আবারও করোনার উদ্বেগ, বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, কড়া পদক্ষেপের ভাবনা
- Published by:Satabdi Adhikary
Last Updated:
চিনে সাম্প্রতিক অতীতে হুহু করে বেড়েছে করোনা সংক্রমণ। মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। বেড পাওয়া যাচ্ছে না চিনের বহু হাসপাতালে। রোগী সামলাতে সামলাতে বিধ্বস্ত হয়ে পড়ছেন চিকিৎসকেরা।
#নয়াদিল্লি: স্বস্তির প্রহর বোধহয় শেষ। আবারও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে চলেছে মারণ করোনা ভাইরাস। চিনে করোনার বাড়বাড়ন্তে উদ্বেগ এসে পৌঁছেছে ভারতেও। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সব দিক মোকাবিলায় প্রস্তুত থাকতে চাইছে কেন্দ্রীয় সরকার। কী হবে পদক্ষেপ, কোন পথে প্রস্তুতি, তা পর্যালোচনা করতে শীর্ষকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
বৈঠক শেষের পরে মনসুখ ট্যুইট করেন, "কোভিড এখনও চলে যায়নি। বিশ্বের বেশ কিছু দেশে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েছে। সেই কারণে, পরিস্থিতি পর্যালোচনায় আধিকারিক এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করলাম। নজরদারি বাড়ানোর উপরে জোর দেওয়ার কথা বলেছি। যে কোনও পরিস্থিতি সামলাতে আমরা প্রস্তুত।"
আরও পড়ুন: করোনা বিধি না মানলে বন্ধ ভারত জোড়ো যাত্রা! রাহুল গান্ধিকে চিঠি স্বাস্থ্য় মন্ত্রী মাণ্ডব্য়র
advertisement
advertisement
চিনে সাম্প্রতিক অতীতে হুহু করে বেড়েছে করোনা সংক্রমণ। মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। বেড পাওয়া যাচ্ছে না চিনের বহু হাসপাতালে। রোগী সামলাতে সামলাতে বিধ্বস্ত হয়ে পড়ছেন চিকিৎসকেরা।
শুধু চিনই নয়, জানা গিয়েছে, জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিলেও আচমকাই করোনার বাড়বাড়ন্ত চোখে পড়েছে। বর্তমান পরিস্থিতির নিরিখে ভারতের সমস্ত রাজ্যকে ইতিমধ্যেই নির্দিষ্ট নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে কেন্দ্র।
advertisement
কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, করোনা আক্রান্তের সন্ধান পেলেই প্রথমে নমুনার জিন সিকোয়েন্সিং করতে হবে। পরীক্ষার জন্য পাঠাতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ‘ইনসাকগ’ সংস্থায়। জিনোম সিকোয়েন্সিংয়ের প্রক্রিয়া দ্রুতগামী করতে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, আগামী দিনে যদি করোনার নতুন কোনও রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে, তার মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত থাকতে চাইছে নরেন্দ্র মোদির সরকার।
advertisement
করোনা নিয়ে নতুন করে মাথাব্যথা শুরু হতেই 'ভারত জোড়ে যাত্রা' নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। চিঠির মাধ্যমে মিছিল চলাকালীন কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি, চিঠিতে তাঁর পরামর্শ করোনা বিধি মানা সম্ভব না হলে যাত্রা স্থগিত করে দেওয়া হয়। একই চিঠি গেছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কাছেও। চিঠির উত্তর দিয়েছে কংগ্রেস।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 2:36 PM IST