Petrol Diesel Price Today: জ্বালানির জ্বালা! ফের বাড়ল পেট্রোলের দাম, ৯০ পার ডিজেল

Last Updated:

Petrol Diesel Price Today: কীভাবে চেক করবেন নিজের শহরে পেট্রোল ও ডিজেলের দাম...

#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলির সিদ্ধান্তে আরও চিন্তা বাড়ল মধ্যবিত্তের ৷ শুক্রবার নিয়ে লাগাতার দ্বিতীয় দিন পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today) বৃদ্ধি করা হয়েছে ৷ এর জেরে এদিন দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৯০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ অন্যদিকে পেট্রোলের দাম প্রায় ১০২ টাকা হয়ে গিয়েছে ৷ বর্তমানে দেশের সমস্ত শহরে পেট্রোল ও ডিজেলের দাম অল টাইম হাই-তে চলছে ৷
বৃহস্পতিবার পেট্রোলের দাম ২৫ পয়সা প্রতি লিটার ও ডিজেলের দাম ৩০ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছিল ৷ বুধবার অবশ্য অপরিবর্তিত রাখা হয়েছিল তেলের দাম ৷ মঙ্গলবার আবার পেট্রোলের দাম ২০ পয়সা বাড়ানো হয়েছিল ৷ ডিজেল ২৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছিল ৷
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today)
দিল্লি- পেট্রোল ১০১.৮৯ টাকা, ডিজেল ৯০.১৭ টাকা
advertisement
মুম্বই- পেট্রোল ১০৭.৯৫ টাকা, ডিজেল ৯৭.৮৪ টাকা
চেন্নাই- পেট্রোল ৯৯.৫৮ টাকা, ডিজেল ৯৪.৭৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০২.৪৭ টাকা, ডিজেল ৯৩.২৭ টাকা
আরও দাম বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price Today)
আন্তর্জাতিক বাজারে লাগাতার পাঁচদিন বাড়ল তেলের দাম ৷ গত ৩ বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮০ ডলার প্রতি ব্যারেলের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ বর্তমানে অপরিশোধিত তেলের দাম কমার কোনও সম্ভাবনা নেই ৷ স্বাভাবিক ভাবেই এর জেরে পেট্রোল ও ডিজেলের দাম আগামী দিনে আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে ৷
advertisement
কীভাবে চেক করবেন নিজের শহরে পেট্রোল ও ডিজেলের দাম
সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price Today: জ্বালানির জ্বালা! ফের বাড়ল পেট্রোলের দাম, ৯০ পার ডিজেল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement