কেনাকাটা করলেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! SBI আনছে এই বিশেষ কার্ড

Last Updated:

SBI-এর তরফে জানানো হয়েছে যে 'কন্টাক্টলেস কার্ড' প্রথম বছর, ২০২৩ এর মার্চ পর্যন্ত বিশেষ অফারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

#কলকাতা: ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সম্প্রতি লঞ্চ করেছে তাদের নতুন ‘ক্যাশব্যাক এসবিআই কার্ড’ (Cashback SBI Card)। এই কার্ড আগের থেকেও বেশি ক্যাশব্যাক দেবে বলে জানা গিয়েছে। গ্রাহক অনলাইনে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন এর মাধ্যমে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দাবি, নতুন ক্যাশব্যাক কার্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন গ্রাহক। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা অনলাইন এবং অফলাইন কেনাকাটায় ক্যাশব্যাকের সুবিধা পাবেন। এ জন্য কোনও ধরনের শর্তও পালন করতে হবে না। এই কার্ডের মাধ্যমে সরাসরি অনলাইনে এবং অফলাইনে যে কোনও পণ্য কিনলে ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার্ডের তরফে জানানো হয়েছে যে, তাদের এই ক্যাশব্যাক এসবিআই কার্ডের মাধ্যমে গ্রাহকদের থেকে ‘মার্চেন্ট ট্রানজাকশন’ হিসেবে কোনও টাকা নেওয়া হবে না। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা যে কোনও জায়গা থেকে যে কোনও জিনিস কিনলে সরাসরি ৫% ক্যাশব্যাক পেয়ে যাবেন। দেশের সবথেকে বড় ব্যাঙ্ক জানিয়েছে যে তারা এই নতুন ক্যাশব্যাক অফারকে নতুনতর স্তরে উন্নীত করতে চায়।
advertisement
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড স্প্রিন্ট -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে টিয়ার ২ এবং টিয়ার ৩ শহর-সহ সমস্ত ভারতের গ্রাহকই ব্যবহার করতে পারবেন এই কার্ড। এসবিআই কার্ড স্প্রিন্ট-এর মাধ্যমে গ্রাহক নিজেদের ঘরে বসেই ক্যাশব্যাক এসবিআই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
advertisement
অটো ক্রেডিট ক্যাশব্যাক ফেসিলিটি -
SBI-এর তরফে জানানো হয়েছে যে কন্টাক্টলেস কার্ড প্রথম বছর, ২০২৩ এর মার্চ পর্যন্ত বিশেষ অফারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক এসবিআই কার্ডের মাধ্যমে সবক্ষেত্রেই আনলিমিটেড ১ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা পাবে। প্রতি মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকার অনলাইন কেনাকাটার ওপর ৫% ক্যাশব্যাকের সুবিধা পাবেন। এ ছাড়াও ক্যাশব্যাক এসবিআইকার্ডের অটো ক্রেডিট ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকরা দু'দিনের মধ্যে এসবিআই কার্ড-এর অ্যাকাউন্টে ক্যাশব্যাক পেয়ে যাবেন।
advertisement
এসবিআই কার্ডের এমডি এবং সিইও রামমোহন রাব অমারা জানিয়েছেন যে, ক্যাশব্যাক এসবিআই কার্ড আমাদের কার্ড পোর্টফলিওকে আরও মজবুত করবে। আমরা খুব ভেবেচিন্তে ক্যাশব্যাক এসবিআই কার্ড তৈরি করেছি। যা গ্রাহকদের বিভিন্ন ধরনের জিনিস কেনার ক্ষেত্রে আরও বেশি করে ক্যাশব্যাকের সুবিধা দেবে। এর মাধ্যমে গ্রাহকরা আরও বেশি করে জিনিস কিনতে পারবেন এবং ক্যাশব্যাকের সুবিধা পাবেন।
advertisement
বার্ষিক খরচ -
এই কার্ড রিনিউ করার জন্য কার্ড হোল্ডারদের প্রতিবছর ৯৯৯ টাকা চার্জ এবং এর ওপরে লাগু করা ট্যাক্স দিতে হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি বছর যে সকল গ্রাহক ২ লাখ টাকার কেনাকাটা করবে তাদের ৯৯৯ টাকা ফিরিয়ে দেওয়া হবে। এই ক্যাশব্যাক এসবিআই কার্ড শুধুমাত্র ভিসা প্লাটফর্মেই পাওয়া যাবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কেনাকাটা করলেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! SBI আনছে এই বিশেষ কার্ড
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement