আবাস যোজনায় বাড়ি মিলবে কবে? চলো গ্রামে যাই কর্মসূচিতে সবচেয়ে বেশি প্রশ্ন
- Published by:Siddhartha Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
কেন্দ্র অর্থ দিচ্ছে না, গ্রামে গ্রামে বোঝানোর পরিকল্পনা তৃণমূল কংগ্রেস কর্মীদের ৷
আবীর ঘোষাল, কলকাতা: আবাস মিলবে কবে? ১০০ দিনের কাজের টাকা কবে পাওয়া যাবে? চলো গ্রামে যাই কর্মসূচিতে এমনই নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তৃণমূলের কর্মীদের প্রশ্ন করছেন গ্রামের বাসিন্দারা। চলো গ্রামে যাই, কর্মসূচির প্রথম ২৫ দিনের রিপোর্ট জমা পড়েছে। সেখানেই এই বিষয়গুলি নিয়ে শুরু হয়েছে চর্চা।
কেন্দ্র টাকা আটকে রাখায়, অসুবিধার সম্মুখীন মানুষ, অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যেই গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে চলো গ্রামে যাই কর্মসূচি। এবার সেই দলীয় কর্মসূচি পালন করতে গিয়েই নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদের। মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘মহিলারা সব সময় নিজেদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল। মেয়েরা এই বিষয়ে বরাবর সচেতন। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। এই প্রকল্পের নাম তো আর বদল করা হয়নি। যদিও সংবিধান অনুযায়ী এই টাকা পাওয়া বাধ্যতামূলক। কেন্দ্রকে বারবার চিঠি দেওয়া হয়েছে। কিছুটা চিঁড়ে ভিজলেও, সমস্যার পুরোপুরি এখনও সমাধান হয়নি।’’
advertisement
advertisement
তিনি উল্লেখ করেছেন, সবচেয়ে বেশি মানুষ প্রশ্ন করেছেন তাদের আবাস যোজনার বাড়ি নিয়ে ৷ এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের জানাচ্ছে মাত্র ১১ লাখ ৩৬ হাজার বাড়ি করার জন্যে টাকা এসেছে। আবাসের জন্য অনেকেই বলছেন। বাড়ি হয়নি। কেন্দ্র বাড়ির টাকা দেয়নি। এই বিষয় নিয়েই ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস ৷ যদিও বিজেপির তরফে বারবার টাকা চুরি, নাম বদলের প্রসঙ্গকে হাতিয়ার করা হয়েছে। তাই কেন্দ্র থেকে টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে বিজেপিও পাল্টা রাজনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছে।
advertisement
আপাতত বিভিন্ন জেলা থেকে যে রিপোর্ট এসেছে, ২৫ দিনের সেই রিপোর্ট নিয়ে বিশ্লেষণ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মূর্শিদাবাদ, মালদহের মতো জেলায় কোন কোন বক্তব্যকে হাতিয়ার করে পঞ্চায়েতের আগে প্রচার চালানো হবে, সেই বিষয়ে আলাদা কৌশল নেওয়া হচ্ছে। আপাতত তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্র অর্থ দিচ্ছে না এটাই রাজনৈতিক ভাবে প্রচার চালিয়ে যাবে দল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2022 8:21 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আবাস যোজনায় বাড়ি মিলবে কবে? চলো গ্রামে যাই কর্মসূচিতে সবচেয়ে বেশি প্রশ্ন