এবার আপনিও তুলতে পারবেন সানি লিয়নের সঙ্গে সেলফি !

Last Updated:

গ্রাহকদের এমনই একটি সুযোগ করে দিচ্ছে উত্তরপ্রদেশের নয়ড়ায় অবস্থিত Ringing Bells সংস্থা ৷

#নয়ডা: এবার আপনিও তুলতে পারবেন সানি লিয়নের সঙ্গে সেলফি ৷ গ্রাহকদের এমনই একটি সুযোগ করে দিচ্ছে উত্তরপ্রদেশের নয়ড়ায় অবস্থিত Ringing Bells সংস্থা ৷ সম্প্রতি সংস্থার লয়ালটি কার্ড প্রোগ্রামের প্রচারের জন্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিয়নকে বেছে নেওয়া হয়েছে ৷ এর আগে সব থেকে সস্তা স্মার্টফোন ফ্রিডম ২৫১ নিয়ে এসে বাজারে শোরগোল ফেলে দিয়েছিল এই সংস্থা ৷ পড়তে হয়েছিল বিতর্কের মুখেও ৷
সংস্থার তরফে জানানো হয়েছে গত মাসে লয়ালটি কার্ড প্রোগ্রাম নিয়ে এসেছিল তারা ৷ এবং তার জন্য গ্রাহকদের কাছ থেকে মিলেছে উৎসাহমূলক সাড়া ৷ সেলফি ইভেন্টটি নভেম্বর মাসের ৮ তারিখ দেরদুন, মীরাটে অনুষ্ঠিত হবে ৷ কানপুর ও আগ্রায় তা আয়োজন করা হয়েছে নভেম্বর মাসের ৯ তারিখ ৷
১০ জন যারা জয়ী হবেন তারা সানি নিয়নের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন ৷
advertisement
advertisement
সংস্থার ওয়েবসাইটে ৫০০, ১,০০০ ও ২,০০০ টাকার মূল্যের লয়ালটি কার্ড পাওয়া যাবে ৷ এতে ক্যাশ অন ডেলিভারির পরিষেবারও পাওয়া যাবে ৷
লয়ালটি কার্ড মেম্বরশিপ এক বছরের জন্য বৈধ থাকবে ৷ চলতি মাসের শুরু দিকে এই কার্ডটি লঞ্চ করেছিল Ringing Bells ৷ এই সংস্থার প্রোডাক্ট কিনলে ৫, ১০, ১৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন কার্ড হোল্ডাররা ৷
advertisement
Ringing Bells- এর মুখপাত্র জানান, ‘অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি এখনও পর্যন্ত আমরা ১,০০,০০০ ফ্রিডম ২৫১ স্মার্টফোন ডেলিভারি দিতে সফল হয়েছি ৷ ’ সম্প্রতি ৩১.৫ ইঞ্চির HD LED TV  মাত্র ৯,৯০০ টাকায় বাজারে নিয়ে এসেছে Ringing Bells ৷  এই প্রতিযোগীতার মূল উদ্দেশ্য হল গ্রাহকদের বোঝানো যে সংস্থার কাছে তারা কতটা স্পেশ্যাল ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার আপনিও তুলতে পারবেন সানি লিয়নের সঙ্গে সেলফি !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement