১০ গ্রাম সোনার দাম নেমে আসবে ৫৬ হাজার টাকায়, কিন্তু কবে হবে? কীভাবে হবে, তাও জানিয়ে দিলেন বিশেষজ্ঞ
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Will Gold Price Fall Rs 56000 Level: দেশে সোনার দাম, সঠিক ভাবে বললে ২৪ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রাম ৯৩,০০০ টাকায় বিক্রি হচ্ছিল। বিশ্ব বাজারের কথা ধরলে তা রয়েছে আউন্স প্রতি ৩,১০০ ডলারের উপরে। এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে প্রতি আউন্সে ২৮ গ্রাম সোনা থাকে। এবার যদি সোনার এই দাম ৩৮ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হ্রাস পায়, তাহলে দেশে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৫,০০০ টাকায় নেমে আসতেই পারে।
সোনা বাঙালির বড় আদরের ধন! ঘরে ঘরে ছেলে-মেয়েদের সোনা বলে ডাকার রেওয়াজ তো তারই প্রতিচ্ছবি! তবে, যতই আদরের হোক, মূল্যবৃদ্ধির কারণে হালে সাধারণ মধ্যবিত্ত নাগরিক সোনার নামে ভয়ই পাচ্ছে। দাম আগুন, হাত দিলেই ছ্যাঁকা! যদিও বাজারে আশা জাগিয়ে ৪ এপ্রিল, ২০২৫ তারিখ থেকে একটু করে পড়তে শুরু করেছে সোনার দাম। সেই দিন প্রতি ভরিতে সোনার দাম ৫০ টাকা কমেছিল। এক দিনে কমে গিয়েছিল ১৬০০ টাকা। (Representative Image)
advertisement
advertisement
দেশে সোনার দাম, সঠিক ভাবে বললে ২৪ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রাম ৯৩,০০০ টাকায় বিক্রি হচ্ছিল। বিশ্ব বাজারের কথা ধরলে তা রয়েছে আউন্স প্রতি ৩,১০০ ডলারের উপরে। এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে প্রতি আউন্সে ২৮ গ্রাম সোনা থাকে। এবার যদি সোনার এই দাম ৩৮ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হ্রাস পায়, তাহলে দেশে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৫,০০০ টাকায় নেমে আসতেই পারে। জন মিলস বলছেন, আগামী কয়েক বছরের মধ্যেই সোনার দাম প্রতি আউন্স ৩,০৮০ ডলার থেকে ১,৮০০ ডলারে নেমে আসতে পারে। সোনার দাম কেন পড়বে, তা নিয়ে জন মিলস কিছু কারণ দেখিয়েছেন- (Representative Image)
advertisement
advertisement
advertisement
advertisement
তবে, বলে রাখা উচিত হবে যে জন মিলসের এই সব যুক্তির সঙ্গে সব বিশেষজ্ঞ একমত নন। যেমন, ব্যাঙ্ক অফ আমেরিকা এখনও জোর দিয়ে বলছে যে দাম কমবে না। তাদের দাবি, আগামী দুই বছরে সোনার দাম আউন্স প্রতি ৩৫০০ ডলারে থাকবে। অন্য দিকে, গোল্ডম্যান শ্যাক্স দাবি করছে যে চলতি বছরের শেষের দিকেই সোনার দাম প্রতি আউন্সে ৩৩০০ ডলারে এসে ঠেকবে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়! (Representative Image)