Indian Railways: ট্রেনে জিনিস হারালেও চিন্তা নেই, ফেরত আসবেই, জেনে নিন শুধু কী করতে হবে

Last Updated:

দেখে নেওয়া যাক এক এক করে রেলযাত্রায় জিনিস হারালে আমাদের ঠিক কী করা উচিত।

রেলগাড়িতে হঠাৎ দেখা। তার কামরায় কত যে মন হারিয়েছে, কে তার খবর রাখে। তা আর ফিরে পাওয়া যায়নি ঠিকই। আবার, ওই রেলগাড়িতেই বাক্স বদল হলেও তা ফেরত এসেছিল আরেকজনের মনের সঙ্গে, এমন গল্পের চিত্রনাট্য লিখেছেন খোদ সত্যজিৎ রায়ও। তবে, জিনিস হারানো, যতই যাই হোক, একটা বাজে ব্যাপার তো বটেই। আমরা কেউই চাই না এমনটা আমাদের সঙ্গে হোক। কিন্তু না চাইলেও অনেক কিছু আমাদের সঙ্গে ঘটেই যায়। তার সবগুলো নিয়ন্ত্রণে রাখতে না পারলেও রেলগাড়িতে বা রেলযাত্রায় হারানো জিনিস কিন্তু ফেরত পাওয়া যেতে পারে, ভরসা দিচ্ছে খোদ ভারতীয় রেল।
আসলে, আমাদের অনেকেই রেলযাত্রায় হারানো জিনিস ফেরত পাওয়ার পদ্ধতিটা জানি না। অনেকে আবার আমরা বিশ্বাস করতে পারি না যে সত্যি হারানো জিনিস ফেরত আসবে। কিন্তু তা আদতেই সম্ভব। দেখে নেওয়া যাক এক এক করে রেলযাত্রায় জিনিস হারালে আমাদের ঠিক কী করা উচিত।
advertisement
advertisement
সবার প্রথমে মুষড়ে পড়লে চলবে না। আমাদের সাহায্যের জন্য সর্বদাই তৎপর রেলওয়ে পুলিশ ফোর্স, সংক্ষেপে আরপিএফ। ট্রেনের কামরার ভিতরে হোক বা প্ল্যাটফর্মে হারিয়ে যাওয়া কিছু, তাঁরা খুঁজে সেটা আবার যাত্রীকে ফিরিয়ে দেবেনই। এই কাজ তাঁরা সাফল্যের সঙ্গে প্রতিনিয়তই করে চলেছেন। ফলে, দেরি না করে যোগাযোগ করতে হবে রেলওয়ে পুলিশ ফোর্সের সঙ্গে। হারানো জিনিস তাঁরা যদি লোকেট করতে না পারেন, তবে পরের ধাপে রেলওয়ে পুলিশ ফোর্সের অধীনে হারানো জিনিসের বিবরণ সহ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, সংক্ষেপে এফআইআর দাখিল করা যায়।
advertisement
এবার যদি যাত্রী চলন্ত ট্রেনে থাকেন? তিনি কীভাবে যোগাযোগ করবেন রেলওয়ে পুলিশ ফোর্সের সঙ্গে?
এক্ষেত্রে ট্রেনের কোচ অ্যাটেনড্যান্ট বা গার্ডকে বললে তিনি এইআইআর ফর্ম এনে দেবেন, সেটা পূরণ করে তাঁকে দিলে তিনি তা নির্দিষ্ট জায়গায় জমাও করে দেবেন। দরকারে তা স্থানীয় পুলিশ স্টেশনেও দাখিল করা হতে পারে। জিনিস খুঁজে পাওয়ার পরে রেলওয়ে পুলিশ ফোর্সের কাছ থেকে ফোন আসবে, যে স্টেশনে জিনিস হারিয়েছিল, সেখানে তা জমা থাকবে, গিয়ে শুধু নিয়ে এলেই হল।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: ট্রেনে জিনিস হারালেও চিন্তা নেই, ফেরত আসবেই, জেনে নিন শুধু কী করতে হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement