দিনে মাত্র ২০০ টাকা বাঁচিয়ে হয়ে যেতে পারেন ৩২ লক্ষ টাকার মালিক !

Last Updated:

মাত্র ৫০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷

আজ আপনাকে এমন একটি ব্যবসার (Business Idea) কথা বলব যা অত্যন্ত কম খরচায় শুরু করতে পারবেন আপনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এক্ষেত্রে যেমন একদিকে রয়েছে সরকারি (Central Government Aid) সাহায্য তেমনি আপনার তৈরি জিনিস বিক্রির জন্যও আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না।
আজ আপনাকে এমন একটি ব্যবসার (Business Idea) কথা বলব যা অত্যন্ত কম খরচায় শুরু করতে পারবেন আপনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এক্ষেত্রে যেমন একদিকে রয়েছে সরকারি (Central Government Aid) সাহায্য তেমনি আপনার তৈরি জিনিস বিক্রির জন্যও আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না।
#নয়াদিল্লি: আপনিও কী মনে করেন যে মাত্র ৫০ বা ১০০ টাকা বাঁচিয়ে কোনও বড় সেভিংস করা সম্ভব নয় ? তাহলে এই বিষয়ে আপনার জন্য জেনে রাখা দরকার ৷ বড় অ্যামাউন্টের ফান্ড তৈরির জন্য মোটা টাকা সেভিংসের দরকার এই ভাবনাটা অত্যন্ত ভুল ৷ ছোট ছোট সেভিংস করেও বড় ফান্ড তৈরি করতে পারবেন ৷ কম ইনভেস্ট করে বেশি টাকা আয় করার জন্য সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করতে হবে ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের (PPF​) মাধ্যমে অল্প টাকা ইনভেস্ট করে মোটা টাকার মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
পিপিএফ-এর সুবিধা-
পিপিএফ স্কিমে (PPF​) আপনার ইনভেস্টমেন্টের উপর সুরক্ষা গ্যারেন্টি রয়েছে ৷ স্কিমের উপরে পাওয়া সুদের উপরে কোনও আয়কর দিতে হয় না ৷ এই স্কিমে নমিনির সুবিধা রয়েছে ৷ পোস্ট অফিস বা ব্যাঙ্কের শাখায় এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্ট ১৫ বছরের জন্য খোলা হয়ে থাকে, তবে পরে ৫-৫ বছরের জন্য সেটি বাড়ানো যেতে পারে ৷ বর্তমানে পিপিএফ অ্যাকাউন্টে ৭.১০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷
advertisement
advertisement
মাত্র ৫০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন
পিপিএফ অ্যাকাউন্ট (PPF​) খোলার জন্য কেবল ৫০০ টাকা লাগবে ৷ এক আর্থিক বছরে ন্যূনতম ৫০০ টাকা জমা করতে হবে এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করা যাবে ৷ সরকার সময় সময়ে এই অ্যাকাউন্টের সুদের হার বদল করে থাকে ৷
advertisement
কীভাবে মিলবে ৩২ লক্ষ টাকা -
এই স্কিমে আপনি কেবল ২০০ টাকা রোজ বাঁচিয়ে ইনভেস্ট করলে মাসে ৬০০০ টাকা হয়৷ এই ভাবে বছরে ইনভেস্টমেন্ট ৭২,০০০ টাকা হয় ৷ ১৫ বছর ইনভেস্ট করলে মোট হয় ১০,৮০,০০০ টাকা ৷ পিপিএফে ৭.১ শতাংশ বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে সুদ মিলবে ৷ একই রেটে ২০ বছর সুদ মিললে ইনভেস্টমেন্টে মোট রিটার্ন হবে ১৪.৪০ লক্ষ টাকা ৷ মোট ইনভেস্টমেন্টে ১৭.৫৫ লক্ষ টাকা সুদ মিলবে ৷ সহজ ভাষায় ২০ বছরে আপনার মোট ৩২ লক্ষ টাকার ফান্ড তৈরি হয় যাবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দিনে মাত্র ২০০ টাকা বাঁচিয়ে হয়ে যেতে পারেন ৩২ লক্ষ টাকার মালিক !
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement