গাড়ি কেনার ইচ্ছে থাকলে আপনার জন্য বড় ধাক্কা, ১ লক্ষ টাকা বাড়ল জনপ্রিয় এই SUV-র দাম!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এই এডিশনের বুকিং ইতিমধ্যেই ডিলারশিপ ও ওয়েবসাইটে শুরু করা হয়েছে ৷
#কলকাতা: সম্প্রতি জিপ ইন্ডিয়া কম্পাস SUV-র দাম বৃদ্ধি করেছে ৷ প্রিমিয়াম এই মিড সাইজ স্পোর্ট ইউটিলিটি ভেহিকেলের সমস্ত ভেরিয়েন্টের দাম ৯০,০০০ টাকা বাড়ানো হয়েছে ৷ দাম বৃদ্ধির পর ২০২২ জিপ কম্পাসের পেট্রোল ভেরিয়েন্টের দাম ১৯.২৯ লক্ষ টাকা হয়েছে ৷ অন্যদিকে, ডিজেল ভেরিয়েন্টের দাম ২০.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ৷
দাম বৃদ্ধি করা হলেও গাড়ির মধ্যে কোনও বদল করা হয়নি ৷ জিপ কম্পাসকে দেশের বাজারে দুটি ইঞ্জিনের অপশনের সঙ্গে পেশ করা হয়েছে ৷
advertisement
৪X৪ ড্রাইভের সঙ্গে আসে এসইউভি
এই SUV- মডেলে 2.0 লিটারে মাল্টি জেট ডিজেল ইঞ্জিন রয়েছে ৷ ইঞ্জিন ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও ৯ স্পিড টার্ক কনভার্টর এটি-র সঙ্গে আসে ৷ এখানে ১.৪ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনও রয়েছে যা 160 bhp ও 250 Nm পিক টার্ক দিয়ে থাকে ৷ ৬ স্পিড MT ও ৭ স্পিড DCT এর সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ কম্পাস 4X2 এবং 4X4 ড্রাইভট্রেনের সঙ্গে পাওয়া যাবে ৷
advertisement
জিপ লঞ্চ করেছে স্পেশ্যাল ডিভিশন
জিপ ইন্ডিয়া সম্প্রতি কম্পাস পঞ্চম অ্যানিভার্সারি স্পেশ্যাল ভেরিয়েন্ট লঞ্চ করেছিল ৷ স্পেশ্যাল অ্যানিভার্সারি এডিশন স্পোর্টস এক্সক্লুসিভ ফিচার্সকে স্ট্যান্ডার্ড মডেল থেকে আলাদা দেখানোর জন্য ডিফারেন্ট উইলস ও গ্রিল অ্যাক্সেন্টে বদল করা হয়েছে ৷ এই এডিশনের বুকিং ইতিমধ্যেই ডিলারশিপ ও ওয়েবসাইটে শুরু করা হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2022 3:03 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গাড়ি কেনার ইচ্ছে থাকলে আপনার জন্য বড় ধাক্কা, ১ লক্ষ টাকা বাড়ল জনপ্রিয় এই SUV-র দাম!