পোশাক কী হতে পারে, এই বিষয়গুলো চর্চায় রাখতে হবে শুধু।
advertisement
মিউজিক সেন্টার:
কলকাতার মানুষ সংস্কৃতির পৃষ্ঠপোষক। সঙ্গীত এই শহরের প্রাণ। কিশোর কুমার থেকে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে থেকে কুমার শানু সঙ্গীতের কিংবদন্তীরা বেড়ে উঠেছেন এই শহরে। এই শহরেই ডালপালা মেলেছে জীবনমুখী গান, ব্যান্ড কালচার। জন্ম হয়েছে কবীর সুমন থেকে নচিকেতাদের। সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের প্রতি প্রেম কলকাতাবাসীর রক্তে। তাই মিউজিক স্কুল থেকে এখানে ভাল ব্যবসা করা যেতে পারে। শিক্ষার্থীদের শেখানোর জন্য সঙ্গীতশিল্পী নিয়োগ করতে হবে। সেতার, সরোদ, এস্রাজ, বাঁশির মতো নানা প্রকার বাদ্যযন্ত্র শেখানোর জন্য শিক্ষক নিয়োগ করা যেতে পারে।
advertisement
মিষ্টির দোকান:
পেটরোগা বলে বাঙালির দুর্নাম আছে ঠিকই। কিন্তু মিষ্টি দেখলে তাঁরা সব ভুলে যায়। এই শহরেই রসগোল্লার মতো মিষ্টির জন্ম দিয়েছেন নবীন চন্দ্র দাস। আর এটাই আজ বাঙালি পরিচয়ের ট্রেড মার্ক। নকুড় থেকে ভীম নাগ - বাঙালি চেটেপুটে খায়। এই শহরে তাই মিষ্টির দোকান খোলা মানে লাভ-ই লাভ। হ্যাঁ, প্রতিযোগিতা তো আছেই আর থাকবেও, ফলে প্রথমেই ব্র্যান্ড তৈরি করতে হবে। আর একটা বিষয় খুবই জরুরি। সেটা হল- ভাল স্বাদ। আসলে স্বাদে অতুলনীয় হলে বাঙালি আর অন্য কিছুর দিকে ফিরেও তাকাবে না।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমে হবে লাভ-ই লাভ! রইল কলকাতায় করার মতো কিছু দুর্দান্ত ব্য়বসার আইডিয়া!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement