বাজারে ব্যাপক চাহিদা! মাত্র এক দিনেই ১০ হাজারেরও বেশি বুকিং হয়েছে এই কোম্পানির ইলেকট্রিক স্কুটার!

Last Updated:

OLA সম্প্রতি তাদের নতুন দুটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে বাজারে। OLA-র এই নতুন দুটি ইলেকট্রিক স্কুটার হল OLA S1 এবং OLA S1 Pro।

#কলকাতা : সম্প্রতি একটি বড়সড় রেকর্ড সৃষ্টি করেছে ওলা (OLA)-র নতুন স্কুটার OLA S1। OLA কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন যে, তাদের লঞ্চ করা নতুন ইলেকট্রিক স্কুটার OLA S1-এর প্রায় ১০,০০০ বুকিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে।
OLA সম্প্রতি তাদের নতুন দুটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে বাজারে। OLA-র এই নতুন দুটি ইলেকট্রিক স্কুটার হল OLA S1 এবং OLA S1 Pro। আসলে OLA ইলেকট্রিক-এর তরফে অনেক দিন আগেই ঘোষণা করা হয়েছিল যে, তারা নতুন ইলেকট্রিক স্কুটারের উপর কাজ শুরু করে দিয়েছে, যা ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে।
advertisement
advertisement
OLA S1 এবং OLA S1 Pro ইলেকট্রিক স্কুটার দেখতে অনেকটাই এক রকম। এই দুটি ইলেকট্রিক স্কুটারেই রয়েছে ফিউচারিস্টিক হেডল্যাম্প, এলইডি হেডল্যাম্প, বড়সড় জায়গাওয়ালা আন্ডার সিট স্টোরেজ এবং চওড়া সিট। এ-ছাড়াও OLA S1 এবং OLA S1 Pro ইলেকট্রিক স্কুটার দুটিতে অ্যালয় উইলের সঙ্গে টিউবলেস টায়ারও রয়েছে। OLA S1 ইলেকট্রিক স্কুটারের মোট পাঁচটি রঙের ভ্যারিয়েন্ট আনা হয়েছে। অন্য দিকে OLA S1 Pro ইলেকট্রিক স্কুটারের ১১টি রঙের বিকল্প পেশ করা হয়েছে।
advertisement
ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ১৪১ কিমি:
OLA S1 এবং OLA S1 Pro ইলেকট্রিক স্কুটারের মধ্যে যান্ত্রিক কিছু পার্থক্য রয়েছে। OLA S1 স্কুটারে ৩ কেডব্লিউএইচের ছোট ব্যাটারি প্যাক রয়েছে। OLA S1 Pro ইলেকট্রিক স্কুটারে ৪ কেডব্লিউএইচের বড় ব্যাটারি প্যাক রয়েছে। OLA S1 স্কুটারে এক বার চার্জ করলে একটানা ১৪১ কিমির রেঞ্জ পাওয়া যায়। অন্য দিকে আবার OLA S1 Pro ইলেকট্রিক স্কুটারে মিলবে একটানা ১৮১ কিমি রেঞ্জ। OLA S1 এবং OLA S1 Pro ইলেকট্রিক স্কুটার ১২৮ কিমি এবং ১৭০ কিমি রেঞ্জের দাবি করে।
advertisement
চার্জ টাইম:
ছোট ব্যাটারির কারণে OLA S1 স্কুটারের ওজন OLA S1 Pro স্কুটারের থেকে অনেকটাই কম। OLA S1-এর মোট ওজন প্রায় ১২১ কিলোগ্রাম। আর ব্যাটারি ছোট হওয়ার কারণে এতে চার্জ দিতেও সময় লাগে কম। OLA S1 Pro ইলেকট্রিক স্কুটারে চার্জ সম্পূর্ণ হতে মোট ৬ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগে। অন্য দিকে OLA S1 স্কুটারে চার্জ সম্পূর্ণ হতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে।
advertisement
স্কুটারের দাম:
OLA S1 এবং OLA S1 Pro ইলেকট্রিক স্কুটার দুটিতে রয়েছে ৫.৫ কেডব্লিউ ইলেকট্রিক মোটর। OLA S1 ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে প্রায় ৯৯,৯৯৯ টাকা। আর সেখানে OLA S1 Pro ইলেকট্রিক স্কুটারের দাম হবে ১,৩৯,৯৯৯ টাকা। এই দাম হল FAME-II সাবসিডি লাগু করার পরের এক্স শোরুম প্রাইস।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজারে ব্যাপক চাহিদা! মাত্র এক দিনেই ১০ হাজারেরও বেশি বুকিং হয়েছে এই কোম্পানির ইলেকট্রিক স্কুটার!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement