2000 Rupees Note: বন্ধ হয়ে গেল ২০০০ টাকার নোট ছাপা? তাহলে কী আর মিলবে না এই নোট ....

Last Updated:

2000 Rupees Note: তাহলে কী ২০০০ টাকার নোট ব্যবহার বন্ধ করতে চলেছে আরবিআই ?

#নয়াদিল্লি: দিনটা ছিল ৮ নভেম্বর ২০১৬ ৷ নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নোট বাতিলের জেরে দেশের মধ্যে পুরনো ৫০০ ও ১০০০ টাকা বাতিল করে দেওয়া হয় ৷ কালো টাকা ধরার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয় ৷ বাজারে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ৷ কিন্তু বর্তমানে ২০০০ টাকার নোট বাজারে প্রায় চলছে না ৷ ব্যাঙ্কের কাউন্টার হোক বা এটিএম, ২ হাজার টাকার গোলাপি নোট প্রায় বিরল হয়ে গিয়েছে ৷ এটিএম থেকে এখন প্রায় ২০০০ টাকা প্রায় পাওয়া যায় না ৷ এমনকি বাজারেও আজকাল ২০০০ টাকার নোট প্রায় ব্যবহার হয় না ৷ বর্তমানে এটিএম থেকে বেশিরভাগ ৫০০ টাকার নোট পাওয়া যায়৷ ফলে প্রশ্ন উঠছে ২০০০ টাকার নোট কোথায় গেল ? তাহলে কী ২০০০ টাকার নোট ব্যবহার বন্ধ করতে চলেছে আরবিআই ?
আরবিআই-এর রিপোর্ট অনুযায়ী, ২০০০ টাকার নোট সবচেয়ে বেশি ২০১৭-১৮ সালে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ৷ এই সময় বাজারে প্রায় ৩৩,৬৩০ লক্ষ নোট বাজারে ছিল যার মোট মূল্য ৬.৭২ কোটি টাকা ৷ এখন সেই সংখ্যা অনেকটা কমে গিয়েছে ৷
advertisement
advertisement
২০০০ টাকার নোট কোথায় গেল ?
গত বছর কেন্দ্র সরকার লোকসভায় জানিয়েছিল ২০১৯-২০ সালে ২০০০ টাকার একটি নোটও ছাপা হয়নি ৷ এপ্রিল ২০১৯-এর পর কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০০০ টাকার একটিও নোট ছাপেনি ৷ এই বিষয়ে ব্যাঙ্ক আধিকারিকরা কিছু জানাতে রাজি নয় ৷ তবে মনে করা হচ্ছে কালো টাকা রুখতে রিজার্ভ ব্যাঙ্ক ধীরে ধীরে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নিতে চলেছে ৷
advertisement
নোট বাতিলের পর কত ২০০০ টাকার নোট বাজারে ছিল ?
আরবিআই-এর রিপোর্ট অনুযায়ী, এই সময় ৫০০ টাকার নোট ২০০০ টাকার নোটের জায়গা নিতে চলেছে ৷ সার্কুলেশন কারেন্সির মধ্যে সবচেয়ে বেশি অংশীদারিত্ব রয়েছে ৫০০ টাকার ৷ এর পর অংশীদারিত্বর দিক থেকে রয়েছে ১০ টাকার নোট ৷ আরবিআই-এর তরফে জানানো হয়েছে, আর্থিক বছর ২০২০-২১ এর পর ২০০০ টাকার কোনও নোট ছাপা হয়নি ৷
advertisement
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বড় অঙ্কের টাকার নোট ছাপার খরচা অনেক বেশি ৷ ফলে কম সংখ্যক ২০০০ টাকার নোট ছাপা হচ্ছে ৷ যে দ্রুত গতিতে বাজারে এসেছিল ২০০০ টাকার নোট সেই গতিতেই বাজার থেকে প্রায় উধাও এই গোলাপি নোট ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
2000 Rupees Note: বন্ধ হয়ে গেল ২০০০ টাকার নোট ছাপা? তাহলে কী আর মিলবে না এই নোট ....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement