Farming: টুকটুকে লাল ফলেই বিপুল লাভ! চাষ করে মালামাল হচ্ছেন এই জেলার কৃষক
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
চিরাচরিত ফসল বাদ দিয়ে গ্রামেগঞ্জে বহু কৃষক পাহাড়ি এই স্টবেরি চাষে আগ্রহী হচ্ছেন।
উত্তর দিনাজপুর: একটা সময় স্ট্রবেরি শুধুমাত্র পাহাড়ি এলাকায় বা ঠান্ডা অঞ্চলে চাষ করা হত। তবে শুধু পাহাড়ি অঞ্চলেই নয়, বর্তমানে সমতলেও চাষ হচ্ছে স্ট্রবেরির। চিরাচরিত ফসল বাদ দিয়ে গ্রামেগঞ্জে বহু কৃষক পাহাড়ি এই স্টবেরি চাষে আগ্রহী হচ্ছেন।
উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ,হরিয়ানার পাশাপাশি বর্তমানে উত্তর দিনাজপুর জেলার গ্রামেগঞ্জে স্ট্রবেরি চাষ শুরু হয়েছে।স্ট্রবেরি চাষের জন্য বিখ্যাত উত্তর ভারতের হিমাচল প্রদেশ। পাহাড়ি এলাকায় জন্মানো মিষ্টি লাল স্ট্রবেরির যেন স্বাদই যেন আলাদা।
এবার হিমাচল প্রদেশ থেকে স্ট্রবেরির চারা এনে পরীক্ষামূলকভাবে সেই স্টবেরি চাষ শুরু করেছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মনোহরপুরের কৃষকঅবেন দেবশর্মা। এ বছর হিমাচল প্রদেশ থেকে স্ট্রবেরির চারা এনে সেই স্ট্রবেরি চাষ শুরু করেছেন।
advertisement
advertisement
জানা যায়, হিমাচল প্রদেশের এই স্ট্রবেরি অন্যান্য স্ট্রবেরির তুলনায় সুস্বাদু মিষ্টি এবং দীর্ঘস্থায়ী। কৃষক অবেন দেবশর্মা জানান ,গত বছর তিনি যে জাতের স্ট্রবেরি চাষ করেছিলেন সেই জাতের স্ট্রবেরি ভাল ছিল না একটুতেই পচে যেত। তাই এবারে তিনি হিমাচল প্রদেশের থেকে নিয়ে আসা বিশেষ এই জাতের স্ট্রবেরি চাষ শুরু করছেন।
advertisement
এই স্ট্রবেরি মার্কেটিং এর দিক থেকে ভীষণ ভাল। সহজেই এটা গলে না ও খেতেও ভারি মিষ্টি। তাই হিমাচল প্রদেশ থেকে ২০ টাকা পিস হিসেবে ৪০ থেকে ৫০ টি স্টবেরির চারা তিনি কিনে এনেছেন। এই স্ট্রবেরি তিনি আশ্বিনের শেষে লাগিয়েছেন। বর্তমানে ভাল ফলন হয়েছে এই স্ট্রবেরির। জানা যায় এই হিমাচল প্রদেশ থেকে আনা এই স্টবেরির একটি গাছ থেকে গড়ে ৬০০ গ্রাম স্ট্রবেরি পাওয়া যায়। যা অন্যান্য জাতের তুলনায় অনেকটাই লাভজনক। স্ট্রবেরি রোপণের দেড় মাস পর স্ট্রবেরি ফল ধরতে শুরু করে এবং এই প্রক্রিয়া চার মাস চলতে থাকে।
advertisement
এই জাতের স্ট্রবেরি সাধারণত সেপ্টেম্বর এবং অক্টোবরে চাষ করা হলেও শীতল জায়গায় কিংবা পলি হাউস করে বছরের প্রায় যে কোন সময় এটি চাষ করা যেতে পারে। গাছে ফুল আসার সময় এই স্ট্রবেরি গেছে মালচিং করতে হবে। ৫০ মাইক্রন মোটা কালো রঙের পলিথিন দিয়ে মালচিং করতে হবে।এটি আগাছা নিয়ন্ত্রণ করে এবং ফল পচা প্রতিরোধ করে। এভাবেই আপনিও হিমাচল প্রদেশের এই স্ট্রবেরি আপনার বাড়ির আশেপাশের যে কোন জায়গায় চাষ করতে পারেন।
advertisement
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 8:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Farming: টুকটুকে লাল ফলেই বিপুল লাভ! চাষ করে মালামাল হচ্ছেন এই জেলার কৃষক