RBI Rule Alert: এবার থেকে সব ব্যাঙ্কের ওয়েবসাইট শেষ হবে ‘bank.in’ ডোমেনে! নতুন প্রতারণার ফাঁদ নিয়ে ভাইরাল ভিডিও, কী ভাবে টাকাপয়সা সুরক্ষিত রাখবেন জানুন
- Published by:Tias Banerjee
Last Updated:
RBI Rule Alert: আরবিআই-এর নির্দেশে HDFC, SBI, ICICI, Kotak-সহ সব ব্যাঙ্কের ওয়েবসাইট এখন .bank.in ডোমেনে, স্ক্যাম এড়াতে আসল লিঙ্ক চিহ্নিত করুন ও সন্দেহজনক ইমেল বা SMS থেকে সতর্ক থাকুন।
আরবিআই-এর পক্ষ থেকে বিশেষ সতর্কতার বার্তা গ্রাহকদের। সব ব্যাঙ্কের ওয়েবসাইট এবার থেকে ‘bank.in’ ডোমেনে — নতুন প্রতারণার ফাঁদ নিয়ে ভাইরাল ভিডিও, কী ভাবে টাকাপয়সা বাঁচাবেন জানুন। ভিডিওটিতে দেখানো হয়েছে কী ভাবে গ্রাহকরা আসল ব্যাঙ্কের পোর্টাল চিহ্নিত করবেন এবং প্রতারকদের জালে পড়া এড়াবেন।
অনলাইন ব্যাংকিং বেড়েই চলেছে, আর সেই সঙ্গে সুযোগ নিচ্ছে প্রতারকরা। অনেক সময়ই একেবারে আসল মনে হওয়া লিঙ্ক বা বার্তায় ক্লিক করে মানুষ প্রতারণার শিকার হন। কোনটা বিরাট ঝুঁকি আর কোনটা আসল পরিষেবা—তা বোঝা কঠিন হয়ে উঠছে।
advertisement
advertisement
Beware of new scam pic.twitter.com/0swRw1gqnY
— ಸನಾತನ (@sanatan_kannada) November 20, 2025
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কাড়ছে, যেখানে ব্যাঙ্কিং ওয়েবসাইট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরা হয়েছে। ভিডিওটি ব্যাখ্যা করেছে কী ভাবে গ্রাহকরা আসল ব্যাঙ্ক পোর্টাল চিনে নেবেন এবং প্রতারণা এড়াবেন। পাশাপাশি আরবিআই-এর নতুন নিরাপত্তা উদ্যোগ সম্পর্কেও জানানো হয়েছে।
advertisement
ভিডিওটি শুরু হয় এই কথায়—“আরবিআই থেকে একটি নতুন আপডেট এসেছে, যেটা সবার জানা প্রয়োজন।” বক্তা এইচডিএফসি, এসবিআই, আইসিআইসিআই এবং কোটাক মহীন্দ্রার মতো ব্যাঙ্কের নাম উল্লেখ করে একটি বড় পরিবর্তনের কথা জানান।
তিনি বলেন, “আপনি যদি এই ব্যাঙ্কগুলোর গ্রাহক হন, তা হলে জেনে রাখুন—সব ব্যাঙ্ক ওয়েবসাইট এখন নতুন ডোমেনে চলে গিয়েছে: ‘.bank.in’। অর্থাৎ HDFC ব্যাংকের নতুন ওয়েবসাইট হবে HDFC.bank.in, আর একই নিয়ম लागू হবে ICICI, SBI, Kotak—সব ব্যাঙ্কের ক্ষেত্রেই।”
advertisement
তিনি আরও সতর্ক করেছেন—যে কোনও ওয়েবসাইটের শেষে .com, .in, .net, বা .bank.in ছাড়া অন্য কোনও ডোমেন থাকলে সেটি সন্দেহজনক। এমন লিঙ্কে ক্লিক করা বা তথ্য শেয়ার করা বিপজ্জনক হতে পারে।
ইমেল নিরাপত্তা
ভিডিওতে বলা হয়েছে, “আপনার কাছে আসা সব ব্যাঙ্কের ইমেল আসবে ওই একই ডোমেন থেকে—@yourbankname.bank.in।”
আগে HDFCsecure.com বা ICICIlogin.net-এর মতো নকল সাইট ব্যবহার করে বহু প্রতারণা হয়েছে। কিন্তু .bank.in ডোমেন শুধুমাত্র আরবিআই-নিবন্ধিত ব্যাঙ্কগুলিতে দেওয়া হয়, যার ফলে প্রতারণার সুযোগ অনেক কমে যায়।
advertisement
নতুন প্রতারণার সতর্কতা
বক্তা আরও বলেন, “আগামী এক-দু’দিনের মধ্যে অনেকেই SMS পাবেন—ব্যাঙ্ক ডিটেলস আপডেট করতে হবে, লিঙ্কে ক্লিক করুন। বুঝে নিন—এটা নিখাদ প্রতারণা।”
পোস্টের ক্যাপশনে লেখা ছিল—“নতুন স্ক্যাম থেকে সাবধান।”
দর্শকরা বলছেন—‘অবশ্যই দেখা উচিত’
ভিডিওটি বহু মানুষের দৃষ্টি কাড়ছে। কেউ লিখেছেন—“দারুণ তথ্য, সবার জানা উচিত।”
আরেকজন মন্তব্য করেছেন—“খুবই গুরুত্বপূর্ণ।”
advertisement
কারও মন্তব্য—“নোট করে রাখুন।”
আরেকজন লিখেছেন—“মাস্ট ওয়াচ পোস্ট।”
অনলাইন নিরাপত্তা বাড়াতে আরবিআই-এর উদ্যোগ
আরবিআই ব্যাংক, পেমেন্ট অপারেটর এবং সব আর্থিক প্রতিষ্ঠানের নেট ব্যাংকিং পোর্টালকে ৩১ অক্টোবর, ২০২৫-এর মধ্যে .bank.in ডোমেনে স্থানান্তর করতে নির্দেশ দিয়েছিল। ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর এখন প্রায় সব ব্যাংকই নিজেদের ওয়েবসাইট আপডেট করেছে।
পরিবর্তনটা হঠাৎ মনে হলেও, এটি আরবিআই-এর বৃহত্তর উদ্যোগের অংশ—গ্রাহকদের স্ক্যাম, ফিশিং এবং সাইবার প্রতারণা থেকে রক্ষা করার জন্য।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 21, 2025 1:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI Rule Alert: এবার থেকে সব ব্যাঙ্কের ওয়েবসাইট শেষ হবে ‘bank.in’ ডোমেনে! নতুন প্রতারণার ফাঁদ নিয়ে ভাইরাল ভিডিও, কী ভাবে টাকাপয়সা সুরক্ষিত রাখবেন জানুন

