RBI Repo Rate: বিরাট স্বস্তি! বাড়ছে না হোম লোনের EMI, রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

Last Updated:

RBI Repo Rate: আরবিআই টানা তৃতীয় মুদ্রানীতিতে রেপো হারে কোনও পরিবর্তন করেনি

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI
রেপো রেট অপরিবর্তিত রাখল RBI
নিউ দিল্লি: রেপো হারে কোনও পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। বর্তমানে এর হার ৬.৫ শতাংশ। আরবিআই টানা তৃতীয় মুদ্রানীতিতে রেপো হারে কোনও পরিবর্তন করেনি। আরবিআই গভর্নর শক্তিদাস বলেছেন, রেপো রেট ৬.৫ শতাংশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মানে হল আপনার হোম লোনের কিস্তি আপাতত বাড়বে না।
গত বছরের মে থেকে রেপো রেট বেড়েছে ২.৫ শতাংশ। এ কারণে গৃহঋণের ইএমআই বেড়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এখন মূল্যস্ফীতি উচ্চ পর্যায় থেকে নেমে এসেছে। আরবিআই জানিয়েছে, এই হার ৪ শতাংশে নামিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এই আর্থিক বছরের জন্য খুচরা মূল্যস্ফীতির অনুমান বাড়িয়েছেন।
advertisement
advertisement
আরবিআই গভর্নরের নেতৃত্বে ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটির সভা ৮ থেকে ১০ অগাস্ট অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন সুদের হারে কোনও পরিবর্তন আনা হয়নি। রেপো রেট ৬.৫ শতাংশে বজায় রাখা হয়েছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, প্রকৃত জিডিপি বৃদ্ধির হার এপ্রিল-জুন ২০২৩ ত্রৈমাসিকে ৮ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬.৫ শতাংশ, তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৬ শতাংশ, এবং চতুর্থ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৪) ৫.৭ শতাংশ। ২০২৪ সালে এপ্রিল-জুন প্রান্তিকে জিডিপি বৃদ্ধির হার ৬.৬ শতাংশ হতে পারে।
advertisement
আরবিআই গভর্নর বলেছেন, আমাদের অর্থনীতি যুক্তিসঙ্গত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বিশ্বব্যাপী বৃদ্ধিতে প্রায় ১৫ শতাংশ অবদান রাখছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI Repo Rate: বিরাট স্বস্তি! বাড়ছে না হোম লোনের EMI, রেপো রেট অপরিবর্তিত রাখল RBI
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement