JET AIRWAYS: ধুঁকছে 'জেট এয়ারওয়েজ', হাল ফেরাতে CEO হলেন সঞ্জীব কাপুর

Last Updated:

JET AIRWAYS ধুঁকতে থাকা জেট এয়ারওয়েজের আর্থিক হাল ফেরাতে এ বার উদ্যোগী হলেন বিমান সংস্থার চেয়ারম্যান মুরারি লাল জালান।

Jet Airways
Jet Airways
#নয়াদিল্লি: গত দু’বছর করোনা আবহে বিপর্যস্ত গোটা পৃথিবী। অর্থনৈতিক পরিকাঠামো একেবারে তলানিতে ঠেকেছে। এই অবস্থায় ছোট থেকে বড় কিংবা মাঝারি ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশ খারাপ। তবে আশার আলো একটাই অতিসম্প্রতি করোনা কিছুটা হলেও কমছে। আর তাতেই ব্যবসায়িক মহলে ফের খুশির ছোঁয়া। সাম্প্রতিক করোনা আবহ কাটিয়ে ইতিমধ্যেই ফের মাথা তুলে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে প্রত্যেক ব্যবসায়িক প্রতিষ্ঠান। তা সে পাড়ার মুদির দোকান হোক কিংবা বিমান পরিষেবার মতো বড় অঙ্কের বাণিজ্য। করোনাকালে অন্য ব্যবসার মতো বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে একাধিক বিমান পরিষেবা সংস্থা। এই তালিকায় একেবারে প্রথম সারিতে নাম রয়েছে জালান গোষ্ঠীর বিমান সংস্থা 'জেট এয়ারওয়েজ'।
অতিমারির সময় থেকে আর্থিক ভাবে ক্রমশ ধুঁকতে থাকা জেট এয়ারওয়েজের আর্থিক হাল ফেরাতে এ বার উদ্যোগী হলেন বিমান সংস্থার চেয়ারম্যান মুরারিলাল জালান। সেই লক্ষ্যে চলতি বছরেই জেট এয়ারওয়েজের CEO অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে বিমান ব্যবসায় দক্ষ আধিকারিক সঞ্জীব কাপুরকে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন জেট এয়ার ওয়েজ কর্তৃপক্ষ। তাঁদের দাবি, সঞ্জীব কাপুর বিমান ব্যবসায় অতি দক্ষ। তাঁর হাত ধরেই সংস্থার আর্থিক হাল ফিরবে বলে ১০০ শতাংশ আশাবাদী জেট এয়ার ওয়েজ বিমান সংস্থা কর্তৃপক্ষ। এর আগে অবশ্য বিপুলা গুনাতিলেকাকে জেট এয়ারওয়েজের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) পদে নিযুক্ত করেছিলেন কর্তৃপক্ষ।
advertisement
advertisement
সঞ্জীব কাপুরের হাত ধরে আগামীতে জেট এয়ারওয়েজের আর্থিক খরা কাটিয়ে ওঠা যাবে বলেই মত দিয়েছেন সংস্থার চিফ ফাইনান্সিয়াল আধিকারিক গুনাতিলেকা। প্রসঙ্গত উল্লেখ্য সঞ্জীব কাপুর এর আগে ভিস্তারা এবং স্পাইস জেট সংস্থার আধিকারিক হিসাবে দক্ষতা অর্জন করেছেন। বর্তমানে সঞ্জীব কাপুর ওবেরয় হোটেল গ্রুপের সভাপতি হিসাবে তাঁর কর্মকাণ্ড চালাচ্ছেন। এমনকী ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ভিস্তারার প্রধান কর্মকর্তা হিসাবে নিযুক্ত ছিলেন। ওই সময় তাঁর হাত ধরেই বিমান ব্যবসায় বিপুল লাভের মুখ দেখে ছিল স্পাইস জেট।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
JET AIRWAYS: ধুঁকছে 'জেট এয়ারওয়েজ', হাল ফেরাতে CEO হলেন সঞ্জীব কাপুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement