৬০ হাজার টাকার এই মেশিন কিনে শুরু করুন ব্যবসা, প্রতিদিন লাভ করবেন বিপুল টাকা

Last Updated:

অটেমেটিক বা স্বয়ংক্রিয় এই মেশিনের মাধ্যমে চাউমিন, ফ্রায়েড রাইস, নানা ধরনের নুডলস, মাঞ্চুরিয়ান প্রভৃতি চাইনিজ খাবার অত্যন্ত কমে সময়ে তৈরি করে ফেলা যাবে।

#কলকাতা: আজকাল চাকরির বাজারের হাল খুবই খারাপ। বিশেষ করে করোনা মহামারীর পরে অবস্থা খুবই শোচনীয়। বহু ছেলেমেয়েই চাকরি না-পেয়ে বেকার। আর বেকারত্ব ঘোচাতে অনেকেই ছোটখাটো ব্যবসা শুরু করছেন। আসলে বড় কোনও ব্যবসা শুরু করার পথে অর্থের অভাবটাই মূল বাধা হয়ে দাঁড়ায়। অনেকেই পর্যাপ্ত পুঁজি বা মূলধনের অভাবে ব্যবসা শুরু করে উঠতে পারেন না। তবে আমরা একটা উপায়ের (Business ideas) কথা বলব, যেটার মাধ্যমে স্বল্প বিনিয়োগেই প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব।
আর সেই উপায়টা হল চাইনিজ খাবারের ব্যবসা (Chinese Food Business)। আসলে এই ব্যবসা করতে হলে লাগবে শুধু একটা মেশিন (Machine)। যার নাম ওক কুকিং মেশিন (Wok Cooking Machine)। অটেমেটিক বা স্বয়ংক্রিয় এই মেশিনের মাধ্যমে চাউমিন, ফ্রায়েড রাইস, নানা ধরনের নুডলস, মাঞ্চুরিয়ান প্রভৃতি চাইনিজ খাবার অত্যন্ত কমে সময়ে তৈরি করে ফেলা যাবে।
advertisement
advertisement
মেশিনটির দাম কত?
প্রথমেই প্রশ্ন উঠবে, ব্যবসা তো শুরু করাই যায়! কিন্তু এই মেশিনের দাম কত? জানা গিয়েছে, Wok Cooking Machine-এর দাম ৬০ হাজার টাকা থেকে শুরু হয়। তবে আকার এবং বৈশিষ্ট্য অনুযায়ী দামে তারতম্য আসতে পারে। এই মেশিনের সর্বোচ্চ দাম ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। অনলাইনেই কেনা যাবে এটি। চাইনিজ খাবার প্রস্তুতকারী মেশিনটির অন্য়তম বৈশিষ্ট্য হল- এটি বিদ্যুৎ এবং এলপিজি গ্যাসের মাধ্যমে চালিত হয়।
advertisement
কিন্তু কীভাবে ওই মেশিনটিতে খাবার তৈরি করা হয়? যে চাইনিজ খাবারটি তৈরি করতে চাইছি, সেই খাবারটির নাম কন্ট্রোল প্যানেলে সিলেক্ট করতে হবে। এর পরে মেশিনের ডিসপ্লে-তে ভেসে ওঠে নির্দেশাবলী। শুধুমাত্র সেই নির্দেশাবলী অনুসরণ করে উপকরণগুলি মেশিনে দিয়ে দিতে হবে। এ-বার মেশিন স্বয়ংক্রিয় ভাবে পুরো কাজটা সম্পন্ন করবে। দেখা যাবে, মাত্র ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২ মিনিট সময়েই পছন্দের খাবার সামনে হাজির। এর পর মেশিন থেকে খাবার সরাসরি পাতে তুলে নিলেই হল।
advertisement
 কেমন আয় হবে?
অধিকাংশ মানুষই চাইনিজ খাবার খেতে পছন্দ করেন। ফলে এই খাবারের চাহিদাও রয়েছে ব্যাপক। তাই Wok Cooking Machine ব্যবহার করে চাইনিজ খাবারের ব্যবসা শুরু করতে পারলে মোটা টাকা উপার্জন করা সম্ভব হবে। সবথেকে বড় কথা হল, পরিষ্কার ভাবে এবং হাইজিন বজায় রেখেই এই মেশিনের মাধ্যমে রান্না করা সম্ভব। কারণ গ্লাভস পরেই এই মেশিনে রান্নার উপকরণ দিতে হয়। তা-হলে হিসেব বলছে, সবথেকে বেশি দুই মিনিটের মধ্যে এক প্লেট চাইনিজ খাবার রান্না করা গেলে এক ঘণ্টায় ৩০ প্লেট খাবার তৈরি করা যাবে।
advertisement
এ-বার ধরা যাক, প্রতি প্লেট খাবারের দাম যদি ৩০ টাকা করে হয়ে থাকে, তা-হলে এক ঘণ্টায় আয় হবে মোট ৯০০ টাকা। আর যদি দিনে তিন ঘণ্টা কেউ কাজ করেন, তা-হলে তিনি দিনে প্রায় ২৭০০ টাকা রোজগার করতে পারবেন। ফলে বোঝাই যাচ্ছে, এই মেশিন দিয়ে দারুণ আয়ের পথ তৈরি করে নেওয়া যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৬০ হাজার টাকার এই মেশিন কিনে শুরু করুন ব্যবসা, প্রতিদিন লাভ করবেন বিপুল টাকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement