এবার আপনিও তুলতে পারবেন সানি লিয়নের সঙ্গে সেলফি !
Last Updated:
গ্রাহকদের এমনই একটি সুযোগ করে দিচ্ছে উত্তরপ্রদেশের নয়ড়ায় অবস্থিত Ringing Bells সংস্থা ৷
#নয়ডা: এবার আপনিও তুলতে পারবেন সানি লিয়নের সঙ্গে সেলফি ৷ গ্রাহকদের এমনই একটি সুযোগ করে দিচ্ছে উত্তরপ্রদেশের নয়ড়ায় অবস্থিত Ringing Bells সংস্থা ৷ সম্প্রতি সংস্থার লয়ালটি কার্ড প্রোগ্রামের প্রচারের জন্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিয়নকে বেছে নেওয়া হয়েছে ৷ এর আগে সব থেকে সস্তা স্মার্টফোন ফ্রিডম ২৫১ নিয়ে এসে বাজারে শোরগোল ফেলে দিয়েছিল এই সংস্থা ৷ পড়তে হয়েছিল বিতর্কের মুখেও ৷
সংস্থার তরফে জানানো হয়েছে গত মাসে লয়ালটি কার্ড প্রোগ্রাম নিয়ে এসেছিল তারা ৷ এবং তার জন্য গ্রাহকদের কাছ থেকে মিলেছে উৎসাহমূলক সাড়া ৷ সেলফি ইভেন্টটি নভেম্বর মাসের ৮ তারিখ দেরদুন, মীরাটে অনুষ্ঠিত হবে ৷ কানপুর ও আগ্রায় তা আয়োজন করা হয়েছে নভেম্বর মাসের ৯ তারিখ ৷
১০ জন যারা জয়ী হবেন তারা সানি নিয়নের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন ৷
advertisement
advertisement
সংস্থার ওয়েবসাইটে ৫০০, ১,০০০ ও ২,০০০ টাকার মূল্যের লয়ালটি কার্ড পাওয়া যাবে ৷ এতে ক্যাশ অন ডেলিভারির পরিষেবারও পাওয়া যাবে ৷
লয়ালটি কার্ড মেম্বরশিপ এক বছরের জন্য বৈধ থাকবে ৷ চলতি মাসের শুরু দিকে এই কার্ডটি লঞ্চ করেছিল Ringing Bells ৷ এই সংস্থার প্রোডাক্ট কিনলে ৫, ১০, ১৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন কার্ড হোল্ডাররা ৷
advertisement
Ringing Bells- এর মুখপাত্র জানান, ‘অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি এখনও পর্যন্ত আমরা ১,০০,০০০ ফ্রিডম ২৫১ স্মার্টফোন ডেলিভারি দিতে সফল হয়েছি ৷ ’ সম্প্রতি ৩১.৫ ইঞ্চির HD LED TV মাত্র ৯,৯০০ টাকায় বাজারে নিয়ে এসেছে Ringing Bells ৷ এই প্রতিযোগীতার মূল উদ্দেশ্য হল গ্রাহকদের বোঝানো যে সংস্থার কাছে তারা কতটা স্পেশ্যাল ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2016 10:24 AM IST