Silver: রুপো কেনার প্ল্যান থাকলে এখনই কি সেরা সময়? বছরশেষে দর কতটা বাড়তে পারে, জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
গয়না সৌন্দর্যের পাশাপাশি বিনিয়োগের একটি সেরা মাধ্যম৷ তবে সোনা নাকি রূপা কোনটাতে লাভ বেশি?
চলছে উৎসবের মরশুম৷ পুজোর এই সময়ে নতুন কিছু কেনার ধুম থাকে তুঙ্গে৷ সোনা হোক বা রুপো, নতুন গয়নায় কেনারও ভিড় থাকে৷ কিন্তু গয়না সৌন্দর্যের পাশাপাশি বিনিয়োগের একটি সেরা মাধ্যম৷ তবে সোনা নাকি রূপো কিসে লাভ বেশি?
এইচডিএফসি সিকিউরিটিজের কমোডিটি এবং কারেন্সি হেড অনুজ গুপ্তা বলেছেন যে আগামী দিনে সোনার চেয়ে রূপার উপর বাজি ধরা বেশি লাভজনক হবে৷ তাঁর মতে সোনার চেয়ে রুপোর ‘ভবিষ্যত’ ভাল৷
মানিকন্ট্রোলের একটি প্রতিবেদন অনুসারে, অনুজ গুপ্তা বলেছেন যে বছরের শেষ নাগাদ রুপোর দাম প্রতি কেজি ৭৮,০০০ টাকায় পৌঁছতে পারে। বুধবার, ‘সিলভার ফিউচার্স’ ১০৬ টাকা নেমে ৭১, ৬৮৯০ টাকা হয়েছে৷ স্পট গোল্ডও গতকাল অর্থাৎ ২৫ অক্টোবর প্রতি আউন্স ১,৯৭০.১৩ ডলারে স্থিতিশীল ছিল। অনুজ গুপ্তার মতে বিনিয়োগকারীরা এই সপ্তাহে মার্কিন অর্থনৈতিক তথ্য আসার আগে বড় বাজি ধরা থেকে বিরত থেকেছেন৷
advertisement
advertisement
ফলে অনুজ গুপ্তার মতে বিভিন্ন কারণে রুপোর দাম বাড়ার সম্ভাবনা বাড়ছে৷ এই উৎসবের সময়ে আন্তর্জাতিক বাজারেও ভাল চাহিদা রয়েছে রুপোর৷ শিল্পেও চাহিদা বেড়েছে এই মূল্যবান ধাতুর৷ তাই আশা করা যায় বছরেরে শেষ নাগাদ প্রতি কেজি রূপো ৭৮,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে৷
advertisement
রুপোর পাশাপাশি অনুজ গুপ্তা বলেছেন অ্যালুমিনিয়ামের কথাও৷ ‘‘আমি প্রায় ২০০ টাকায় বাজারে প্রবেশ করার পরিকল্পনা করছি, স্টপ লস ১৯৬ টাকা নির্ধারণ করেছি। আমার লক্ষ্য MCX-এ ২১০ টাকা,”জানিয়েছেন অনুজ গুপ্তা৷
Disclaimer: প্রতিবেদন বিভিন্ন তথ্যের ভিত্তিতে লেখা। কোনও বিনিয়োগের আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2023 7:27 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Silver: রুপো কেনার প্ল্যান থাকলে এখনই কি সেরা সময়? বছরশেষে দর কতটা বাড়তে পারে, জানুন