advertisement

SBI PO Salary: সব কেটেকুটেও হাতে ৯৫ হাজার টাকা! বেতন ফাঁস করলেন SBI-এর প্রোবেশনারি অফিসার, তুমুল বিতর্ক

Last Updated:

ইনস্টাগ্রামে করা ওই পোস্টে শ্বেতা নামে এসবিআই-এর ওই কর্মী জানিয়েছেন, ২০২২ সালে তিনি ব্যাঙ্কের চাকরির পরীক্ষায় পাশ করেছিলেন৷

এসবিআই কর্মীর বেতন ঘিরে বিতর্ক৷
এসবিআই কর্মীর বেতন ঘিরে বিতর্ক৷
২০২২ সালে চাকরির পরীক্ষায় পাশ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রোবেশনারি অফিসার হিসেবে চাকরি করছেন৷ আর তাতেই মাস শেষে সব কেটেকুটেও বেতন বাবদ হাতে ৯৫ হাজার টাকা পান বলে সমাজমাধ্যমে দাবি করলেন শ্বেতা নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র এক কর্মী৷ ব্যাঙ্ক কর্মীর এই দাবি ঘিরে সমাজমাধ্যমেও তুমুল চর্চা শুরু হয়েছে৷ কেউ কেউ যেমন ব্যাঙ্ককর্মীর এই পরিমাণ বেতনকে কাজের নিরিখে যথাযথ মনে করছেন, অনেকেই আবার সরকারি চাকরির মোটা বেতন নিয়ে পুরনো বিতর্ক উস্কে দিয়েছেন৷
ইনস্টাগ্রামে করা ওই পোস্টে শ্বেতা নামে এসবিআই-এর ওই কর্মী জানিয়েছেন, ২০২২ সালে তিনি ব্যাঙ্কের চাকরির পরীক্ষায় পাশ করেছিলেন৷ গত আড়াই বছর ধরে এসবিআই-এ প্রোবেশনারি অফিসার হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি৷
সমাজমাধ্যমে করা পোস্টে তিনি দাবি করেছেন, প্রতি মাসে হাতে ৯৫ হাজার টাকা (ইন হ্যান্ড স্যালারি) বেতন পান তিনি৷ তা বাদেও লিজ রেন্টাল বাবদ ১৮৫০০ টাকা এবং অন্যান্য ভাতা বাবদ আরও ১১ হাজার টাকা পান তিনি৷ যার ফলে সবমিলিয়ে তাঁর মাসিক বেতন ১ লক্ষ টাকা ছাড়িয়ে যায়৷
advertisement
advertisement
যদিও ওই প্রোবেশনারি অফিসার স্পষ্ট করে দিয়েছেন, গত দু বছরে পাঁচটি ইনক্রিমেন্ট পাওয়ার পর তাঁর বেতন এই জায়গায় এসেছে৷ এই পাঁচটি ইনক্রিমেন্টের মধ্যে দু বছরে দু বার বার্ষিক ইনক্রিমেন্ট পেয়েছেন ওই মহিলা প্রোবেশনারি অফিসার৷ এ ছাড়াও তিনটি JAIIB এবং CAIIB ইনক্রিমেন্ট পেয়েছেন তিনি৷
ব্যাঙ্ককর্মীদের চাকরির উন্নতির ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে জুনিয়র অ্যাসোসিয়েট অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কার্স (JAIIB) এবং সার্টিফায়েড অ্যাসোসিয়েট অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কার্স (CAIIB) -র সার্টিফিকেট অন্যতম গুরুত্বপূর্ণ পেশাদারি শংসাপত্র৷ এই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হতে পারলে অনেক ক্ষেত্রেই ব্যাঙ্ককর্মীদের বেতন বাড়ে৷
advertisement
শ্বেতা নামে ওই ব্যাঙ্ককর্মী ইনস্টাগ্রামে এই তথ্য দেওয়ার পরই গত কয়েক দিনে সেই পোস্টের ১১ লক্ষ ভিউ হয়েছে৷ এই পোস্ট দেখে একজন লিখেছেন, একজন এসবিআই-এর প্রোবেশনারি অফিসার বেতন বাবদ মাসে ৯৫ হাজার টাকা হাতে পান? আমার বন্ধুও ব্যাঙ্কে একজন প্রোবেশনারি অফিসার৷ কিন্তু সে সবসময় আক্ষেপ করে যে সে বেশি টাকা বেতন পায় না৷ এটা কীভাবে সম্ভব? প্রোবেশনারি অফিসারদের বেতন কাঠামো কি আলাদা হয়?
advertisement
আর একজন লিখেছেন, এসবিআই-এর প্রোবেশনারি অফিসার হওয়ার মেধাবী এবং বুদ্ধিমান হওয়া প্রয়োজন৷ এর সঙ্গে দরকার কঠোর পরিশ্রম৷ আমি বেশ কয়েকবার এই পরীক্ষায় বসেছি৷ ফলে আমি জানি এই চাকরি পাওয়া কতটা কঠিন৷
তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ৷ অনেকে আবার ওই ব্যাঙ্ককর্মীকে প্রশ্ন করেছেন, তিনি ব্যক্তিগত এবং পেশাদারি জীবনে কতটা ভারসাম্য বজায় রাখতে পারেন? ব্যাঙ্কের কাজের চাপে ওই প্রোবেশনারি অফিসারের মানসিক স্বাস্থ্যের কী অবস্থা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ৷ এই প্রসঙ্গেই একজন ইনস্টাগ্রামে ওই প্রোবেশনারি অফিসারের উদ্দেশ্যে লিখেছেন এই বেতনের মধ্যে তো মাসে ১৫ হাজার টাকা ব্যাঙ্কের কাজের চাপ থেকে রেহাই পেতে থেরাপি করাতেই খরচ হয়ে যায়!
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI PO Salary: সব কেটেকুটেও হাতে ৯৫ হাজার টাকা! বেতন ফাঁস করলেন SBI-এর প্রোবেশনারি অফিসার, তুমুল বিতর্ক
Next Article
advertisement
Gold Price To Hit Rs 9 Lakh Rupees: ৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
  • প্রতি ভরি সোনার দাম ৯ লাখ ?

  • সোনার দামের পূর্বাভাস ৷

  • কোথায় গিয়ে থামবে সোনার দাম ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement