গ্রাহকদের অ্যালার্ট করল SBI! বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আয়কর নিয়ম অনুযায়ী ১০০০ টাকা জরিমানা দিতে হবে ৷
#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের অ্যালার্ট করার জন্য নোটিস জারি করল ব্যাঙ্ক ৷ নোটিসে ৩০ জুনের আগে প্যান ও আধার লিঙ্ক করার কথা বলা হয়েছে ৷ আয়কর বিভাগের তরফে প্যান ও আধার লিঙ্ক করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ ঠিক করা হয়েছে ৷ এই সময়ের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করালে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে প্যান কার্ড ৷ পাশাপাশি আয়কর নিয়ম অনুযায়ী ১০০০ টাকা জরিমানা দিতে হবে ৷
ব্যাঙ্কের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, গ্রাহকদের যাতে কোনও রকমের অসুবিধায় না পড়তে হয় তাই তাদের প্যান ও আধার লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে জানা যেতে পারে যে আপনার প্যান ও আধার লিঙ্ক রয়েছে কিনা ৷ এর জন্য প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইটে যেতে হবে ৷ আধার কার্ডে দেওয়া নাম, প্যান নম্বর ও আধার নম্বর দিতে হবে ৷ আধার কার্ডে যে জন্মের সাল দেওয়া রয়েছে সেটা ক্লিক করুন ৷ এরপর ক্যাপচা কোড দিয়ে Link Aadhaar বটনে ক্লিক করতেই আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে প্যান ৷
advertisement
advertisement
এসএমএস-এর মাধ্যমেও লিঙ্ক করতে পারবেন আধার ও প্যান- এসএমএস-এর মাধ্যমে আধার ও প্যান লিঙ্ক করতে হলে UIDPAN টাইপ করে ১২ অঙ্কের আধার নম্বর লিখে এবং ১০ নম্বরের প্যান নম্বর লিখে 567678 বা 56161 নম্বরে মেসেজ পাঠাতে হবে ৷
প্যান ও আধার লিঙ্ক না করলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আপনার প্যান নম্বর ৷প্যান নম্বর ফের অ্যাক্টিভ করার জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ১২ অঙ্কের প্যান নম্বর লিখে স্পেস দিয়ে ১০ অঙ্কের আধার নম্বর লিখে 567678 ও 56161 নম্বরে মেসেজ পাঠাতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2021 10:53 AM IST