সেপ্টেম্বরে আসতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন! এই বিষয়গুলির উপর নজর না-দিলেই বাড়বে বিপদ!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সে আয়কর (Income Tax) প্রদানকারীই হোন কিংবা লেনদেনের জন্য প্রতিনিয়ত ডেবিট কার্ড (Debit Card) ব্যবহারকারীই হোন, এঁদের সকলের জন্যই এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
#কলকাতা: বছরে এমন কিছু মাস আছে, যে সময়গুলিতে ব্যাপক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে যায়। আর এ-ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা (September) ভীষণই গুরুত্বপূর্ণ। সে আয়কর (Income Tax) প্রদানকারীই হোন কিংবা লেনদেনের জন্য প্রতিনিয়ত ডেবিট কার্ড (Debit Card) ব্যবহারকারীই হোন, এঁদের সকলের জন্যই এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেপ্টেম্বর মাসে আসতে চলেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। যা প্রায় সকলেরই আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে।
করদাতাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফাই করার জন্য হাতে রয়েছে আর মাত্র ৩০ দিন:
১৯৬১ সালের আয়কর নিয়ম অনুযায়ী, করদাতাদের আয়কর রিটার্ন ফর্ম জমা করার পর সেটি ভেরিফাই বা যাচাই (ITR Verification) করতে হয়। আসলে এই যাচাই করার মূল কারণ হচ্ছে, এর মাধ্যমে আয়করদাতাকে এটা ঘোষণা করতে হয় যে, তিনি যে সব তথ্য দিয়েছেন, তা একেবারেই সঠিক এবং সম্পূর্ণ। চলতি বছরে ৩১ জুলাই ছিল আয়কর রিটার্ন দাখিল করার শেষ দিন। এই দিনের পরে অর্থাৎ ১ অগাস্ট অথবা তারও পরে দাখিল করা আয়কর রিটার্ন যাচাই করার সময়সীমা ১২০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে।
advertisement
advertisement
বিষয়টা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরা যাক, এক জন করদাতা ৮ অগাস্ট নিজের আয়কর রিটার্ন দাখিল করেছেন, তাঁদের ৭ সেপ্টেম্বরের আগে নিজেদের দাখিল করা আয়কর রিটার্ন অবশ্যই ভেরিফাই করতে হবে। ৩০ দিনের ভেরিফিকেশন উইন্ডো সেই দিনই চালু হয়, যে-দিন করদাতারা নিজেদের আয়কর রিটার্ন জমা করে।
advertisement
২০২২ সালের ৩১ শে জুলাই অথবা তার আগে জমা করা আয়কর রিটার্ন ভেরিফাই করার সময়সীমা হল ১২০ দিন অর্থাৎ করদাতারা যে-দিন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন, তার ১২০ দিনের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল ভেরিফাই বা যাচাই করতে হবে। রিটার্ন ভেরিফাই করতে করদাতারা যত বেশি সময় নষ্ট করবেন, নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিটার্ন পেতেও তত বেশি সময় লেগে যাবে। করদাতারা যদি সঠিক সময়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফাই না-করেন, তা-হলে তাঁদের আয়কর রিটার্ন বাতিল করে দেওয়া হবে।
advertisement
সুরক্ষিত লেনদেনের জন্য টোকেনাইজ করতে হবে কার্ড:
সুরক্ষিত লেনদেনের জন্য সেপ্টেম্বর মাসেই গ্রাহকদের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের ডেটা পরিবর্তন করতে হবে। যে সকল গ্রাহক বিভিন্ন ধরনের অনলাইন অ্যাপ এবং অনলাইন ট্রানজাকশন ব্যবহার করেন, তাঁদের সুরক্ষিত লেনদেন করার জন্য ইউনিক টোকেন ব্যবহার করতে হবে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই-এর আদেশ অনুসারে, এই টোকেন নিয়ম আগামী ১ অক্টোবর থেকে চালু হবে। এর মাধ্যমে সকল মার্চেন্ট ওয়েবসাইটে অনলাইন লেনদেন করার সময় গ্রাহকদের কার্ড নম্বর, সিভিভি অথবা লাস্ট ডেট - এই সকল বিষয় আর দিতে হবে না। নতুন নিয়মের মাধ্যমে গ্রাহকদের শুধুমাত্র একটি টোকেন সেভ করে রাখতে হবে। এ-ক্ষেত্রে যে সকল কোম্পানি পেমেন্টের জন্য গ্রাহকদের ডেটা সেভ করে রাখতে চায়, তাদের সেই টোকেন সেভ করে রাখতে হবে।
advertisement
ব্যাঙ্কের ডেবিট কার্ডের ফি এবং বার্ষিক শুল্ক বাড়তে চলেছে:
সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের ডেবিট কার্ডের বার্ষিক শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করেছে। ডেবিট কার্ডের বার্ষিক শুল্ক বাড়ানোর প্রধান একটি কারণ হল, কার্ড এবং অন্যান্য ইনপুটগুলিতে ব্যবহৃত সেমিকনডাক্টর চিপের মূল্য বৃদ্ধি।
ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক আগামী ৬ সেপ্টেম্বর থেকে তাদের বিভিন্ন ধরনের ডেবিট কার্ডের শুল্ক বাড়াচ্ছে। ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্কের রূপে ক্লাসিক ডেবিট কার্ড জারি করার শুল্ক প্রথম বছরে ৫০ টাকা এবং দ্বিতীয় বছরে ১৫০ টাকা ছিল। এখন দ্বিতীয় বছরে ১৫০ টাকা থেকে বেড়ে সেটি ২৫০ টাকা হয়েছে।
advertisement
অটল পেনশন যোজনায় বিনিয়োগ করার শেষ সুযোগ:
১৮ থেকে ৪০ বছর বয়সের ভারতীয় নাগরিকরা অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারেন। কিন্তু ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর এই যোজনায় বিনিয়োগ করার শেষ দিন। এই যোজনার মাধ্যমে অসংগঠিত শ্রমিকরা প্রতি মাসে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ন্যূনতম পেনশন পেতে পারেন। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার ভারতের কম আয়যুক্ত নাগরিকদের জন্য এই যোজনা চালু করেছিল। এর পাশাপাশি ন্যাশনাল সিস্টেমের ক্ষেত্রেও কিছু ফি বাড়ানো হয়েছে। ফলে এই মাসের পরে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস (NPS)-এর অধীনে কিছু চার্জ বাড়তে চলেছে।
Location :
First Published :
September 03, 2022 2:31 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সেপ্টেম্বরে আসতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন! এই বিষয়গুলির উপর নজর না-দিলেই বাড়বে বিপদ!