RBI: টানা ২৫ বছর ৭.৬ শতাংশ জিডিপি রাখতে পারলেই উন্নত দেশ হবে ভারত, রিপোর্ট RBI-এর

Last Updated:

RBI: উন্নত দেশ হতে গেলে ভারতকে কী করতে হবে? আগামী ২৫ বছর একটানা দেশের প্রকৃত জিডিপি যাতে বার্ষিক ৭.৬ শতাংশ হারে বৃদ্ধি পায় সেদিকে নজর দিতে হবে।

ভারত উন্নয়নশীল দেশ। উন্নত দেশ নয়। এখন উন্নত দেশ হতে গেলে ভারতকে কী করতে হবে? আগামী ২৫ বছর একটানা দেশের প্রকৃত জিডিপি যাতে বার্ষিক ৭.৬ শতাংশ হারে বৃদ্ধি পায় সেদিকে নজর দিতে হবে। তবেই উন্নত অর্থনীতিতে পরিণত হওয়ার মতো পার ক্যাপিটাল ইনকাম বাড়বে। সোমবার মাসিক বুলেটিনে এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বর্তমানে ভারতের মাথাপিছু আয় আনুমানিক ২,৫০০ ডলার। বিশ্বব্যাঙ্কের মান অনুযায়ী, উচ্চ আয়ের দেশের বিভাগে নিজের নাম লেখাতে ২০৪৭ সালের মধ্যে মাথা পিছু আয় ২১,৬৬৪ ডলারের বেশি হতে হবে। প্রসঙ্গত, বিশ্ব ব্যাঙ্কের শ্রেণীবিভাগ অনুযায়ী, ২০২২-২৩ সালে মাথাপিছু ১৩,২০৫ মার্কিন ডলার বা তার বেশি আয়ের দেশকে উচ্চ আয়ের দেশ হিসেবে মান্যতা দেওয়া হয়েছে।
এরপরই প্রতিবেদনে বলা হয়, ‘এই লক্ষ্য অর্জনের জন্য ভারতের প্রয়োজন প্রকৃত জিডিপি-র বার্ষিক বৃদ্ধির হার ২০২৩-২৪ থেকে ২০৪৭-৪৮ পর্যন্ত টানা ৭.৬ শতাংশ হারে রেখে যাওয়া। এখানেই শেষ নয়, ২০৪৭ সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হতে চাইলে ভারতের মাথাপিছু জিডিপি ১০.৬ (৯.১) শতাংশ হারে সিএজিআর-এ রেকর্ড করতে হবে। এই কাজ অসম্ভব নয়। অতীতে টানা ২৫ বছর ভারতের মাথাপিছু জিডিপি ৮.১ শতাংশ ছিল, ১৯৯৩-৯৪ থেকে ২০১৭-১৮ পর্যন্ত। হ্যাঁ, এটা বলা যেতেই পারে, ৯.১ শতাংশ হারে মাথাপিছু জিডিপি অর্জন করতে হলে ভারতকে অবশ্যই পূর্ববর্তী রেকর্ড ছাপিয়ে যেতে হবে। শিল্পখাতকে শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক কাঠামোর ভারসাম্য বজায় এবং ব্যাপক হারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তৈরি করতে হবে বৃহত্তর শিল্পখাত। অর্থাৎ ভারত যেন ক্রমবর্ধমান জনসংখ্যার ক্রমবর্ধমান চাহিদা অভ্যন্তরীণভাবে মেটাতে সক্ষম হয়।
advertisement
advertisement
রফতানিতে ভারত তুলনামূলকভাবে ভাল জায়গায় রয়েছে। আগামী ২৫ বছর পণ্য ও পরিষেবা রফতানিতে ১৩.৩ শতাংশের বৃদ্ধি বজায় রাখতে পারলে জিডিপিতে তার অংশ ২২.৮ শতাংশ থেকে ২০৪৭-৪৮ সালের মধ্যে ৩০.৫ শতাংশ বৃদ্ধি পাবে। দেশকে ২৫ বছর টানা বৃদ্ধির পথে রাখতে উন্নয়ন কৌশল প্রয়োজন। যা কাঠামোগত পরিবর্তন সহ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করবে। বিশেষজ্ঞরা বলছেন, মাথাপিছু উচ্চ উপার্জনের পাশাপাশি সর্বাত্মক উন্নয়ন সাধনের জন্য প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারও জরুরি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI: টানা ২৫ বছর ৭.৬ শতাংশ জিডিপি রাখতে পারলেই উন্নত দেশ হবে ভারত, রিপোর্ট RBI-এর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement