RIL Q4 Results: মোট রেভিনিউ ১ লক্ষ কোটির বেশি, এক নজরে রিলায়েন্সের চতুর্থ ত্রৈমাসিকের ফল

Last Updated:

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট রেভিনিউ-এর পরিমাণ ১ লক্ষ ৩৬ হাজার ২৪০ কোটি টাকা৷ মোট রেভিনিউ-এর মধ্যে EBITDA (Earnings before interest, tax, depreciation and amortization) ২১ হাজার ৭৮২ কোটি টাকা৷ নিট লাভের পরিমাণ ৬ হাজার ৫৪৬ কোটি টাকা৷

#মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজ অর্থাত্‍ বৃহস্পতিবার চতুর্থ ত্রৈমাসিকের ফল ঘোষণা করল৷ জানানো হয়েছে, অপারেশনস থেকে সংস্থার আয়ের পরিমাণ ১ লক্ষ ৩৬ হাজার ২৪০ কোটি টাকা৷ অ্যাডজাস্টেড নিট লাভ ১০ হাজার ৮১৩ কোটি টাকা৷
রিলায়েন্সের চতুর্থ ত্রৈমাসিকের রেজাল্টের হাইলাইটস একনজরে--
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট রেভিনিউ-এর পরিমাণ ১ লক্ষ ৩৬ হাজার ২৪০ কোটি টাকা৷ মোট রেভিনিউ-এর মধ্যে EBITDA (Earnings before interest, tax, depreciation and amortization) ২১ হাজার ৭৮২ কোটি টাকা৷ নিট লাভের পরিমাণ ৬ হাজার ৫৪৬ কোটি টাকা৷ কর, সুদ-সহ ইত্যাদি নানা খরচের আগে নিট লাভের পরিমাণ ১ হাজার ৮১৩ কোটি টাকা৷
advertisement
advertisement
পেট্রোকেমিক্যাল থেকে আয়ের পরিমাণ ৩২ হাজার ২০৬ কোটি টাকা, তেল শোধন থেকে আয়ের পরিমাণ ৮৪ হাজার ৮৫৪ কোটি টাকা৷ অর্গানাইজড রিটেল ব্যবসায় আয় ৩৮ হাজার ২১১ কোটি টাকা ও ডিজিটাল পরিষেবা থেকে আয় ১৮ হাজার ৬৩২ কোটি টাকা৷
নিট লাভের নিরিখে-- জিও থেকে নিট লাভের পরিমাণ ২ হাজার ৩৩১ কোটি টাকা, গত বছর ওই একই সময়ের চেয়ে ৭৩ শতাংশ বেশি৷
advertisement
-- কর-সুদ পূর্বক আয়ের পরিমাণ এই প্রথম বার্ষিক ১ লক্ষ কোটি টাকা ছাড়াল৷ ডিজিটাল পরিষেবাতেও EBITDA-এর ত্রৈমাসিকের নিরিখে রেকর্ড ৬ হাজার ৪৫২ কোটি টাকা৷
-- ডিজিটাল ব্যবসা থেকে বার্ষিক রেভিনিউ বেড়েছে ৪০.৭ শতাংশ ও রিটেল ব্যবসা থেকে বেড়েছে ২৪.৮ শতাংশ৷ শেয়ার প্রতি ডিভিডেন্ড ৬.৫ টাকা৷
-- ৫৩ হাজার ১২৫ কোটি টাকার শেয়ার রাইটস ইস্যু করেছে রিলায়েন্স৷ দেশের সবচেয়ে বেশি৷
advertisement
-- জিও প্ল্যাটফর্মে ফেসবুক ৯.৯৯ শতাংশ বাবদ ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা পেয়েছে রিলায়েন্স৷
-- করোনা সঙ্কটের সঙ্গে যুঝতে কিছু খরচ কমানোর পথে হাঁটছে রিলায়েন্স৷ গোটা বছরের বেতন নেবেন না সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL Q4 Results: মোট রেভিনিউ ১ লক্ষ কোটির বেশি, এক নজরে রিলায়েন্সের চতুর্থ ত্রৈমাসিকের ফল
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement