Isha, Akash and Anant Ambani: আনুষ্ঠানিক হল উত্তরাধিকার পরিকল্পনা; RIL বোর্ডে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেলেন ইশা, আকাশ এবং অনন্ত

Last Updated:

ইশা আম্বানিকে ৯৮.২১%, আকাশ আম্বানিকে ৯৮.০৬% এবং অনন্ত আম্বানিকে ৯২.৭৫% ভোট দানের মাধ্যমে তাঁদের বোর্ড অফ ডিরেক্টরসে নিয়োগকে অনুমোদন দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডাররা।

Isha, Akash and Anant Ambani get shareholders nod for appointment as RIL non-executive directors
Isha, Akash and Anant Ambani get shareholders nod for appointment as RIL non-executive directors
মুম্বই: নিজেদের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-য় আগেই উত্তরাধিকার পরিকল্পনার কথা ঘোষণা করেছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার সেই উত্তরাধিকার পরিকল্পনাকেই আনুষ্ঠানিক করল ওই সংস্থা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) বোর্ডে নন-একজিকিউটিভ ডিরেক্টর হিসেবে নতুন প্রজন্মের লিডার ইশা, আকাশ এবং অনন্ত আম্বানির নিয়োগকে অনুমোদন দিলেন আরআইএল-এর শেয়ারহোল্ডাররা। ইশা আম্বানিকে ৯৮.২১%, আকাশ আম্বানিকে ৯৮.০৬% এবং অনন্ত আম্বানিকে ৯২.৭৬% ভোট দানের মাধ্যমে তাঁদের বোর্ড অফ ডিরেক্টরসে নিয়োগকে অনুমোদন দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডাররা।
এর পাশাপাশি অন্য দিকে আবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ডে আরও একটি পরিবর্তন হয়েছে। কারণ নীতা আম্বানি বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন। তবে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন পদে তিনি আসীন থাকছেন। আর রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে নীতা আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোর্ডের সমস্ত বৈঠকে একজন স্থায়ী আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন। আর বার্ষিক সাধারণ সভার ঘোষণা অনুযায়ী পরবর্তী ৫ বছরের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি পদে আসীন থাকছেন মুকেশ আম্বানি।
advertisement
advertisement
বৃহৎ সমষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নতুন প্রজন্মের তিন জন লিডার। আর তাঁদের নিয়ে উত্তরাধিকার পরিকল্পনার বিষয়ে খুবই নিখুঁত ভাবে কাজ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড:
ইশা আম্বানি: লিডার অফ রিলায়েন্স রিটেল (অগাস্ট ২০২২)
আকাশ আম্বানি: চেয়ারম্যান রিলায়েন্স জিও (জুন ২০২২)
অনন্ত আম্বানি: লিডার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এনার্জি ভার্টিক্যাল (Aug 2022)
advertisement
এই পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে ইশা, আকাশ এবং অনন্তকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যেই বিভিন্ন ব্যবসার প্রধান করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ২০২১ সালের ডিসেম্বর মাসে অবশ্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই লিডারশিপ সংক্রান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন মুকেশ আম্বানি। তখন তিনি জানিয়েছিলেন, “আকাশ, ইশা এবং অনন্ত পরবর্তী প্রজন্মের লিডার হিসেবে রিলায়েন্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, এ বিষয়ে আমার কোনও সন্দেহ নেই।”
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Isha, Akash and Anant Ambani: আনুষ্ঠানিক হল উত্তরাধিকার পরিকল্পনা; RIL বোর্ডে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেলেন ইশা, আকাশ এবং অনন্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement