উত্তর ভারতের বাজারে আসছে ‘ইনডিপেন্ডেন্স’! এবার ব্যবসা বাড়াতে চাইছে রিলায়েন্স কনজিউমার প্রডাক্টস লিমিটেড

Last Updated:

থানীয় গ্রাহকদের চাহিদার কথা বুঝে এবং তা মাথায় রেখেই মূলত এই ইনডিপেন্ডেন্স পণ্য তৈরি করা হয়েছে।

ব্যবসা সম্প্রসারণের বড়সড় ঘোষণা করল রিলায়েন্স কনজিউমার প্রডাক্টস লিমিটেড (আরসিপিএল)। রিলায়েন্স কনজিউমার প্রডাক্টস লিমিটেড (আরসিপিএল), এফএমসিজি শাখা এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড (আরআরভিএল)-এর সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি সম্প্রতি ঘোষণা করেছে যে, তাদের তৈরি সম্পূর্ণ ভাবে দেশীয় প্যাকেজড পণ্যের ব্র্যান্ড ইনডিপেন্ডেন্স-এর ব্যবসা উত্তর ভারতেও বাড়ানো হচ্ছে।
প্রকৃত ভারতীয় সমস্যার যোগ্য ভারতীয় সমাধান করার লক্ষ্যে ইনডিপেন্ডেন্স এনেছে এক রাশি পণ্য। যার মধ্যে অন্যতম হল ভোজ্য তেল বা এডিবেল অয়েল, খাদ্যশস্য, ডাল, প্যাকেটজাত খাবার এবং দৈনন্দিন চাহিদার খাদ্য সামগ্রী। এই ব্র্যান্ড প্রাথমিক ভাবে চালু করা হয়েছিল গুজরাতে। তবে এর সাফল্যের পরে তা পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এনসিআর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং বিহারের মতো রাজ্যগুলিতেও চালু করা হয়েছে।
advertisement
advertisement
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নীতির উপর জোর দিয়েই আরসিপিএল-এর মূল লক্ষ্য হল, সাশ্রয়ী মূল্যে দেশীয় ভাবে তৈরি এক গুচ্ছ ভাল ও উন্নত মানের পণ্যের মাধ্যমে ভারতীয় গ্রাহকদের ক্ষমতায়ন করা। আর সবথেকে বড় কথা হল, স্থানীয় গ্রাহকদের চাহিদার কথা বুঝে এবং তা মাথায় রেখেই মূলত এই ইনডিপেন্ডেন্স পণ্য তৈরি করা হয়েছে। আসলে ভারতীয় জনসংখ্যার একটি বড় অংশ নির্ভরযোগ্য পণ্য সামগ্রীর ব্র্যান্ড পছন্দ করছেন। যা সাশ্রয়ী মূল্যে উচ্চ মানের পণ্য প্রদান করছে।
advertisement
শুধু ভোজ্য তেল, চাল কিংবা চিনির মতো পণ্যই নয়, গ্লুকোজ বিস্কুট এবং এনার্জি টফিও রয়েছে ইনডিপেন্ডেন্স-এর পণ্য সামগ্রীর তালিকায়। প্রতিটি ভারতীয় ঘরে যাতে পুষ্টিকর এবং সুস্বাদু খাবার পৌঁছে যেতে পারে, সেই বিষয়েই সহায়তা প্রদান করছে এই দেশীয় ব্র্যান্ড। এখানেই শেষ নয়, আরসিপিএল আবার ট্রেড পার্টনারদের সঙ্গেও কোল্যাবোরেট করছে। এই তালিকায় থাকছে প্রস্তুতকারী এবং মুদির দোকানগুলিও। আসলে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার লক্ষ্যে ছোট ব্যবসায়ীদেরও ব্যবসায়িক সুযোগ প্রদান এবং তাঁদের ক্ষমতায়নের জন্যই এই পদক্ষেপ।
advertisement
আগামী কয়েক মাসে আরও বেশি করে গ্রাহকদের কাছে পৌঁছনোর জন্য ডিস্ট্রিবিউশনও বাড়াতে চলেছে এই সংস্থা। এই কারণে অনলাইন এবং অফলাইন চ্যানেলের হাত ধরতে চাইছে তারা। এটি এর বহুমুখী এফএমসিজি পোর্টফোলিওকে আরও মজবুত করবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
উত্তর ভারতের বাজারে আসছে ‘ইনডিপেন্ডেন্স’! এবার ব্যবসা বাড়াতে চাইছে রিলায়েন্স কনজিউমার প্রডাক্টস লিমিটেড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement