Pumpkin: চালকুমড়োই বদলে দিতে পারে ভাগ্য! টাকা আসবে হু-হু করে! জানতে হবে এই নিয়ম
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Pumpkin: চালকুমড়ো চাষের আগে কয়েকটি নিয়ম আছে! জানা থাকলেই প্রচুর টাকা আয়!
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরে যেসমস্ত সবজি চাষ হয় তার মধ্যে অন্যতম হল চালকুমড়ো চাষ। উত্তর দিনাজপুরে বহু জাতের চালকুমড়ো পাওয়া যায়। কেউ উঠোনে মাচা তৈরি করে কেউবা আবার ছাদে কিংবা টবে ও এই চাল কুমড়া চাষ করে থাকে।। কিন্তু অনেকেই সঠিক চাষ পদ্ধতি না জানার কারণে ভাল উৎপাদন পায় না বা গাছ সতেজ হয় না।কৃষিবিদ তপনেন্দু চক্রবর্তী জানান চালকুমড়ো চাষ করতে গেলে সর্বপ্রথম ভাল মাটি নির্বাচন করা উচিত। দোআঁশ মাটি এই চালকুমড়ো চাষের জন্য সবথেকে উপযোগী। প্রথমেই কোনও নার্সারি থেকে চালকুমড়োর বীজ কিনে এনে সেই বীজ গুলোকে ১২ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।
এরপর একটি বীজতলা তৈরি করতে হবে। দোআঁশ মাটি, শুকনো গোবর ও অল্প পরিমাণ ছাই মিশিয়ে বীজতলা টি তৈরি করে নিন। এবার ভেজানো বীজগুলোকে নতুন তৈরি করা বীজ তলায় বসিয়ে একটি সুতি কাপড় দিয়ে ঢেকে দিন।প্রায় ৩-৪ দিনের মধ্যেই বীজ গুলো অঙ্কুরিত হবে। এর পর ১০ থেকে ১৫ দিনের মধ্যে ছোট চারাগুলো রোপণের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে। আপনি আপনার পছন্দ মতো চালকুমড়োর চারা গাছ গুলো বাড়ির যেকোন জায়গাতে লাগাতে পারেন।
advertisement
advertisement
কৃষিবিদ তপননেন্দু চক্রবর্তী জানান জৈব সার হিসেবে গোবর সার, ভার্মি কম্পোস্ট, কিংবা পাতা পচা সার অথবা পচা কলা পাতা এগুলো এ গাছ গুলোতে মাঝে মাঝে সার হিসেবে দিতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে খুব বেশি রোদ কিংবা বৃষ্টি কোনটাই এই চালকুমড়ো চাষের জন্য উপযোগী নয় । এই সামান্য কিছু পদ্ধতি মেনে চললেই চালকুমড়ো চাষ করেই ভাল অর্থ উপার্জনের সম্ভব।
advertisement
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 10:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pumpkin: চালকুমড়োই বদলে দিতে পারে ভাগ্য! টাকা আসবে হু-হু করে! জানতে হবে এই নিয়ম