প্রেমিক বা প্রেমিকার বাবা মায়ের সঙ্গে প্রথম বার আলাপের আগে নার্ভাসনেস কাটাতে রইল জরুরি টিপস

Last Updated:
First Impression : ‘ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন’-এই কথাটা এই আলাপপর্বে মনে রাখবেন ৷ কিছু টিপস মেনে চলুন যাতে আপনার আচরণে মুগ্ধ হন ওই প্রবীণ দম্পতি ৷
1/8
হবু জীবনসঙ্গীর বাবা মায়ের সঙ্গে প্রথম বার আলাপ করার পর্ব যে কোনও কারওর কাছেই কমবেশি রোমাঞ্চকর ৷ সকলেই একটু না একটু নার্ভাস থাকেন ৷ ‘ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন’-এই কথাটা এই আলাপপর্বে মনে রাখবেন ৷ কিছু টিপস মেনে চলুন যাতে আপনার আচরণে মুগ্ধ হন ওই প্রবীণ দম্পতি ৷
হবু জীবনসঙ্গীর বাবা মায়ের সঙ্গে প্রথম বার আলাপ করার পর্ব যে কোনও কারওর কাছেই কমবেশি রোমাঞ্চকর ৷ সকলেই একটু না একটু নার্ভাস থাকেন ৷ ‘ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন’-এই কথাটা এই আলাপপর্বে মনে রাখবেন ৷ কিছু টিপস মেনে চলুন যাতে আপনার আচরণে মুগ্ধ হন ওই প্রবীণ দম্পতি ৷
advertisement
2/8
মনে রাখবেন তাঁদের কাছে আপনি আপনার পরিবারের প্রতিনিধি ৷ আপনাকে দেখে তাঁরা ধারণা করবেন আপনার পরিবার ও শিকড় সম্বন্ধেও ৷ তাই আচরণ সংযত হওয়াই বাঞ্ছনীয় ৷
মনে রাখবেন তাঁদের কাছে আপনি আপনার পরিবারের প্রতিনিধি ৷ আপনাকে দেখে তাঁরা ধারণা করবেন আপনার পরিবার ও শিকড় সম্বন্ধেও ৷ তাই আচরণ সংযত হওয়াই বাঞ্ছনীয় ৷
advertisement
3/8
তাঁদের বাড়িতে বা কোনও রেস্তরাঁয়-যেখানেই প্রথম আলাপের কথা হোক না কেন, নির্ধারিত সময়ের মধ্যেই আপনি পৌঁছবেন ৷ দেরি করবেন না৷ আপনার জন্য যেন তাঁদের দীর্ঘ অপেক্ষা করতে না হয় ৷
তাঁদের বাড়িতে বা কোনও রেস্তরাঁয়-যেখানেই প্রথম আলাপের কথা হোক না কেন, নির্ধারিত সময়ের মধ্যেই আপনি পৌঁছবেন ৷ দেরি করবেন না৷ আপনার জন্য যেন তাঁদের দীর্ঘ অপেক্ষা করতে না হয় ৷
advertisement
4/8
চেষ্টা করুন প্রথম থেকেই সহজ ভাবে কথা বলতে ৷ আড়ষ্ট হয়ে থাকলে কিন্তু ওঁরাও আপনার সামনে সহজ হতে পারবেন না৷ আপনার প্রেমিক বা প্রেমিকা সেখানে না থাকলেও কথা থামাবেন না ৷ কথা চালিয়ে যান ৷
চেষ্টা করুন প্রথম থেকেই সহজ ভাবে কথা বলতে ৷ আড়ষ্ট হয়ে থাকলে কিন্তু ওঁরাও আপনার সামনে সহজ হতে পারবেন না৷ আপনার প্রেমিক বা প্রেমিকা সেখানে না থাকলেও কথা থামাবেন না ৷ কথা চালিয়ে যান ৷
advertisement
5/8
প্রেমের সম্পর্কে বিবাদ বা ঝগড়া থাকতেই পারে ৷ কিন্তু কখনওই সে সব হবু জীবনসঙ্গীর বাবা মায়ের সামনে নিজেদের ঝগড়া, মতানৈক্য প্রকাশ করবেন না৷ এতে কিন্তু তাঁরা ধরে নেবেন আপনাদের মধ্যে কোনও বন্ধন তৈরি হয়নি ৷
প্রেমের সম্পর্কে বিবাদ বা ঝগড়া থাকতেই পারে ৷ কিন্তু কখনওই সে সব হবু জীবনসঙ্গীর বাবা মায়ের সামনে নিজেদের ঝগড়া, মতানৈক্য প্রকাশ করবেন না৷ এতে কিন্তু তাঁরা ধরে নেবেন আপনাদের মধ্যে কোনও বন্ধন তৈরি হয়নি ৷
advertisement
6/8
চেষ্টা করুন পুরো আলাপপর্বে ফোন থেকে নিজেকে দূরে রাখতে ৷ সম্পূর্ণ মনোযোগ তাঁদের দিকেই দিন ৷ তা ছাড়া তাঁদের সামনে হবু জীবনসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন না৷ তাঁদের সামনে ভালবাসার আচরণ প্রকাশ না করাই শ্রেয় ৷
চেষ্টা করুন পুরো আলাপপর্বে ফোন থেকে নিজেকে দূরে রাখতে ৷ সম্পূর্ণ মনোযোগ তাঁদের দিকেই দিন ৷ তা ছাড়া তাঁদের সামনে হবু জীবনসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন না৷ তাঁদের সামনে ভালবাসার আচরণ প্রকাশ না করাই শ্রেয় ৷
advertisement
7/8
প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে তাঁর পরিবার নিয়ে অনেক কথাই জেনে থাকতে পারেন ৷ কিন্তু আপনি যে তাঁদের সম্বন্ধে অনেক কিছু জানেন, সে কথা প্রকাশ করবেন না ৷ কিছুটা অজ্ঞাতভাব থাকা ভাল ৷
প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে তাঁর পরিবার নিয়ে অনেক কথাই জেনে থাকতে পারেন ৷ কিন্তু আপনি যে তাঁদের সম্বন্ধে অনেক কিছু জানেন, সে কথা প্রকাশ করবেন না ৷ কিছুটা অজ্ঞাতভাব থাকা ভাল ৷
advertisement
8/8
আচরণে সৌজন্য প্রকাশ করুন ৷ কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না ৷ বাড়তি কঠোরতা বা অতিরিক্ত বিগলিত ভাব কোনওটাই দেখাবেন না ৷
আচরণে সৌজন্য প্রকাশ করুন ৷ কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না ৷ বাড়তি কঠোরতা বা অতিরিক্ত বিগলিত ভাব কোনওটাই দেখাবেন না ৷
advertisement
advertisement
advertisement