SBI: SBI গ্রাহকদের জন্য বিরাট সুখবর! নতুন পরিষেবার ঘোষণা, জানুন কতটা লাভ হবে

Last Updated:

SBI: SBI কার্ড এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) RuPay প্ল্যাটফর্মে UPI-এর সঙ্গে SBI ক্রেডিট কার্ড 'লিঙ্ক' করার কথা ঘোষণা করেছে

জানুন কতটা লাভ হবে
জানুন কতটা লাভ হবে
নিউ দিল্লি: SBI কার্ড এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) RuPay প্ল্যাটফর্মে UPI-এর সঙ্গে SBI ক্রেডিট কার্ড ‘লিঙ্ক’ করার কথা ঘোষণা করেছে। ১০ অগাস্ট থেকে SBI কার্ডের গ্রাহকদের RuPay-এ ইস্যু করা ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI লেনদেন করতে সক্ষম হবেন।
এই পরিষেবায় থার্ড পার্টির UPI অ্যাপগুলির সঙ্গে ক্রেডিট কার্ডের রেজিস্ট্রেশন হতে পারে। পাশাপাশি হাই-টেক, সুবিধাজনক এবং সমস্যামুক্ত লেনদেন সহজতর করবে।
advertisement
এসবিআই কার্ড সংস্থার জানিয়েছে, এর মাধ্যমে SBI কার্ড গ্রাহকদের UPI প্ল্যাটফর্মে RuPay ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। এখনকার দিনে UPI একটি বড় ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যা প্রতিদিন লক্ষ লক্ষ লেনদেন করতে সক্ষম করে। এটি আমাদের গ্রাহকদের জন্য সমস্যামুক্ত লেনদেন করতে সক্ষম হবে।
advertisement
এই পরিষেবার জেরে SBI RuPay ক্রেডিট কার্ডধারীদের জন্য UPI পেমেন্ট আরও ভাল হবে। তাঁদের একটি ডিজিটালি সক্ষম ক্রেডিট কার্ডের অভিজ্ঞতা প্রদান করবে। NPCI-র পক্ষ থেকে জানানো হয়েছে, “দেশে ক্রেডিট কার্ডের ক্রমবর্ধমান চাহিদার জন্য UPI-এর সঙ্গে RuPay ক্রেডিট কার্ড একীকরণের মতো পেমেন্ট সলিউশনগুলি সুবিধাজনক, দ্রুত এবং নিরাপদ। কার্ডধারীরা UPI-র মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থপ্রদান করতে পারেন। এই পরিষেবা গ্রাহকদের জন্য একেবারে বিনামূল্যে।”
advertisement
আপনি যদি আপনার ক্রেডিট কার্ডকে UPI-এর সঙ্গে লিঙ্ক করতে চান, তাহলে আপনার রেজিস্ট্রার করা মোবাইল নম্বরে ইউপিআই-র সঙ্গে লিঙ্ক থাকা উচিত। প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে UPI থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। এর পর UPI অ্যাপে আপনার মোবাইল নম্বর যাচাই করুন এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। এর পরে, আপনাকে ক্রেডিট কার্ড অ্যাড বা ক্রেডিট কার্ড লিঙ্কের অপশন বাছতে হবে।
advertisement
এর পরে, আপনাকে ক্রেডিট কার্ড প্রদানকারীদের তালিকায় SBI ক্রেডিট কার্ড নির্বাচন করতে হবে। আপনাকে লিঙ্ক করতে আপনার SBI RuPay ক্রেডিট কার্ড নির্বাচন করতে হবে। ক্রেডিট কার্ডের শেষ ৬ সংখ্যা এবং এর মেয়াদ শেষ হওয়ার তারিখ লিখতে হবে। এর পরে আপনাকে আপনার পিন সেট করতে হবে।
advertisement
অর্থপ্রদান করতে আপনাকে আপনার প্রিয় UPI অ্যাপ দিয়ে QR স্ক্যান করতে হবে। এর পরে আপনাকে যে পরিমাণ অর্থ প্রদান করতে হবে তা লিখতে হবে। এর পরে আপনাকে পেমেন্ট করতে আপনার পিন লিখতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI: SBI গ্রাহকদের জন্য বিরাট সুখবর! নতুন পরিষেবার ঘোষণা, জানুন কতটা লাভ হবে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement