এক শহরে বসে অর্ডার দিন আর এক শহরের খাবার! কত সময় লাগবে, Zomato কীভাবে পরিষেবা দেবে, জানুন

Last Updated:

Zomato Inter City Delivery : অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato এখন এক শহর থেকে অন্য শহরে খাবার পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

দুই শহরের মধ্যে খাবারের লেনদেন কি দুঃসাহসিক উচ্চাকাঙ্ক্ষা?
দুই শহরের মধ্যে খাবারের লেনদেন কি দুঃসাহসিক উচ্চাকাঙ্ক্ষা?
শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চাইলেও অনেক সময়ে খাবার পৌঁছে দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে দুই শহরের মধ্যে খাবারের লেনদেন কি দুঃসাহসিক উচ্চাকাঙ্ক্ষা? না কি একে ব্যবসা সম্প্রসারণের দুর্ধর্ষ পরিকল্পনা হিসাবেই আখ্যা দিতে হবে? ভবিষ্যত যা-ই হোক, অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato এখন এক শহর থেকে অন্য শহরে খাবার পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। লেজেন্ডস (Legends) নামে ইন্টার-সিটি পাইলট প্রজেক্ট শুরু করছে এই ফুড ডেলিভারি কোম্পানি। এখন দিল্লি এনসিআর-এর নির্বাচিত এলাকার মানুষরাও কলকাতা, লখনউ এবং হায়দরাবাদ সহ আরও কিছু শহরের রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারবেন।
সম্প্রতি ফুড ডেলিভারি সংস্থা একটি বিবৃতিতে বলেছে যে, একবার রেস্তোরাঁয় তাজা খাবার তৈরি করার পরে এটি পুনরায় ব্যবহারযোগ্য এবং টেম্পার-প্রুফ পাত্রে প্যাক করা হবে যাতে বিমান পরিবহনের সময় খাবারের গুণমান নষ্ট না হয়। সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, খাবার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে অত্যাধুনিক মোবাইল রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যা কোনও প্রিজারভেটিভ ছাড়াই খাবার সংরক্ষণে সাহায্য করে।
advertisement
কোম্পানি এক বিবৃতিতে বলেছে যে, তারা আগামী দিনে অন্যান্য শহরেও এই পরিষেবা দিতে শুরু করবে। ১০০টিরও বেশি বিমানবন্দর এবং সবচেয়ে কিংবদন্তী খাবারগুলো নিয়ে ইন্টারসিটি পাইলট পরিষেবার মাধ্যমে তারা এমন সাহসী পদক্ষেপ নিতে চলেছে। তবে লক্ষ্যণীয় যে গুরুগ্রামে এই সংস্থা মাত্র ১০ মিনিটে খাবার সরবরাহের পরিষেবা শুরু করেছিল। কিন্তু এখনও পর্যন্ত অন্য কোনও শহরে এই পরিষেবা চালু করা সম্ভব হয়নি তাদের পক্ষে।
advertisement
advertisement
আরও পড়ুন :  ৩ হাজার ৪২৫ বালুকা-লাড্ডু ও ফুল দিয়ে পুরীর সৈকতে গজানন, গণেশ চতুর্থীতে বালুকাশিল্পীর সুদর্শন পট্টনায়কের সৃষ্টি-শ্রদ্ধার্ঘ্য
গ্রসারি অ্যাপ ব্লিনকিট (Blinkit) অধিগ্রহণের পরে Zomato প্রতিদিনের রান্নার নানা উপকরণ ও অন্যান্য দ্রব্যেরও পরিষেবা প্রদান শুরু করেছে। দিল্লি-এনসিআর-এর বাসিন্দারাও আপার ফুড ডেলিভারি অ্যাপে গ্রসারি আইটেমের অর্ডার করতে সক্ষম হবেন। বর্তমানে এটিও একটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন : প্রেমিক বা প্রেমিকার বাবা মায়ের সঙ্গে প্রথম বার আলাপের আগে নার্ভাসনেস কাটাতে রইল জরুরি টিপস
প্রসঙ্গত, কোম্পানি অগাস্ট ২০২২-২৩ আর্থিক বছরের প্রথম দিকের নানা আর্থিক তথ্য প্রকাশ করেছিল। যদিও আগে এই প্রজেক্টে কোম্পানি প্রায় ৮০ কোটি টাকা লোকসান করেছিল, কিন্তু শেয়ার সম্পর্কে কথা বলতে গিয়ে কোম্পানি জানায় তারা ইস্যু মূল্যের প্রায় ২০ শতাংশ কমে লেনদেন করছে। মঙ্গলবারও কোম্পানির শেয়ার নিফটি-তে ২.১১ শতাংশ কমে ৫৭.৯৫ টাকায় শেষ হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এক শহরে বসে অর্ডার দিন আর এক শহরের খাবার! কত সময় লাগবে, Zomato কীভাবে পরিষেবা দেবে, জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement