Share Market Crash Update: ট্রাম্পের ঘোষণায় শেয়ার বাজারে বিপর্যয়, দশ সেকেন্ডে বিনিয়োগকারীরা খোয়ালেন ২০ হাজার কোটি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নিজের হুঁশিয়ারিকে কার্যকর করে দু দিন আগেই বিশ্বের বিভিন্ন দেশের উপরে পাল্টা শুল্কের বোঝা চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির জেরে গোটা বিশ্ব জুড়ে শেয়ার বাজারে ধস৷ ভারতের শেয়ার বাজারেও এ দিন সকালে নেমে আসে বিপর্যয় বিগত দশ মাসের মধ্যে রেকর্ড পতন ঘটে সেনসেক্স এবং নিফটির৷ যার জেরে বাজার খোলার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ২০ লক্ষ কোটি টাকার বেশি হারান বিনিয়োগকারীরা৷
গত শুক্রবারের তুলনায় এ দিন সকালে প্রায় চার হাজার পয়েন্ট নীচে নেমে যায় সেনসেক্স৷ নিফটির পতন ঘটে এক হাজার পয়েন্ট৷ ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা শেয়ার বেচতে শুরু করার কারণেই টালমাটাল হয়ে যায় শেয়ার বাজার৷
নিজের হুঁশিয়ারিকে কার্যকর করে দু দিন আগেই বিশ্বের বিভিন্ন দেশের উপরে পাল্টা শুল্কের বোঝা চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকার শিল্প ক্ষেত্রে সোনালি যুগ ফিরিয়ে আনতেই তিনি এই পদক্ষেপ করেছেন বলে দাবি ট্রাম্পের৷ এই ঘোষণা অনুযায়ী, এবার থেকে আমেরিকায় বিশ্বের যে কোনও দেশ পণ্য রফতানি করতে গেলেই ন্যূনতম দশ শতাংশ শুল্ক চাপান হবে৷ এর উপরে বিশ্বের বিভিন্ন দেশের উপরে ৫০ শতাংস পর্যন্ত শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ ভারতের উপরে ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি৷ চিনা পণ্যের উপরে চাপান হয়েছে ৩৪ শতাংশ শুল্ক৷ যেহেতু মাঝে শনিবার এবং রবিবার বাজার বন্ধ ছিল, এ দিন সকালে বাজার খুলতেই ট্রাম্পের ঘোষণা প্রভাব পড়তে শুরু করে শেয়ার বাজারে৷
advertisement
advertisement
এ দিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স নেমে দাঁড়ায় ৩৯৩৯.৬৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৭১.৪২৫.০১৷ নিফটি-ও ১১৬০.৮ পয়েন্ট কমে দাঁড়ায় ২১৭৪৩.৬৫ পয়েন্টে৷ ৩০ পয়সা কমে ১ ডলারের বিনিময়ে টাকার দাম দাঁড়ায় ৮৫.৭৪ টাকা৷
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই ধাক্কার পরে বিশ্বের সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ থেকে ভারতীয় অর্থনীতিকে রক্ষা করতে আর্থিক সংস্কার করার প্রয়োজন৷ গোটা বিশ্বের মধ্যে এশিয়ার শেয়ার বাজারে যেহেতু লেনদেন সবার আগে শুরু হয়, তাই ট্রাম্পের এই সিদ্ধান্তের সবথেকে বড় ধাক্কা এসে লাগে এশিয়ার শেয়ার বাজারগুলিতেই৷ চিন, জাপান, তাইওয়ান, হংকং- সর্বত্রই শেয়ার বাজারে বিপর্যয়ের এই ছবি ধরা পড়েছে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2025 12:02 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Share Market Crash Update: ট্রাম্পের ঘোষণায় শেয়ার বাজারে বিপর্যয়, দশ সেকেন্ডে বিনিয়োগকারীরা খোয়ালেন ২০ হাজার কোটি