Post Office change rules: পোস্ট অফিসে আজ থেকে বদলাতে চলেছে ATM কার্ড ও লেনদেন-সহ একাধিক নিয়ম

Last Updated:

দেখে নিন আর কী কী বদল করা হচ্ছে (Post Office change rules) ৷

#নয়াদিল্লি: পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের (Post Office change rules)সঙ্গে যুক্ত নিয়ম বদলাতে চলেছে ৷ নয়া নিয়ম ১ অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে লাগু হতে চলেছে ৷ ১ অক্টোবর থেকে এটিএম কার্ডের চার্জ বদলাতে চলেছে ৷ পোস্ট অফিসের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে ৷
পোস্ট অফিস এবার থেকে প্রতি মাসে এটিএম কার্ডের মাধ্যমে করা ট্রানজাকশন লিমিটেড করে দিয়েছে ৷ দেখে নিন আর কী কী বদল করা হচ্ছে  (Post Office change rules) ৷
advertisement
১. পোস্ট অফিসের নয়া ATM চার্জ
১ অক্টোবর থেকে পোস্ট অফিসের এটিএম/ডেবিট কার্ডে বার্ষিক মেইন্টেনেন্স চার্জ ১২৫ টাকা + জিএসটি হবে ৷ এই চার্জ ১ অক্টোবর ২০২১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত লাগু থাকবে ৷
advertisement
২. এসএমএস অ্যালার্টের জন্য লাগবে চার্জ
ইন্ডিয়া পোস্ট এবার থেকে গ্রাহকদের পাঠানো এসএমএস অ্যালার্টের জন্য ১২ টাকা + জিএসটি নেবে ৷
৩. এটিএম হারালে দিতে হবে এই চার্জ
পোস্ট অফিসের এটিএম কার্ড ব্যবহার করলে এটা জেনে রাখুন ৷ ১ অক্টোবর থেকে পোস্ট অফিসের এটিএম কার্ড হারিয়ে ফেললে নতুন ডেবিট কার্ডের জন্য ৩০০ টাকা + জিএসটি চার্জ দিতে হবে ৷ অন্যদিকে এটিএম পিন হারিয়ে গেলেও অন্য পিনের জন্য দিতে হবে ৫০ টাকা + জিএসটি চার্জ দিতে হবে ৷
advertisement
৪. মিনিমাম ব্যালেন্স
গ্রাহকদের এবার থেকে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ৷ সেভিংস অ্যাকাউন্টে কম ব্যালেন্স থাকায় এটিএম ও পিওএস ট্রানজাকশন বাতিল করে দেওয়া হয় ৷ গ্রাহকদের এর জন্য ২০ টাকা + জিএসটি দিতে হবে ৷
৫. লিমিটেড করা হল ফ্রি ট্রানজাকশন
নয়া নিয়ম অনুযায়ী (Post Office change rules), বেসিক সেভিংস অ্যাকাউন্টে এক মাসে ৫ বার ট্রানজাকশন করলে কোনও চার্জ দিতে হবে না ৷ এরপর টাকা তুললে প্রত্যেক ট্রানজাকশনে ১০ টাকা + জিএসটি চার্জ দিতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post Office change rules: পোস্ট অফিসে আজ থেকে বদলাতে চলেছে ATM কার্ড ও লেনদেন-সহ একাধিক নিয়ম
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement