খুব সাবধান! ক্রিপ্টো নিয়ে সতর্ক করে কী জানালেন RBI গর্ভনর

Last Updated:

 আরবিআই গভর্নর বলেছেন, কঠোর অর্থনৈতিক নিয়ম দেশের অর্থনৈতিক উন্নতিতে প্রভাব ফেলবে।

আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস
আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস
#নিউ দিল্লি: আরবিআই গভর্নর এক অনুষ্ঠানে জানিয়েছেন যে বিশ্বের বেশিরভাগ দেশ মারাত্মক অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে কিংবা পড়তে চলেছে। তবে ভারতের অর্থনৈতিক গতিবিধি ভাল অবস্থায় রয়েছে। নিউজ এজেন্সি ব্লুমবার্গের এক সমীক্ষায় ৭০ শতাংশ অর্থনীতিবিদ আমেরিকায় অর্থনৈতিক মন্দার কথা মেনে নিয়েছেন। তাঁরা বলছেন, ২০২৩ সালে অর্থনৈতিক মন্দা আসতে পারে।
তবে বিশ্বব্যাঙ্ক এবং অনেক বড় সংস্থা ভারতে অর্থনৈতিক মন্দার কথা প্রত্যাখ্যান করেছে। আরবিআই গভর্নর বলেছেন, কঠোর অর্থনৈতিক নিয়ম দেশের অর্থনৈতিক উন্নতিতে প্রভাব ফেলবে। আগামী দিনে আমানতের হার আরও বাড়তে পারে। ব্যাঙ্ক আমানতের হার ১.৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এর ফলে FD-র হার বাড়বে বলে আশা করা হচ্ছে।
ক্রিপ্টো প্রসঙ্গে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, ডিজিটাল মুদ্রা হবে ভবিষ্যতের মুদ্রা। সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি ডিজিটাল মুদ্রার প্রচার করবে। কিন্তু ক্রিপ্টো কারেন্সি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণও হয়ে উঠতে পারে। কারণ ক্রিপ্টো কারেন্সি সম্পূর্ণরূপে অনুমানের উপর ভিত্তি করে হয়। গত কয়েক মাসে অনেক এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছে। এই বছর অনেক ক্রিপ্টোকারেন্সি ৬০-৯০ শতাংশ কমেছে। মার্চে বিটকয়েন ৩০ হাজার ডলার ছাড়িয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত এটি ১৪ হাজার ডলারে নেমে এসেছে।
advertisement
advertisement
অর্থনৈতিক মন্দা যে কোনও দেশের জন্য একটি বড় সঙ্কট। বেশ কিছুদিন ধরেই দেশ ও বিশ্বে অর্থনৈতিক মন্দার কথা চলছে। যখনই কোনও দেশে অর্থনৈতিক মন্দা আঘাত হানে, তখনই সেই দেশের বাসিন্দাদের অনেক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়।
advertisement
জিডিপি হ্রাস, আয় কমে যাওয়া এবং মূল্যস্ফীতির মতো ঘটনা হতে পারে। এর পাশাপাশি মন্দার কারণে কোম্পানিগুলো খরচ কমায়। এমন পরিস্থিতিতে কর্মীদের ছাটাই শুরু করে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
খুব সাবধান! ক্রিপ্টো নিয়ে সতর্ক করে কী জানালেন RBI গর্ভনর
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement