#নয়াদিল্লি: দীর্ঘদিনের অপেক্ষার পর বাজারে আসতে চলেছে Realme GT Neo 3 ফোন! এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী ২২ মার্চ চিনে লঞ্চ করা হতে চলেছে Realme GT Neo 3 ফোন। Realme GT Neo 3 ফোনে রয়েছে উন্নত ও আধুনিক ফিচার। 100W ফাস্ট চার্জ এবং গেমিং ফোনের মতো ডিজাইন Realme GT Neo 3 ফোনে রয়েছে উন্নতমানের ক্যামেরা। এক নজরে দেখে নিন Realme GT Neo 3 ফোনের ফিচার এবং তাদের বিশেষত্ব।
Realme GT Neo 3 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
Realme GT Neo 3 স্মার্টফোন চিনে লঞ্চ করা হবে আগামী ২২ মার্চ। আর তার ঠিক আগেই Realme-র এই স্মার্টফোন সম্পর্কিত বিভিন্ন ফিচার সম্পর্কে কিছু তথ্য ফাঁস হয়ে গিয়েছে। Realme GT Neo 3 ফোনের ডিজাইন হবে গেমিং ফোনের মতো। এমনকী এই ফোনে থাকতে পারে ট্রিগার বাটনও। Realme-র এই Realme GT Neo 3 স্মার্টফোনে দেওয়া এই বাটনগুলো বিভিন্ন গেম বা কাজের জন্য কাস্টমাইজ করা যাবে। এর ব্যাক প্যানেলটি সিলভার রঙের, যেখানে একটি মোটা লাইনে ক্যামেরা মডিউল দেখা গেছে। এই মোটা লাইনটি কালো এবং হলুদ শেডের।
আরও পড়ুন: মাকড়সা আতঙ্ক! কোথা থেকে এল বিষাক্ত বিদেশি ট্যারেন্টুলা! নতুন রোগের আশঙ্কা
Realme GT Neo 3 স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। Realme GT Neo 3 ফোনের এই ক্যামেরা মডিউলে দুটি বড় ক্যামেরা সেন্সর এবং একটি ছোট ক্যামেরা সেন্সর দেওয়া হবে। Realme GT Neo 3 ফোনে ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশও দেওয়া যেতে পারে। Realme GT Neo 3 ফোনে ব্যবহার করা হতে পারে উন্নতমানের ক্যামেরা সেন্সর। Realme এর Realme GT Neo 3 ফোনে 64MP বা 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর সাথে, Realme GT Neo 3 ফোনটিতে 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর সহ আরও দুটি ক্যামেরা সেন্সর থাকবে।
Realme GT Neo 3 স্মার্টফোনে MediaTek Dimensity 9000 SoC দেওয়া যেতে পারে। Realme GT Neo 3 স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। বলা হচ্ছে, Realme-র এই ফোনটিতে থাকতে পারে 100W ফাস্ট চার্জিং ব্যবস্থা। ডিসপ্লে সাইজ সম্পর্কে অবশ্য কোনও তথ্য পাওয়া যায়নি। এর আগে, Realme 6.62-ইঞ্চি ডিসপ্লে সহ Realme GT Neo 2 স্মার্টফোন নিয়ে এসেছিল বাজারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Realme GT Neo