SBI-তে ২৯ গুণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা! এখনও কি রয়েছে বিনিয়োগের সুযোগ? জানুন বিশেষজ্ঞদের মত

Last Updated:

একই সময়ে এসবিআই-এর মার্কেট ক্যাপে চোখ বোলালে দেখা যাবে যে, ৫ লক্ষ কোটি টাকার অঙ্ক ছাড়িয়ে গিয়েছে।

#কলকাতা: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। সাধারণ মানুষের কাছে সবচেয়ে বিশ্বস্তও বটে। শুধু পরিষেবা দেওয়াই নয়, শেয়ার হোল্ডারদেরও দুহাত ভরিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মাত্র ৩০ বছরেরও কম সময়ে ২৯ গুণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
একই সময়ে এসবিআই-এর মার্কেট ক্যাপে চোখ বোলালে দেখা যাবে যে, ৫ লক্ষ কোটি টাকার অঙ্ক ছাড়িয়ে গিয়েছে। এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের পরে এসবিআই এখন তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক, যা এই সংখ্যা অতিক্রম করেছে।
advertisement
এই বছরে শেয়ার বেড়েছে ১২ শতাংশ:
এই বছরে এসবিআই-এর শেয়ার ১২ শতাংশ বেড়েছে। শুধু তা-ই নয়, এই উত্থানের ধারা এখনও বজায় রয়েছে। বাজার বিশেষজ্ঞরা এসবিআই-এর শেয়ারে ৬৮০ টাকায় বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এটা এসবিআই শেয়ারের থেকে বর্তমান মূল্যের থেকে ২৮ শতাংশ বেশি। শুক্রবার এর শেয়ার বিএসইতে ৫৩১.০৫ টাকায় বন্ধ হয়েছে।
advertisement
শেয়ারধারকরা ২৯ গুণ রিটার্ন পেয়েছেন:
বিনিয়োগকারীদের দুহাত ভরিয়ে দিয়েছে এসবিআই-এর শেয়ার। ১৯৯৫ সালের ১৪ জুলাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শেয়ারের দাম ছিল প্রায় ১৮.৫৯ টাকা। যা আজ বেড়ে হয়েছে ৫৩১.০৫ টাকা। অর্থাৎ ৩০ বছরেরও কম সময়ে ২৯ গুণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। কিছু দিন আগে ১৪ সেপ্টেম্বর এর শেয়ার প্রায় ৫৭৮.৬৫ টাকার রেকর্ড মূল্যে পৌঁছে গিয়েছিল। যাই হোক, এর পরে প্রফিট বুকিংয়ের কারণে এর দাম ৫৩১.০৫ টাকায় নেমে আসে।
advertisement
ভাল অবস্থানে রয়েছে এসবিআই:
ভবিষ্যতে এসবিআই-এর বাজার আরও বাড়বে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এই বিষয়ে ব্রোকারেজ ফার্ম কেআর চোকসির বিশ্লেষকরা বলছেন, ভারতে সবচেয়ে শক্তিশালী ব্যাঙ্কিং ব্যবস্থা এসবিআই-এর। তাই যে কোনও অনিশ্চয়তা মোকাবিলা করার ক্ষেত্রে অন্যান্য পিএসইউ ব্যাঙ্কগুলির তুলনায় এসবিআই বহু গুণ এগিয়ে। ব্রোকারেজ ফার্মের অনুমান, এসবিআই-এর মুনাফা ২৯ শতাংশের সিএজিআর (যৌগিক বার্ষিক বৃদ্ধির হার)-এ বাড়তে পারে। আর ২০২২-২৪ আর্থিক বছরে ১৩ শতাংশের সিএজিআর অগ্রগতি হতে পারে।
advertisement
বিশ্লেষকদের আরও অনুমান, একই সময়ে অর্থাৎ ২০২৪ আর্থিক বছরের মধ্যে এসবিআই-এর আরওএ ০.৯ শতাংশ এবং আরওই ১৫.১ শতাংশে উন্নীত হতে পারে। এই সমস্ত কারণে কেআর চোকসি এসবিআই-এর শেয়ারে বাই রেটিং দিয়েছেন এবং লক্ষ্য মূল্য ৬১৭ টাকা থেকে বাড়িয়ে ৬৮০ টাকা করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI-তে ২৯ গুণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা! এখনও কি রয়েছে বিনিয়োগের সুযোগ? জানুন বিশেষজ্ঞদের মত
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement