Repo Rate Cut: ফের কমল রেপো রেট, ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা RBI-এর

Last Updated:

RBI Cut Repo Rate by 25 Basis Points: রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬ শতাংশে। এর আগে ৭ ফেব্রুয়ারি রেপো রেট কমিয়েছিল RBI।

ফের কমল রেপো রেট
ফের কমল রেপো রেট
নয়াদিল্লি: প্রত্যাশামতোই রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বুধবার সকালে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্রা। ফলে রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬ শতাংশে। এর আগে ফেব্রুয়ারি মাসে রেপো রেট ৬.৫০ শতাংশ থেকে কমিয়ে ৬.২৫ শতাংশ করেছিল আরবিআই। এপ্রিলে ৬.২৫ শতাংশ থেকে কমিয়ে তা ৬ শতাংশ করা হল। রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্তের জন্য তিন দিনের বৈঠকে বসেছিল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রনীতি কমিটি। ৭ এপ্রিল শুরু হয়েছিল সেই বৈঠক। নয়া অর্থবর্ষে এটাই রিজার্ভ ব্যাঙ্কের প্রথম মুদ্রানীতির বৈঠক ছিল যা গত সোমবার থেকে শুরু হয়েছিল।
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোয় বাড়ি এবং গাড়ির ঋণে মাসিক কিস্তি কমতে পারে বলে অনুমান আর্থিক বিশ্লেষকদের। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত ঋণে সুদের হার কমে। এর জেরে স্বস্তি পাবে ব্যাঙ্ক ঋণ নেওয়া আমজনতা। কমবে তাদের মাসিক কিস্তির অঙ্ক।
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের থেকে ব্যাঙ্কগুলি যে সুদের হারে ঋণ পায়, সেটিকেই রেপো রেট বলা হয়। এই রেপো রেট কমলে ব্যাঙ্কও কম সুদের হারে ঋণ দিতে পারে সাধারণ মানুষকে। ফলে হোম লোন কিংবা কার লোনের ইএমআই এবার আরও খানিকটা কমে যেতে চলেছে। ফলে স্বস্তি পাবেন সাধারণ মানুষ।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Repo Rate Cut: ফের কমল রেপো রেট, ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা RBI-এর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement