জিও-তে সিলভার লেকের বিনিয়োগ রিলায়েন্সের জন্য অত্যন্ত লাভজনক: Moody's

Last Updated:

ফেসবুকের পর এবার সিলভার লেকের জিও-তে বিনিয়োগের ঘোষণা রিলায়েন্সের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে বলে মনে করছে কর্পোরেট ফাইন্যান্স সংস্থা Moody’s Investors Service ৷

#মুম্বই: ফেসবুকের পর জিও-তে ফের বড় বিনিয়োগ। এবার জিওর সঙ্গে গাঁটছড়া বাঁধল সিলভার লেক পার্টনার্স (SLP)। জিও-তে ৫,৬৫৬ কোটি টাকার বিনিয়োগ করে ১.১৫ শতাংশ শেয়ার কিনেছে পৃথিবীর এই বৃহত্তম প্রযুক্তি বিনিয়োগ সংস্থাটি। ভারতে এটাই SLP-র প্রথমবার সবচেয়ে বড় বিনিয়োগ। এর আগে টুইটার, আলিবাবা, ডেল টেকনোলজিস-সহ একাধিক বড় সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে সিলভার লেক পার্টনার্স। করোনা পরিস্থিতির মধ্যেই জিওর সঙ্গে সিলভার লেক পার্টনার্সের এই বিনিয়োগ বড় পদক্ষেপ বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। জিওতে সিলভার লেক পার্টনার্সের বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন RIL চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি বলেন, ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে এই বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সিলভার লেক পার্টনার্সের সুনাম রয়েছে। SLP-র অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ডিজিটাল ভারত তৈরির কাজ আরও গতি পাবে।
অন্যদিকে সিলভার লেকের ম্যানেজিং পার্টনার এগন ডার্বান বলেন, “ভারতের বাজারে জিও-র বিপুল সম্ভাবনা রয়েছে। টিম রিলায়েন্স এবং মুকেশ আম্বানির সঙ্গে আমরা অংশীদার হতে পেরে খুশি।’’ এই অংশীদারিত্ব জিও-র ভবিষ্যৎ মিশন বাস্তবায়নে কার্যকরী হবে বলেও জানিয়েছেন তিনি।
দীর্ঘ দিনের লকডাউনের প্রভাব বিশ্বজুড়েই ব্যবসা-বাণিজ্যে পড়েছে ৷ অধিকাংশ সংস্থাকেই এ ক’দিনে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ৷ রিলায়েন্সের আয়ের অধিকাংশই আসে যে ব্যবসায়, সেই পেট্রোকেম ব্যবসার ছবিটা এখন গোটা বিশ্বেই অত্যন্ত খারাপ ৷ বাজারে তেলের চাহিদা না থাকায়, তেলের দাম একেবারেই তলানিতে ৷ এই অবস্থায় রিলায়েন্সের ভরসাও এখন সংস্থার অন্যান্য ব্যবসাই ৷ জিও এই মুহূর্তে সবচেয়ে লাভজনক অবস্থায় রয়েছে ৷ লকডাউনের মধ্যেও গত অর্থ বর্ষের শেষ ত্রৈমাসিকে জিও-র ফলাফল খুবই ভাল ৷ ফেসবুকের পর এবার আরেক বিশ্বসেরা মার্কিন সংস্থাও জিও-তে বিপুল অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করেছে ৷ যা রিলায়েন্স ইন্ডাস্ট্রির ঋণের পরিমাণ কমানোর জন্য অত্যন্ত সুবিধাজনক ৷ ঋণের পরিমাণ শূন্য শতাংশে নিয়ে আসা সম্ভব ৩১ মার্চ ২০২১-এর মধ্যেই ৷ এমনটাই জানিয়েছে কর্পোরেট ফাইন্যান্স সংস্থা মুডি ইনভেস্টার সার্ভিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিকাশ হালান ৷ এই চুক্তি রিলায়েন্সের জন্য অদূর ভবিষ্যতেও অত্যন্ত লাভ জনক হতে চলেছে বলে মন্তব্য তাঁর ৷ ফেসবুকের সঙ্গে চুক্তিতে জিও-র ভবিষ্যত যতোটা সুরক্ষিত করেছে ৷ তার সঙ্গে এই সিলভার লেকের বিনিয়োগ রিলায়েন্সকে মোট ক্ষতি কমাতে সাহায্য করবে ৷
advertisement
advertisement
রিলায়েন্সের গত অর্থ বর্ষের শেষে অর্থাৎ মার্চ পর্যন্ত ঋণের পরিমাণ ১.৬১ লক্ষ কোটি টাকা ৷ যা কমাতে চান মুকেশ আম্বানি ৷ তেলের চাহিদা ও দাম কমায় ধাক্কা খেয়েছে রিলায়েন্সের পেট্রোকেমিক্যাল ব্যবসা ৷ গত তিন মাসে নিট মুনাফা কমেছে ৩৭ শতাংশ ৷ এর থেকে কাটিয়ে উঠতে জিও-র প্ল্যাটফর্মের মোট ২০ শতাংশ অংশীদারি বেচার পরিকল্পনাও রয়েছে রিলায়েন্সের ৷ যেই কাজে ভালমতোই এগোচ্ছে সংস্থা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিও-তে সিলভার লেকের বিনিয়োগ রিলায়েন্সের জন্য অত্যন্ত লাভজনক: Moody's
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement