RIL AGM 2024: আর যেতে হবে না সিনেমাহলে, বাড়িতেই বিনোদনের বিপুল মজা; খুব শীঘ্রই আসছে JioTV OS, JioHome এবং JioTV+
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
RIL AGM 2024: আকাশ আম্বানি JioTV OS, JioHome এবং JioTV+ এর কথা ঘোষণা করেছেন। যা হোম এন্টারটেনমেন্টকে নয়া উচ্চতায় নিয়ে যাবে। জেনে নেওয়া যাক, রিলায়েন্স জিও এজিএম-এ কী কী ঘোষণা করেছেন আকাশ আম্বানি।
গ্রাহকদের জন্য দারুণ সুখবর। টেলিকম ব্র্যান্ডের বাইরেও এবার ডালপালা মেলছে Reliance Jio। ফলে ঘরে বসেই এবার বিনোদনের সুযোগ পাবেন গ্রাহকরা। গত ২৯ অগাস্ট অনুষ্ঠিত হয় অ্যানুয়াল জেনারেল মিটিং। সেখানে রিলায়েন্স ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি একগুচ্ছ নতুন পণ্যের কথা ঘোষণা করেছেন। দেশের মধ্যে বিনোদনের ক্ষেত্রে আসবে আমূল পরিবর্তন। আকাশ আম্বানি JioTV OS, JioHome এবং JioTV+ এর কথা ঘোষণা করেছেন। যা হোম এন্টারটেনমেন্টকে নয়া উচ্চতায় নিয়ে যাবে। জেনে নেওয়া যাক, রিলায়েন্স জিও এজিএম-এ কী কী ঘোষণা করেছেন আকাশ আম্বানি।
আরও পড়ুনঃ শেয়ার দর লাফিয়ে বাড়ল ২.৬%, আগামী সপ্তাহে বোনাস ইস্যু করার সিদ্ধান্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের
JioTV OS:
খুব শীঘ্রই JioTV OS চালু করতে চলেছে জিও। জিও সেট-টপ বক্স (STB)-এর জন্য একচেটিয়া ভাবে ডিজাইন করা একটি সম্পূর্ণ হোম-গ্রোন অপারেটিং সিস্টেম এটি। ব্যবহারকারীদের জন্য একটি দ্রুত, মসৃণ এবং আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা প্রদানের জন্য এই নতুন OS কীভাবে তৈরি করা হয়েছে, সেটাও তুলে ধরেন আকাশ আম্বানি। Ultra HD 4K video, Dolby Vision এবং Dolby Atmos-এর মতো হাই-এন্ড ফিচারও সাপোর্ট করবে এটি। ফলে নিজের ঘরে বসেই সিনেমা হলের মতো অনুভূতি পাওয়া যাবে। এই OS জনপ্রিয় Hello Jio ভয়েস অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ইন্টিগ্রেটেড। যা এখন উন্নত জেনারেটিভ এআই প্রযুক্তি দ্বারা চালিত।
advertisement
advertisement
JioHome:
JioHome-এর কারণে ভারতীয় বাড়িগুলি আরও স্মার্ট হয়ে উঠবে। যা নয়া IoT সলিউশনসের সঙ্গে সংযুক্ত। আকাশের ঘোষণা, IoT হল স্মার্ট হোমের ভবিষ্যৎ। যা আলো, এয়ার কন্ডিশনার এবং সিকিউরিটি সিস্টেমের মতো ডিভাইসের নিরবচ্ছিন্ন ইন্টিগ্রেশনের অনুমতি দেয়। ঘরে প্রবেশ করামাত্রই স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যাচ্ছে এয়ার কন্ডিশনার অথবা মুভি শুরু হতে না হতেই স্বয়ংক্রিয় ভাবে আলো নিভে যাচ্ছে, এমনটা এখন শুধু ভাবনাতেই সীমাবদ্ধ। তবে তা সম্ভব করবে JioHome IoT সলিউশনস। এটা সম্পূর্ণ রূপে সংযুক্ত থাকবে JioTV OS-এর সঙ্গে।
advertisement
আরও পড়ুনঃ প্রতি ৩০ দিনে দশ লক্ষ ঘরে পৌঁছনোই এখন লক্ষ্য; আর আত্মবিশ্বাসের সঙ্গে রেকর্ড গতিতে ১০ কোটিতে পৌঁছবে JioAirFiber, বললেন মুকেশ আম্বানি
JioTV+
ব্যবহারকারীরা কীভাবে ডিজিটাল বিনোদন গ্রহণ করছেন, তাতে পরিবর্তন আনবে JioTV+। এর মধ্যে সম্মিলিত থাকবে লাইভ টিভি, অন-ডিমান্ড শো এবং সহজে ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম। ৮৬০টি লাইভ টিভি চ্যানেল এবং Amazon Prime Video and Disney+ Hotstar আর JioTV+ র মতো ওটিটি অ্যাপের কন্টেন্ট দেখার সুযোগ তো মিলবেই। তার সঙ্গে JioTV+ মিলবে বিনোদনের সুবিশাল লাইব্রেরি।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 4:40 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL AGM 2024: আর যেতে হবে না সিনেমাহলে, বাড়িতেই বিনোদনের বিপুল মজা; খুব শীঘ্রই আসছে JioTV OS, JioHome এবং JioTV+