স্বপ্নপূরণের দারুণ সুযোগ, মাত্র ১.৫ লক্ষ টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন Maruti Brezza ZXI Plus

Last Updated:

মারুতির এই মডেল পুজোর মরশুমে কিনতে চাইলে আপনার জন্য রয়েছে অবিশ্বাস্য অফার ৷

#কলকাতা: মারুতি সুজুকির ব্রেজা জেডএক্সআই প্লাস (Maruti ‌Suzuki Brezza ZXI Plus) এই মডেলের টপ সেলিং ভেরিয়েন্ট ৷ এর দাম ১২.৩০ লক্ষ টাকা (এক্স শোরুম) ৷ এবং ম্যানুয়াল পেট্রোল ভেরিয়েন্টের 19.89 kmpl পর্যন্ত দুর্দান্ত মাইলেজ দিয়ে থাকে ৷ গত মাসে ১৫ হাজারের বেশি বিক্রি হওয়া মারুতির এই মডেল পুজোর মরশুমে কিনতে চাইলে আপনার জন্য রয়েছে অবিশ্বাস্য অফার ৷
মারুতি সুজুকির ব্রেজা জেডএক্সআই ভেরিয়েন্ট-
মারুতি সুজুকির ব্রেজা জেডএক্সআই ভেরিয়েন্টের এক্স শোরুম দাম ১০.৮৭ লক্ষ টাকা ৷ এর অন-রোড প্রাইস ১২,৩০,৪২৯ টাকা ৷ আপনি যদি ব্রেজা ডেজএক্সআই মডেলের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা ডাউনপেমেন্ট (অন রোডের সঙ্গে প্রসেসিং ফি ও আগের মাসের ইএমআই) করে ফাইন্যান্সে গাড়ি নিতে পারবেন ৷ সে ক্ষেত্রে ৯ শতাংশ সুদ দিতে হতে পারে ৷ এরপর কার দেখো ইএমআই ক্যালকুলেটার অনুযায়ী, ১০,৮০,৪২৯ টাকার কার লোন পেয়ে যাবেন ৷
advertisement
advertisement
মান্থলি ইএমআই-
এরপর আপনাকে ৫ বছরের জন্য প্রতি মাসে ২২,৪২৮ টাকা ইএমআই দিতে হবে ৷ মারুতি সুজুকি ব্রেজা জেডএক্সআই ভেরিয়েন্টকে ফাইন্যান্স করালে আপনাকে ৫ বছরে ২.৬৫ লক্ষ টাকা সুদ হিসেবে দিতে হবে ৷
মারুতি সুজুকি ব্রেজা জেডএক্সআই প্লাস -
এর এক্স শোরুম দাম ১২.৩০ লক্ষ টাকা ৷ এই ভেরিয়েন্টের অন রোড দাম ১৩,৯০,৭১৭ টাকা ৷ ব্রেজা জেডএক্সআই প্লাস ভেরিয়েন্ট দেড় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফাইন্যান্সে করালে কার দেখো ইএমআই ক্যালকুলেটার অনুযায়ী, আপনাকে ১২,৪০,৭১৭ টাকা লোন পেয়ে যাবেন ৷
advertisement
সুদের হার ৯ শতাংশ হলে আগামী ৫ বছরের জন্য প্রতি মাসে ২৫,৭৫৫ টাকা ইএমআই দিতে হবে ৷ মারুতি ব্রেজার টপ সেলিং ভেরিয়েন্ট জেডএক্সআই প্লাস ভেরিয়েন্ট লোনে নিলে ৫ বছরে ৩ লক্ষ টাকা বেশি সুদ হিসেবে দিতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্বপ্নপূরণের দারুণ সুযোগ, মাত্র ১.৫ লক্ষ টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন Maruti Brezza ZXI Plus
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement