Ratan Tata: অসুস্থ রতন টাটা, ভর্তি করা হল হাসপাতালে, এখন কেমন আছেন তিনি ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Ratan Tata Hospitalised in Mumbai's Breach Candy Hospital: গতকাল, রবিবার রাতে হঠাৎই রক্তচাপ কমে যায় ৮৬ বছরের রতন টাটার। দ্রুত তাঁকে স্থানান্তর করা হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।
মুম্বই: হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন রতন টাটা ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গতকাল, রবিবার রাতে হঠাৎই রক্তচাপ কমে যায় ৮৬ বছরের রতন টাটার। দ্রুত তাঁকে স্থানান্তর করা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে রতন টাটার খবর নিয়েছেন। বর্ষিয়ান রতন টাটার শারীরিক অবস্থার প্রতি মুহুর্তের খোঁজ রাখছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। যদিও রতন টাটা নিজে জানিয়েছেন, তিনি ঠিক আছেন। মেডিক্যাল টেস্ট চলছে তাঁর।
Thank you for thinking of me 🤍 pic.twitter.com/MICi6zVH99
— Ratan N. Tata (@RNTata2000) October 7, 2024
advertisement
সোমবার সকালে জানা যায়, রতন টাটাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর। তিনি আইসিইউ-তে ভর্তি। এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। এর পর এক বিবৃতি জারি করে রতন টাটা জানান, তিনি বার্ধক্যজনিত কারণে শারীরিক সমস্যার পরীক্ষা করাতে হাসপাতালে এসেছেন। তিনি লিখেন ‘‘আমার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়েছে বলে জানতে পারলাম। উদ্বেগের কোনও কারণ নেই।’’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2024 1:03 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ratan Tata: অসুস্থ রতন টাটা, ভর্তি করা হল হাসপাতালে, এখন কেমন আছেন তিনি ?