গাড়ি কেনার ইচ্ছে থাকলে আপনার জন্য বড় ধাক্কা, ১ লক্ষ টাকা বাড়ল জনপ্রিয় এই SUV-র দাম!

Last Updated:

এই এডিশনের বুকিং ইতিমধ্যেই ডিলারশিপ ও ওয়েবসাইটে শুরু করা হয়েছে ৷

#কলকাতা: সম্প্রতি জিপ ইন্ডিয়া কম্পাস SUV-র দাম বৃদ্ধি করেছে ৷ প্রিমিয়াম এই মিড সাইজ স্পোর্ট ইউটিলিটি ভেহিকেলের সমস্ত ভেরিয়েন্টের দাম ৯০,০০০ টাকা বাড়ানো হয়েছে ৷ দাম বৃদ্ধির পর ২০২২ জিপ কম্পাসের পেট্রোল ভেরিয়েন্টের দাম ১৯.২৯ লক্ষ টাকা হয়েছে ৷ অন্যদিকে, ডিজেল ভেরিয়েন্টের দাম ২০.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ৷
দাম বৃদ্ধি করা হলেও গাড়ির মধ্যে কোনও বদল করা হয়নি ৷ জিপ কম্পাসকে দেশের বাজারে দুটি ইঞ্জিনের অপশনের সঙ্গে পেশ করা হয়েছে ৷
advertisement
৪X৪ ড্রাইভের সঙ্গে আসে এসইউভি
এই SUV- মডেলে 2.0 লিটারে মাল্টি জেট ডিজেল ইঞ্জিন রয়েছে ৷ ইঞ্জিন ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও ৯ স্পিড টার্ক কনভার্টর এটি-র সঙ্গে আসে ৷ এখানে ১.৪ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনও রয়েছে যা 160 bhp ও 250 Nm পিক টার্ক দিয়ে থাকে ৷ ৬ স্পিড MT ও ৭ স্পিড DCT এর সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ কম্পাস 4X2 এবং 4X4 ড্রাইভট্রেনের সঙ্গে পাওয়া যাবে ৷
advertisement
জিপ লঞ্চ করেছে স্পেশ্যাল ডিভিশন
জিপ ইন্ডিয়া সম্প্রতি কম্পাস পঞ্চম অ্যানিভার্সারি স্পেশ্যাল ভেরিয়েন্ট লঞ্চ করেছিল ৷ স্পেশ্যাল অ্যানিভার্সারি এডিশন স্পোর্টস এক্সক্লুসিভ ফিচার্সকে স্ট্যান্ডার্ড মডেল থেকে আলাদা দেখানোর জন্য ডিফারেন্ট উইলস ও গ্রিল অ্যাক্সেন্টে বদল করা হয়েছে ৷ এই এডিশনের বুকিং ইতিমধ্যেই ডিলারশিপ ও ওয়েবসাইটে শুরু করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গাড়ি কেনার ইচ্ছে থাকলে আপনার জন্য বড় ধাক্কা, ১ লক্ষ টাকা বাড়ল জনপ্রিয় এই SUV-র দাম!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement