#নয়াদিল্লি: শুক্রবার অথার্ৎ পয়লা মে থেকে বদলাতে চলেছে একাধিক নিয়ম ৷ এর মধ্যে ব্যাঙ্ক, এটিএম, রেলওয়ে ও এয়ারলাইন্স সংক্রান্ত নিয়মও সামিল রয়েছে ৷ নিয়ম বদলের জেরে যেমন কিছু জিনিসের দাম যেমন বাড়বে তেমন কিছু জিনিসের দাম কমবেও ৷ করোনা ভাইরাসের জেরে এখনও দেশজুড়ে লকডাউন চলছে ৷ এর জেরে বিমান ও ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে ৷ কিন্তু এই সংক্রান্ত কিছু নিয়মে আজ থেকে বদল আনা হবে ৷ দেখে নিন এদিন থেকে আপনার জীবনে কী কী বদল আসতে চলেছে এবং তা আপনার পকেটে কী প্রভাব ফেলতে চলেছে ৷
স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে আজ থেকে মিলবে কম ইন্টারেস্ট ৷ ১ দেখে নিন এদিন থেকে আপনার জীবনে কী কী বদল আসতে চলেছে এবং তা আপনার পকেটে কী প্রভাব ফেলতে চলেছে ৷লক্ষ টাকার এফডি তে বছরে ৩.০৫ শতাংশ পর্যন্ত সুদ মিলবে ৷ ১ লক্ষের বেশি এফডি-তে মিলবে ৩.২৫ শতাংশ সুদ ৷ এটা রেপো রেট থেকে ২.৭৫ শতাংশ কম ৷ এর আগে আরবিআই রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়ে ৬.২৫ শতাংস থেকে ৬ শতাংশে নিয়ে এসেছে ৷ এসবিআই প্রথম ব্যাঙ্ক যা এক্সটার্নাল বেঞ্চমার্ক অনুযায়ী সুদ দিচ্ছে ৷
অন্যদিকে ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কম করার ঘোষণা করা হয়েছে ৷ ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম দিল্লিতে ১৬২.৫ টাকা প্রতি সিলিন্ডারে কম করা হয়েছে ৷ এর জেরে সিলিন্ডারের দাম কমে এখন ৫৮১.৫০ টাকা হয়েছে ৷ ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ২৫৬ টাকা কমিয়ে করা হয়েছে ১০২৯.৫০ টাকা ৷
আজ অথার্ৎ ১ মে থেকে কাজ করবে না পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডিজিটাল ওয়ালেট ৷ গ্রাহকরা যারা এই ওয়ালেট ব্যবহার করতেন তারা IMPS এর মাধ্যমে খরচ বা ট্রান্সফার করে নিতে পারবেন ৷ পিএনবি-র তরফে বলা হয়েছে যে ওয়ালেটে ব্যালেন্স জিরো হলে তবেই অ্যাকাউন্টটি বন্ধ করা হবে ৷ এটাও বলা হয়েছে গ্রাহক যদি ব্যাঙ্কে গিয়ে ফোন নম্বর বদলাতে চান তাহলে আগে ওয়ালেটের টাকা খরচ করে সেটি বন্ধ করতে হবে ৷ ওয়ালেটের অ্যাকাউন্ট বন্ধ না করলে ফোন নম্বর বদলানো যাবে না ৷
EPFO এই মাস থেকে তাদের পুরো পেনশন দেওয়া শুরু করবে যারা অবসরের সময় Commutation অপশন সিলেক্ট করেছিলেন ৷
এটিএম-এর ক্ষেত্রেও আজ থেকে নতুন নিয়ম লাগু করা হবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, এটিএম ক্লিন করতে হবে যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে ৷ গাজিয়াবাদ ও চেন্নাইয়ে এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেকদিন দু’বার করে এটিএম পরিষ্কার করতে হবে ৷ স্যানিটাইজেশনের এই নিয়ম না মানলে এটিএম বন্ধ করে দেওয়া হবে ৷
এখন যদিও ট্রেন পরিষেবা বন্ধ তবে পরিষেবা চালু হওয়ার পর রেলের কিছু নিয়ম বদল করা হবে ৷ রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার ৪ ঘণ্টা আগে পর্যন্ত যাত্রীরা বোর্ডিং স্টেশন বদলাতে পারবেন ৷ বর্তমানে যে নিয়ম রয়েছে তাতে ২৪ ঘণ্টা আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন পাল্টানো যায় ৷ তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে বোর্ডিং স্টেশন বদলে যদি যাত্রা না করে ৷ তাহলে টিকিট ক্যান্সেল করলে মিলবে না রিফান্ড ৷
পয়লা মে থেকে টিকিট ক্যান্সেল করার জন্য এয়ার ইন্ডিয়ার যাত্রীদের কোনও বাড়তি চার্জ দিতে হবে না ৷ বুকিং করার ২৪ ঘণ্টার মধ্যে ক্যান্সেল করলে বা বদল করলে কোনও বাড়তি চার্জ দিতে হবে না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 1st May, Bank, Indian Railway, PF Account