HCL CEO: সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ভারতীয় আইটি প্রধান, এইচসিএল সিইও-এর বেতন ১০০ কোটির বেশি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
HCL CEO: সংস্থার তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, সি বিজয়কুমার সরাসরি ভারতীয় সংস্থার থেকে এই বিপুল অঙ্কের বেতন পান না।
#কলকাতা: কত হতে পারে এক জনের বেতন। ব্যবসায় লাভের অঙ্ক নয় কিন্তু, বেতনের পরিমাণ। আন্তর্জাতিক টেকনলজি সংস্থা এইচসিএল-এর সি বিজয়কুমারের বেতন জানলে আপনি চমকে যেতে বাধ্য। কারণ, সম্প্রতি সেই সংস্থার তরফ থেকে একটি অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্টে দেখা গিয়েছে সংস্থা তার সিইও-কে বার্ষিক মোট ১২৩.১৩ কোটি টাকা বেতন দিয়েছে, মার্কিন ডলারের নিরিখে সেই অঙ্ক ১৬.৫২ মিলিয়নে।
আরও পড়ুন: কমল অশোধিত তেলের দাম, দেখে নিন কলকাতা-সহ অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম
সংস্থার তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, সি বিজয়কুমার সরাসরি ভারতীয় সংস্থার থেকে এই বিপুল অঙ্কের বেতন পান না। তিনি বেতন পান আমেরিকার এইচসিএল-এর পক্ষ থেকে, যে সংস্থাটি এইচসিএল-এর একটি সাবসিডেয়ারি সংস্থা। কতটা বেতন পান তিনি, তারও একটি হিসাব দেওয়া হয়েছে। প্রথমত, ২০ লক্ষ মার্কিন ডলারের বেস স্যালারি পান তিনি, এ ছাড়া আরও ২০ লক্ষ মিলিয়ন ডলারের একটি ভ্যারিয়েবেল পে-ও তিনি পান। এ ছাড়াও আর্থিক বর্ষের শেষে অন্য কয়েকটি খরচ চালানোর জন্য বার্ষিক ২০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া তিনি এলটিই পান মোট ১২.৫০ মিলিয়ন মার্কিন ডলার। সংস্থা আরও জানিয়েছে, এলটিআই বাদ দিয়ে বিজয়কুমারের বেতন ২০২১ সালে মার্চ মাসে ছিল ৪ মিলিয়ন ডলারের কিছু বেশি। সেই বেতনের কোনও পরিবর্তন হয়নি।
advertisement
আরও পড়ুন: চাল, ডাল, আটা এই ভাবে কিনলে আর গুনতে হবে না জিএসটি! সাফ জানালেন অর্থমন্ত্রী
সংস্থার রিপোর্টে বলা হয়েছে, শেষ আর্থিক বছরে যা বেতন ছিল বিজয়কুমারের এ বারেও সেই বেতনই রয়েছে। সেই বেতনে আর কোনও পরিবর্তন হয়নি। তবে তিনি ১২.৫ মিলিয়ন এলটিআই পেয়েছেন, সেটি হল বছরের নির্দিষ্ট সময়ে ভাগ করে দেওয়া হয়। সেই কয়েকটি ভাগ করে দেওয়া বেতন হিসাবে দেওয়া হয়। সেই টাকা মিলিয়েও ওই বেতনের অঙ্কে পৌঁছন বিজয়কুমার।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 5:10 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
HCL CEO: সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ভারতীয় আইটি প্রধান, এইচসিএল সিইও-এর বেতন ১০০ কোটির বেশি