মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এদিন সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৪০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০,৯৪৭ টাকা হয়ে গিয়েছে ৷ এদিন বাজার খোলার সময় সোনার দাম ছিল ৫০,৯৪০ টাকা ছিল, কিন্তু চাহিদা বাড়ার জেরে সোনার দাম ০.০৮ শতাংশ বেড়ে গিয়েছে ৷ এর আগে সোনার দাম ৫০ হাজার টাকার নীচে চলে এসেছিল ৷ তবে গ্লোবাল মার্কেটে চাহিদা বাড়ার সঙ্গে ফের দাম বাড়তে শুরু করেছে সোনালি ধাতুর ৷
দাম বেড়েছে রুপোরও-
সোনার এদিন বাড়লেও, দাম কমেছে রুপোর ৷ এদিন সকালে এমসিএক্সে রুপোর দাম ১৫৪ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৬১,১৪৪ টাকা হয়েছে ৷ বাজার খোলার সময় রুপোর দাম ছিল প্রতি কিলোতে ৬১,৩৪৯ টাকা যা ০.২৫ শতাংশ কমে ৬১ হাজারের কাছাকাছি চলে এসেছে৷ চলতি মাসের শুরুতে ৭০ হাজার টাকার আসপাশে পৌঁছে গিয়েছে রুপো ৷
বিশ্ব বাজারের অবস্থা -
গ্লোবাল মার্কেটে এদিন সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ আমেরিকার বুলিয়ান মার্কেটে এদিন সকালে সোনার বর্তমান দাম ০.১৪ শতাংশ কমে ১৮৫১.২৬ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ রুপোর বর্তমান দাম ০.২০ শতাংশ কমে প্রতি আউন্সে ২১.৭১ ডলার হয়েছে ৷ গত মাসে গ্লোবাল মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ২০০০ ডলার ছিল এবং রুপো ছিল প্রতি আউন্সে ২৭ ডলার ৷