Reliance Foundation: এনএসডিসি-র সঙ্গে গাঁটছড়া বাঁধল রিলায়েন্স ফাউন্ডেশন; প্রশিক্ষণ দেওয়া হবে ৫ লক্ষ যুবক-যুবতীকে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Reliance Foundation NSDC Partnership: রিলায়েন্স ফাউন্ডেশনের ডিজিটাল ফরওয়ার্ড পদ্ধতি ভবিষ্যতে তৈরি হওয়া নতুন কর্মক্ষেত্রের জন্য তরুণ-তরুণীদের দক্ষ এবং উপযোগী করে তুলবে।
মুম্বই: ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (NSDC) সঙ্গে গাঁটছড়া বাঁধল রিলায়েন্স ফাউন্ডেশন। আগামী তিন বছরে ৫ লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে। শেখানো হবে ভবিষ্যতের উপযোগী কোর্স। এর মধ্যে রয়েছে ইডিটেক সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, পলিসি অ্যানালিসিস ইত্যাদি।
রিলায়েন্স ফাউন্ডেশনের ডিজিটাল ফরওয়ার্ড পদ্ধতি ভবিষ্যতে তৈরি হওয়া নতুন কর্মক্ষেত্রের জন্য তরুণ-তরুণীদের দক্ষ এবং উপযোগী করে তুলবে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “দক্ষতা, পুনঃদক্ষতা এবং আপ স্কিলিংয়ের মাধ্যমে অপ্রতিরোধ্য হয়ে উঠবে ভারত। স্কিলিং ইকোসিস্টেমের বিভিন্ন ডিজিটাল উদ্যোগ যে কোনও জায়গায়, যে কোনও সময় এবং সবার জন্য দক্ষতা নিশ্চিত করছে। প্রযুক্তি, স্কেল এবং স্থায়িত্ব লাভের মাধ্যমে ভারত উন্নত দেশ হিসেবে সামনে আসছে। ভারতের শ্রমশক্তি শুধু অভ্যন্তরীণ চাহিদা মেটাবে তা-ই নয়, আন্তর্জাতিক চাহিদাও পূরণ করবে। স্থাপন করবে নতুন মানদণ্ড।”
advertisement
advertisement
Reliance Foundation partners with the National Skill Development Corporation to impact half a million youth over the next three years through state-of-the-art courses for future-ready skills.
The MoU exchange event happened in the presence of the Union Minister Shri Dharmendra… pic.twitter.com/Kep7uGKkIP
— Reliance Foundation (@ril_foundation) February 15, 2024
advertisement
কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়ে রিলায়েন্স ফাউন্ডেশনের সিইও জগন্নাথ কুমার বলেন, “ভারত তরুণদের দেশ। গোটা বিশ্বের মধ্যে ভারতেই তরুণ প্রজন্মের সংখ্যা সবচেয়ে বেশি। ভবিষ্যতের জন্য তাঁদের প্রস্তুত করে তোলার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। রিলায়েন্স ফাউন্ডেশন বিশ্বাস করে এই উদ্যোগ তরুণ প্রজন্মের আকাঙ্খা পূরণ করবে। তাঁদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে এই অংশীদারিত্ব যুবকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন কাজের প্রোফাইল তৈরি এবং সুযোগের সঙ্গে দক্ষতার সমন্বয় সাধন করবে। তরুণদের এগিয়ে দেওয়ার ক্ষেত্রে রিলায়েন্স ফাউন্ডেশন এবং এনএসডিসি-র দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য এক।”
advertisement
উচ্চমানের পাঠ্যক্রম তৈরি ও উন্নয়ন, পড়ুয়াদের পরিষেবা স্থাপন, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাহায্যে অনলাইন মূল্যায়ন এবং কোর্স শেষে প্লেসমেন্টের ব্যবস্থা করা এই অংশীদারিত্বের অংশ। রিলায়েন্স ফাউন্ডেশন প্রান্তিক এবং যুবসমাজের জন্য সুযোগ আর জীবিকা তৈরির ক্ষেত্রে নিরলস কাজ করে চলেছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সেই পথেই আরও এক কদম এগিয়ে গেল রিলায়েন্স ফাউন্ডেশন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2024 7:00 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Foundation: এনএসডিসি-র সঙ্গে গাঁটছড়া বাঁধল রিলায়েন্স ফাউন্ডেশন; প্রশিক্ষণ দেওয়া হবে ৫ লক্ষ যুবক-যুবতীকে