স্বপ্নপূরণের দারুণ সুযোগ, মাত্র ১.৫ লক্ষ টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন Maruti Brezza ZXI Plus

Last Updated:

মারুতির এই মডেল পুজোর মরশুমে কিনতে চাইলে আপনার জন্য রয়েছে অবিশ্বাস্য অফার ৷

#কলকাতা: মারুতি সুজুকির ব্রেজা জেডএক্সআই প্লাস (Maruti ‌Suzuki Brezza ZXI Plus) এই মডেলের টপ সেলিং ভেরিয়েন্ট ৷ এর দাম ১২.৩০ লক্ষ টাকা (এক্স শোরুম) ৷ এবং ম্যানুয়াল পেট্রোল ভেরিয়েন্টের 19.89 kmpl পর্যন্ত দুর্দান্ত মাইলেজ দিয়ে থাকে ৷ গত মাসে ১৫ হাজারের বেশি বিক্রি হওয়া মারুতির এই মডেল পুজোর মরশুমে কিনতে চাইলে আপনার জন্য রয়েছে অবিশ্বাস্য অফার ৷
মারুতি সুজুকির ব্রেজা জেডএক্সআই ভেরিয়েন্ট-
মারুতি সুজুকির ব্রেজা জেডএক্সআই ভেরিয়েন্টের এক্স শোরুম দাম ১০.৮৭ লক্ষ টাকা ৷ এর অন-রোড প্রাইস ১২,৩০,৪২৯ টাকা ৷ আপনি যদি ব্রেজা ডেজএক্সআই মডেলের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা ডাউনপেমেন্ট (অন রোডের সঙ্গে প্রসেসিং ফি ও আগের মাসের ইএমআই) করে ফাইন্যান্সে গাড়ি নিতে পারবেন ৷ সে ক্ষেত্রে ৯ শতাংশ সুদ দিতে হতে পারে ৷ এরপর কার দেখো ইএমআই ক্যালকুলেটার অনুযায়ী, ১০,৮০,৪২৯ টাকার কার লোন পেয়ে যাবেন ৷
advertisement
advertisement
মান্থলি ইএমআই-
এরপর আপনাকে ৫ বছরের জন্য প্রতি মাসে ২২,৪২৮ টাকা ইএমআই দিতে হবে ৷ মারুতি সুজুকি ব্রেজা জেডএক্সআই ভেরিয়েন্টকে ফাইন্যান্স করালে আপনাকে ৫ বছরে ২.৬৫ লক্ষ টাকা সুদ হিসেবে দিতে হবে ৷
মারুতি সুজুকি ব্রেজা জেডএক্সআই প্লাস -
এর এক্স শোরুম দাম ১২.৩০ লক্ষ টাকা ৷ এই ভেরিয়েন্টের অন রোড দাম ১৩,৯০,৭১৭ টাকা ৷ ব্রেজা জেডএক্সআই প্লাস ভেরিয়েন্ট দেড় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফাইন্যান্সে করালে কার দেখো ইএমআই ক্যালকুলেটার অনুযায়ী, আপনাকে ১২,৪০,৭১৭ টাকা লোন পেয়ে যাবেন ৷
advertisement
সুদের হার ৯ শতাংশ হলে আগামী ৫ বছরের জন্য প্রতি মাসে ২৫,৭৫৫ টাকা ইএমআই দিতে হবে ৷ মারুতি ব্রেজার টপ সেলিং ভেরিয়েন্ট জেডএক্সআই প্লাস ভেরিয়েন্ট লোনে নিলে ৫ বছরে ৩ লক্ষ টাকা বেশি সুদ হিসেবে দিতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্বপ্নপূরণের দারুণ সুযোগ, মাত্র ১.৫ লক্ষ টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন Maruti Brezza ZXI Plus
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement