Share Market Fraud: শেয়ার বাজারে এই ভাবে ইনভেস্ট করছেন ? জানেন কত বড় ভুল করছেন! ১৮ লক্ষ টাকা খোয়া গেল এই ব্যক্তির
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Share Market Fraud: শেয়ার বাজারে দ্রুত লাভের আশায় ভুল পথে হাঁটলেন এক ব্যক্তি, আর তাতেই খোয়ালেন ₹১৮ লক্ষ টাকা। অপরিচিত অ্যাপে লগইন করে ‘টিপস’ নেওয়ার ফলেই ঘটল বিপর্যয়।
উত্তর ২৪ পরগনা: বর্তমান সময়ে টাকার প্রয়োজন নেই এমন লোক পাওয়া দুষ্কর। সেই জায়গায় দাঁড়িয়েই শেয়ার মার্কেট বহু ক্ষেত্রেই ইনভেস্টের জায়গা হয়ে ওঠে বাড়তি মুনাফার আশায়। আর এবার সেই শেয়ার মার্কেটে ইনভেস্টের নাম করেই ১৮ লক্ষ টাকা খোয়া গেল এক ব্যক্তির। এখনই হোন সাবধান, না হলে এভাবেই বিপদে পড়তে পারেন আপনিও।
জানা গিয়েছে, শেয়ার মার্কেটে মোটা টাকা লাভের লোভ দেখিয়ে অনিমেষ নামে এক ব্যক্তির সঙ্গে গত কয়েক মাস আগে ফোনে যোগাযোগ করে অভিযুক্ত। অনলাইনে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে মোটা অঙ্কের মুনাফার প্রলোভন দেখানো হয় অনিমেষবাবুকে। সেই ফাঁদে পা রাখতেই, প্রথমে তাঁকে একটি টেলিগ্রাম গ্রুপে যোগ দিতে বলা হয়।
advertisement
advertisement
পরে একটি লিঙ্ক পাঠিয়ে তাঁকে সেখানে ট্রেডিংয়ে যুক্ত হতেও বলা হয় প্রতারকদের তরফে। ভুক্তভোগীর দাবি, গ্রুপে যোগ দেওয়ার পরে সেখানে চলতে থাকা ট্রেডিং দেখে বিশ্বাস জন্মায় তাঁর। এরপর ধাপে ধাপে মোট ১৮ লক্ষ টাকা অনলাইনে পাঠান তিনি। কিন্তু যখন টাকা তোলার সময় আসে, তখন বিভিন্ন অজুহাতে আরও টাকা দাবি করা হতে থাকে।
advertisement
জানানো হয়, অতিরিক্ত টাকা ইনভেস্ট না করলে তাঁর লাভের টাকা উইথড্র সম্ভব নয়। অনিমেষবাবু বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে টেলিগ্রাম গ্রুপের সূত্র ধরেই লেকটাউন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
advertisement
ধৃতের নাম মৈনাক বাগচী। ধৃতের মোবাইল ও ল্যাপটপ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এর পেছনে একটি বড় প্রতারণা চক্র কাজ করতে পারে। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
Rudra Narayan Roy
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 24, 2025 7:18 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Share Market Fraud: শেয়ার বাজারে এই ভাবে ইনভেস্ট করছেন ? জানেন কত বড় ভুল করছেন! ১৮ লক্ষ টাকা খোয়া গেল এই ব্যক্তির










