Mutual Fund খুঁজছেন? গত পাঁচ বছরে সবচেয়ে বেশি কারা রিটার্ন দিয়েছে দেখে নিন

Last Updated:

সেবি-র নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের ফান্ডে ৫ বছরের লক ইন পিরিয়ড থাকে বা অবসরের বয়স ৬০, যেটা আগে আসে।

কলকাতা: রিটায়ারমেন্ট মিউচুয়াল ফান্ড সলিউশন ওরিয়েন্টেড ফান্ড অর্থাৎ অবসর জীবনের লক্ষ্য পূরণের জন্যই এই ফান্ড ডিজাইন করা হয়েছে। সেবি-র নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের ফান্ডে ৫ বছরের লক ইন পিরিয়ড থাকে বা অবসরের বয়স ৬০, যেটা আগে আসে। সেবি এই ফান্ডগুলিকে ইক্যুইটি, হাইব্রিড এবং ডেট ফান্ড হিসেবে চালানোর অনুমতি দিয়েছে। এখানে সেরা ৫ রিটায়ারমেন্ট মিউচুয়াল ফান্ডের তালিকা দেওয়া হল।
এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড – ইক্যুইটি: ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এই ফান্ড চালু হয়। ফান্ডের মোট এইউএম ৩৮০১.৬৮ কোটি টাকা। রেগুলার প্ল্যানে ১৯ শতাংশ বার্ষিক রিটার্ন এবং পাঁচ বছর মেয়াদের ডিরেক্ট প্ল্যানে ২০.৪৯ শতাংশ রিটার্ন দিয়েছে। ফান্ডের ব্যয় অনুপাত ১.৯৫ শতাংশের ক্যাটাগরি গড়ের বিপরীতে ১.৮৭ শতাংশ। পোর্টফোলিওতে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস এবং আরআইএল এর প্রধান স্টকগুলির সঙ্গে ফান্ডের ৮৮.৯৯ শতাংশ ইক্যুইটিতে রয়েছে। পাঁচ বছর আগে ফান্ডের রেগুলার প্ল্যানে ১০ হাজার টাকা এসআইপি করলে আজ ১,০৬১,৬৫৪ টাকা হাতে আসত।
advertisement
advertisement
এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড হাইব্রিড ইক্যুইটি প্ল্যান: ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া এই ফান্ডের বর্তমান এইউএম ১,১৫.০১ কোটি টাকা। রেগুলার প্ল্যানে ১৪.৫০ শতাংশ এবং ডিরেক্ট প্ল্যানে ১৫.৯৪ শতাংশ বার্ষিক রিটার্ন মিলেছে। এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আরআইএল, এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল ৬৬টি স্টকের একটি পোর্টফোলিওতে এর প্রধান স্টক। রেগুলার প্ল্যানে ১০ হাজার টাকার মাসিক এসআইপি করলে আজ ৯০৬,১৬২.৬ টাকা রিটার্ন পাওয়া যেত।
advertisement
টাটা রিটায়ারমেন্ট সেভিংস প্রোগ্রেসিভ: হাউজ অফ টাটা মিউচুয়াল ফান্ড ২০১১ সালের নভেম্বরে এই ফান্ড বাজারে আনে। রেগুলার প্ল্যানে গত পাঁচ বছরে ১৩.২৮ শতাংশ বার্ষিক রিটার্ন মিলেছে। ডিরেক্ট প্ল্যানে বার্ষিক রিটার্নের পরিমাণ ১৫.০৯ শতাংশ। পাঁচ বছর আগে ফান্ডের রেগুলার প্ল্যানে প্রতি মাসে ১০ হাজার টাকার মাসিক এসআইপি করলে আজ তা ৮৫৪,৪৩৫.৯০ টাকা হয়ে যেত।
advertisement
টাটা রিটায়ারমেন্ট সেভিংস মডারেট: হাউজ অফ টাটা মিউচুয়াল ফান্ডের এই ফান্ড গত পাঁচ বছরে রেগুলার প্ল্যানে ১২.৩৪ শতাংশ এবং ডিরেক্ট প্ল্যানে ১৪ শতাংশ বার্ষিক রিটার্ন মিলেছে। এই প্ল্যানে ১০ হাজার টাকার মাসিক এসআইপি করলে আজ ৮৩৮,৬০৫.১২ টাকা হাতে আসত।
advertisement
নিপ্পন ইন্ডিয়া রিটায়ারমেন্ট ফান্ড ওয়েলথ ক্রিয়েশন স্কিম: অত্যন্ত উচ্চ ঝুঁকির এই ফান্ড চালু হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। পাঁচ বছরের রেগুলার প্ল্যান বার্ষিক ১১.২৫ শতাংশ এবং ডিরেক্ট প্ল্যান ১২.৩৯ শতাংশ রিটার্ন দিয়েছে। ৫৭ স্টকের পোর্টফোলিওতে ফান্ডের প্রধান স্টক হল, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিয়ালেন্স ইত্যাদি।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund খুঁজছেন? গত পাঁচ বছরে সবচেয়ে বেশি কারা রিটার্ন দিয়েছে দেখে নিন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement