১ লাখ হয়ে গেল ৪ কোটি টাকা! এখন বিনিয়োগ কতটা লাভজনক? দেখে নিন
Last Updated:
শেয়ার বাজারেই রয়েছে এমন বেশ কিছু কোম্পানি। দুহাত ভরে রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
#কলকাতা: কয়েক হাজার বিনিয়োগ করেই কোটিপতি! শুনতে আশ্চর্য লাগলেও সত্যি। শেয়ার বাজারেই রয়েছে এমন বেশ কিছু কোম্পানি। দু'হাত ভরে রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ তাদের মধ্যে অন্যতম।
গত ২৩ বছরে সান ফার্মাসিউটিক্যালের স্টকে ৩৯০০০ শতাংশের বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। এ থেকে বোঝা যায়, দীর্ঘ মেয়াদে এবং সঠিক কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। সঙ্গে রাখতে হবে ধৈর্য, তাহলেই কোটিপতি হওয়া সম্ভব।
advertisement
২ টাকার শেয়ার ৮৯৬ টাকায়: সান ফার্মার শেয়ার মঙ্গলবার অর্থাৎ ২৭ অক্টোবর এনএসই-তে শেয়ার প্রতি ৮৯৬.৭০ টাকায় বন্ধ হয়েছে। যাই হোক, আজ থেকে ২৩ বছর আগে ১৯৯৯ সালের ১ জানুয়ারি এনএসই-তে ব্যবসা শুরু করে এই ওষুধ কোম্পানি। সেই সময় এর কার্যকর মূল্য ছিল মাত্র ২.২৭ টাকা। বর্তমানে যা ৩৯৪০২ শতাংশ বেড়ে ৮৯৬.৭০ টাকা হয়েছে।
advertisement
২৩ বছরে ১ লাখ টাকা হয়েছে ৪ কোটি: কোনও বিনিয়োগকারী যদি ২৩ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালের ১ জানুয়ারি সান ফার্মার শেয়ারে ১ কোটি টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তা বেড়ে হত ৩.৯৫ কোটি টাকা। যদি ২৩ বছর আগে কেউ ২৩ হাজার টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তা বেড়ে ১ কোটি ১৮ লাখ টাকা হয়ে যেত।
advertisement
গত এক বছরে ৭৮.১৮ শতাংশের ব্যাপক রিটার্ন: শুধু ২৩ বছর নয়, গত এক বছরেও বিপুল রিটার্ন দিয়েছে সান ফার্মা। কোম্পানির শেয়ার বেড়েছে ১.৯৮ শতাংশ। যেখানে গত এক বছরে এর দাম বেড়েছে ১৫.৬৯ শতাংশ। একই সময়ে, এটি গত এক বছরে বিনিয়োগকারীদের ৭৮.১৮ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
এই স্টক নিয়ে বিশেষজ্ঞদের মতামত: এই স্টক নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন অ্যাঞ্জেল ওয়ান বিশ্লেষক ওশো কৃষ্ণন। তাঁর মতে, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে এই স্টক থেকে আরও ভাল আয় করা সম্ভব। স্টকটি বর্তমানে দৈনিক চার্টে তার সমস্ত প্রধান সূচকীয় চলমান গড়ের উপরে ভাল ট্রেড করছে। তিনি এই স্টকটি ৯২২ টাকার লক্ষ্যমূল্যে কেনার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, স্টেপলস ৮৭৪ টাকা রাখতে হবে।
advertisement
প্রতিষ্ঠান সম্পর্কে: সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি বহুজাতিক ওষুধ কোম্পানি। এর সদর দফতর মুম্বইতে। জুন প্রান্তিকে এর মুনাফা এক বছর আগের ১৪৪৪ কোটি থেকে ৪৩ শতাংশ বেড়ে ২০৬১ কোটি টাকা হয়েছে। অন্য দিকে, কোম্পানির আয় ১০.৭ শতাংশ বেড়ে হয়েছে ১০,৭৬২ কোটি টাকা। যা আগের বছরের ত্রৈমাসিকে ৯,৭১৯ কোটি টাকা ছিল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2022 9:17 PM IST