১৫ মার্চের পর চালু থাকবে পেটিএম ইউপিআই? বড় নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক

Last Updated:

যে সমস্ত গ্রাহকদের ইউপিআই আইডি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা ছিল, তাঁরা আর ১৫ মার্চের পর থেকে ইউপিআই লেনদেন করতে পারতেন না৷

পেটিএম নিয়ে বিভ্রান্তি৷
পেটিএম নিয়ে বিভ্রান্তি৷
মুম্বাই: রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার পর ১৫ মার্চ থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের মতো সংস্থার ইউপিআই পরিষেবাও বন্ধ হয়ে যাবে কি না, তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে৷ যাঁরা পেটিএম ইউপিআই ব্যবহার করেন তাঁদের অনেকেই এ নিয়ে সংশয়ে রয়েছেন৷
তবে পেটিএম-এর ইউপিআই পরিষেবায় যাতে কোনও সমস্যা না হয় তার জন্য এবার উদ্যোগী হল আরবিআই৷ রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই-কে একটি নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই নির্দেশে বলা হয়েছে, বিপুল সংখ্যক ইউপিআই লেনদেনের চাপ নিতে সক্ষম চার থেকে পাঁচটি ব্যাঙ্কের তালিকা যেন এনপিসিআই তৈরি রাখে৷ কারণ ১৫ মার্চ পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা বন্ধ হয়ে গেলে পেটিএম-এর ইউপিআই পরিষেবা চালু রাখার জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার হিসেবে কয়েকটি ব্যাঙ্কের প্রয়োজন হবে৷ সেই কারণেই এই নির্দেশ দিয়েছে আরবিআই৷
advertisement
advertisement
আরবিআই এই নির্দেশ দেওয়ার ফলে পেটিএম ব্যবহারকারীরা নিজেদের ইউপিআই অ্যাকাউন্টও সহজে বদলে নিতে পারবেন৷ ইউপিআই আইডি চালু রাখতে গেলে সেটি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হয়৷
কিন্ত যে সমস্ত গ্রাহকদের ইউপিআই আইডি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা ছিল, তাঁরা আর ১৫ মার্চের পর থেকে ইউপিআই লেনদেন করতে পারতেন না৷ সেই গ্রাহকদেরই চার থেকে পাঁচটি ব্যাঙ্কের বিকল্প দেবে এনপিসিআই৷ এর মধ্যে যে কোনও একটি ব্যাঙ্কের সঙ্গে নিজেদের ইউপিআই আইডি লিঙ্ক করে পেটিএম-এ অনলাইন লেনদেন করতে পারবেন গ্রাহকরা৷
advertisement
এই নির্দেশের মাধ্যমে আরবিআই পেটিএম-এর ইউপিআই পরিষেবা চালু রাখার জন্য এনপিসিআই-কে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে৷ আরবিআই প্রথমে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত পরিষেবা ২৯ ফেব্রুয়ারি থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছিল৷ পরে সেই সময়সীমা বাড়িয়ে ১৫ মার্চ করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১৫ মার্চের পর চালু থাকবে পেটিএম ইউপিআই? বড় নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement