2000 Rupees Note: বন্ধ হয়ে গেল ২০০০ টাকার নোট ছাপা? তাহলে কী আর মিলবে না এই নোট ....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
2000 Rupees Note: তাহলে কী ২০০০ টাকার নোট ব্যবহার বন্ধ করতে চলেছে আরবিআই ?
#নয়াদিল্লি: দিনটা ছিল ৮ নভেম্বর ২০১৬ ৷ নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নোট বাতিলের জেরে দেশের মধ্যে পুরনো ৫০০ ও ১০০০ টাকা বাতিল করে দেওয়া হয় ৷ কালো টাকা ধরার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয় ৷ বাজারে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ৷ কিন্তু বর্তমানে ২০০০ টাকার নোট বাজারে প্রায় চলছে না ৷ ব্যাঙ্কের কাউন্টার হোক বা এটিএম, ২ হাজার টাকার গোলাপি নোট প্রায় বিরল হয়ে গিয়েছে ৷ এটিএম থেকে এখন প্রায় ২০০০ টাকা প্রায় পাওয়া যায় না ৷ এমনকি বাজারেও আজকাল ২০০০ টাকার নোট প্রায় ব্যবহার হয় না ৷ বর্তমানে এটিএম থেকে বেশিরভাগ ৫০০ টাকার নোট পাওয়া যায়৷ ফলে প্রশ্ন উঠছে ২০০০ টাকার নোট কোথায় গেল ? তাহলে কী ২০০০ টাকার নোট ব্যবহার বন্ধ করতে চলেছে আরবিআই ?
আরবিআই-এর রিপোর্ট অনুযায়ী, ২০০০ টাকার নোট সবচেয়ে বেশি ২০১৭-১৮ সালে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ৷ এই সময় বাজারে প্রায় ৩৩,৬৩০ লক্ষ নোট বাজারে ছিল যার মোট মূল্য ৬.৭২ কোটি টাকা ৷ এখন সেই সংখ্যা অনেকটা কমে গিয়েছে ৷
advertisement
advertisement
২০০০ টাকার নোট কোথায় গেল ?
গত বছর কেন্দ্র সরকার লোকসভায় জানিয়েছিল ২০১৯-২০ সালে ২০০০ টাকার একটি নোটও ছাপা হয়নি ৷ এপ্রিল ২০১৯-এর পর কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০০০ টাকার একটিও নোট ছাপেনি ৷ এই বিষয়ে ব্যাঙ্ক আধিকারিকরা কিছু জানাতে রাজি নয় ৷ তবে মনে করা হচ্ছে কালো টাকা রুখতে রিজার্ভ ব্যাঙ্ক ধীরে ধীরে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নিতে চলেছে ৷
advertisement
নোট বাতিলের পর কত ২০০০ টাকার নোট বাজারে ছিল ?
আরবিআই-এর রিপোর্ট অনুযায়ী, এই সময় ৫০০ টাকার নোট ২০০০ টাকার নোটের জায়গা নিতে চলেছে ৷ সার্কুলেশন কারেন্সির মধ্যে সবচেয়ে বেশি অংশীদারিত্ব রয়েছে ৫০০ টাকার ৷ এর পর অংশীদারিত্বর দিক থেকে রয়েছে ১০ টাকার নোট ৷ আরবিআই-এর তরফে জানানো হয়েছে, আর্থিক বছর ২০২০-২১ এর পর ২০০০ টাকার কোনও নোট ছাপা হয়নি ৷
advertisement
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বড় অঙ্কের টাকার নোট ছাপার খরচা অনেক বেশি ৷ ফলে কম সংখ্যক ২০০০ টাকার নোট ছাপা হচ্ছে ৷ যে দ্রুত গতিতে বাজারে এসেছিল ২০০০ টাকার নোট সেই গতিতেই বাজার থেকে প্রায় উধাও এই গোলাপি নোট ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2022 5:02 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
2000 Rupees Note: বন্ধ হয়ে গেল ২০০০ টাকার নোট ছাপা? তাহলে কী আর মিলবে না এই নোট ....