RIL Q1 Results: প্রথম কোয়ার্টারের রেভেনিউ ঘোষণা করল রিলায়েন্স, বিপুল লাভ ছাপিয়ে গিয়েছে প্রত্যাশাকেও
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
RIL Q1 Results: ঠিক কী হিসেব পেশ করা হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফ থেকে?
#মুম্বই: যে কোনও বাণিজ্যিক সংস্থারই মুনাফার খতিয়ান করা হয়ে থাকে বছরকে কয়েকটি ভাবে ভেঙে নিয়ে, বাণিজ্যিক পোশাকি ভাষায় যাকে কোয়ার্টার বলা যায়। এবার তাদের বাণিজ্যিক বর্ষের প্রথম কোয়ার্টারের ফলাফল ঘোষণা করল মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Limited) বা সংক্ষেপে আরআইএল (RIL)। যে হিসেব তারা পেশ করেছে, তাতে নিঃসন্দেহে সংস্থার প্রতি তার গ্রাহক এবং শেয়ারহোল্ডারদের নির্ভরযোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, ঠিক সংস্থার রেভেনিউয়ের মতোই!
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম সারির বাণিজ্যিক সংস্থা, নানা শাখায় বিস্তৃত হয়ে রয়েছে এর মূলধন। ফলে, সুনামের মতোই তাদের রেভেনিউয়ের পরিমাণটাও যে বিশাল হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করার সাহসই করেননি বাণিজ্যিক দুনিয়ার হালহকিকত যাঁদের নখদর্পণে, সেই বিশেষজ্ঞরা। তবে কার্যত কিন্তু দেখা গেল যে সংস্থার প্রথম কোয়ার্টারের রেভেনিউ ছাপিয়ে গিয়েছে প্রত্যাশাকেও। এই বিষয়ে ঠিক কী হিসেব পেশ করা হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফ থেকে?
advertisement

advertisement
সেই হিসেব বলছে, চলতি বছরের ৩০ জুনে যে কোয়ার্টার শেষ হয়েছে, সেই পর্যন্ত সংস্থার কনসলিডেটেড প্রফিটের অঙ্কটা এসে ঠেকেছে ১৭ হাজার ৯৫৫ কোটি টাকায়। মনে না রাখলেই নয় যে এটা একেবারে বিশুদ্ধ মুনাফা, বাণিজ্য খাতে যে কর বরাদ্দ হয়, তা চুকিয়েই এই লাভের মুখ দেখেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পূর্ববর্তী বছরের এই একই সময়ের লাভের নিরিখে যদি বিচার করতে হয়, তাহলেও উন্নতির গ্রাফ বেশ আশাব্যঞ্জক- মুনাফা বেড়েছে ৪৬.৩ শতাংশ! তবে সত্যি বলতে কী, এই লাভের মুখ দেখা একরকম হিসেবের মধ্যেই পড়ে। মুকেশ আম্বানি এবং উত্তরাধিকারীদের সুদক্ষ পরিচালনা, গ্রস রিফাইনিং মার্জিনের বৃদ্ধি, সুসংহত রিটেল বিজনেসের বাড়বাড়ন্তই ২০২৩ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে এ হেন লক্ষ্মীলাভের সহায়ক হয়েছে।
advertisement

জানা গিয়েছে, তেল এবং টেলিকম সেক্টর থেকে পূর্ববর্তী বছরের তুলনায় রেভেনিউ এসেছে ১.৪৪ লক্ষ কোটি টাকা এবং কর বাদ দিয়ে মুনাফার পরিমাণ ১৩ হাজার ৮০৬ কোটি টাকা।
advertisement
প্রসঙ্গত, ২০২২ অর্থবর্ষের চতুর্থ কোয়ার্টারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কনসলিডেটেড নেট প্রফিট ছিল ১৬ হাজার ২০৩ কোটি টাকা। এছাড়া পূর্ববর্তী বছরের নিরিখে হিসেব করলে বৃদ্ধির পরিমাণ ছিল ২২.৫ শতাংশ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2022 11:41 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL Q1 Results: প্রথম কোয়ার্টারের রেভেনিউ ঘোষণা করল রিলায়েন্স, বিপুল লাভ ছাপিয়ে গিয়েছে প্রত্যাশাকেও