দিনে মাত্র ২০০ টাকা বাঁচিয়ে হয়ে যেতে পারেন ৩২ লক্ষ টাকার মালিক !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
মাত্র ৫০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
#নয়াদিল্লি: আপনিও কী মনে করেন যে মাত্র ৫০ বা ১০০ টাকা বাঁচিয়ে কোনও বড় সেভিংস করা সম্ভব নয় ? তাহলে এই বিষয়ে আপনার জন্য জেনে রাখা দরকার ৷ বড় অ্যামাউন্টের ফান্ড তৈরির জন্য মোটা টাকা সেভিংসের দরকার এই ভাবনাটা অত্যন্ত ভুল ৷ ছোট ছোট সেভিংস করেও বড় ফান্ড তৈরি করতে পারবেন ৷ কম ইনভেস্ট করে বেশি টাকা আয় করার জন্য সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করতে হবে ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের (PPF) মাধ্যমে অল্প টাকা ইনভেস্ট করে মোটা টাকার মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
পিপিএফ-এর সুবিধা-
পিপিএফ স্কিমে (PPF) আপনার ইনভেস্টমেন্টের উপর সুরক্ষা গ্যারেন্টি রয়েছে ৷ স্কিমের উপরে পাওয়া সুদের উপরে কোনও আয়কর দিতে হয় না ৷ এই স্কিমে নমিনির সুবিধা রয়েছে ৷ পোস্ট অফিস বা ব্যাঙ্কের শাখায় এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্ট ১৫ বছরের জন্য খোলা হয়ে থাকে, তবে পরে ৫-৫ বছরের জন্য সেটি বাড়ানো যেতে পারে ৷ বর্তমানে পিপিএফ অ্যাকাউন্টে ৭.১০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷
advertisement
advertisement
মাত্র ৫০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন
পিপিএফ অ্যাকাউন্ট (PPF) খোলার জন্য কেবল ৫০০ টাকা লাগবে ৷ এক আর্থিক বছরে ন্যূনতম ৫০০ টাকা জমা করতে হবে এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করা যাবে ৷ সরকার সময় সময়ে এই অ্যাকাউন্টের সুদের হার বদল করে থাকে ৷
advertisement
কীভাবে মিলবে ৩২ লক্ষ টাকা -
এই স্কিমে আপনি কেবল ২০০ টাকা রোজ বাঁচিয়ে ইনভেস্ট করলে মাসে ৬০০০ টাকা হয়৷ এই ভাবে বছরে ইনভেস্টমেন্ট ৭২,০০০ টাকা হয় ৷ ১৫ বছর ইনভেস্ট করলে মোট হয় ১০,৮০,০০০ টাকা ৷ পিপিএফে ৭.১ শতাংশ বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে সুদ মিলবে ৷ একই রেটে ২০ বছর সুদ মিললে ইনভেস্টমেন্টে মোট রিটার্ন হবে ১৪.৪০ লক্ষ টাকা ৷ মোট ইনভেস্টমেন্টে ১৭.৫৫ লক্ষ টাকা সুদ মিলবে ৷ সহজ ভাষায় ২০ বছরে আপনার মোট ৩২ লক্ষ টাকার ফান্ড তৈরি হয় যাবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2021 8:55 AM IST